দিল্লি, 18 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে সামিল হয়েছেন অসংখ্য মানুষ ৷ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে নানা দিকে ৷ এই পরিস্থিতিতে ভারতীয় মুসলিমদের আশ্বাস দিলেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম ৷
শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি বলেন, ''নতুন আইনের অধীনে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের মুসলিমরা ভারতীয় নাগরিকত্ব পাবেন না ঠিকই ৷ তবে এর সঙ্গে ভারতীয় মুসলিমদের কোনও সম্পর্ক নেই ৷''
-
Shahi Imam of Delhi's Jama Masjid, Syed Ahmed Bukhari: Under Citizenship Amendment Act (CAA), the Muslim refugees who come to India from Pakistan, Afghanistan, & Bangladesh will not get Indian citizenship. It has nothing to do with the Muslims living in India. (17.12.19) https://t.co/zlOIlQXocg
— ANI (@ANI) December 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shahi Imam of Delhi's Jama Masjid, Syed Ahmed Bukhari: Under Citizenship Amendment Act (CAA), the Muslim refugees who come to India from Pakistan, Afghanistan, & Bangladesh will not get Indian citizenship. It has nothing to do with the Muslims living in India. (17.12.19) https://t.co/zlOIlQXocg
— ANI (@ANI) December 18, 2019Shahi Imam of Delhi's Jama Masjid, Syed Ahmed Bukhari: Under Citizenship Amendment Act (CAA), the Muslim refugees who come to India from Pakistan, Afghanistan, & Bangladesh will not get Indian citizenship. It has nothing to do with the Muslims living in India. (17.12.19) https://t.co/zlOIlQXocg
— ANI (@ANI) December 18, 2019
নাগরিকপঞ্জি (NRC) এবং নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর মধ্যে পার্থক্য রয়েছে একথাও উল্লেখ করেন তিনি ৷ বলেন, CAA একটি আইন৷ কিন্তু নাগরিকপঞ্জি একটি ঘোষণামাত্র ৷ এটা তো আইনে পরিণত হয়নি ৷
শাহি ইমামের কথায়, প্রতিবাদ করা মানুষের অধিকার ৷ এটা থেকে কেউ আমাদের আটকাতে পারবে না ৷ কিন্তু আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে ৷ এটা সবচেয়ে জরুরি ৷