কনৌজ, 10 জানুয়ারি : উত্তরপ্রদেশের কনৌজে জি টি রোডে বাস দুর্ঘটনা । দোতলা এক বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের পর আগুন লেগে যায় বাসটিতে । বাসে 50 জন যাত্রী ছিলেন বলে অনুমান করা হচ্ছে । দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন । ঘটনাস্থানে এসেছে ছিব্রামাউ থানার পুলিশ ।
আনুমানিক রাত প্রায় সাড়ে 9টার সময়ে ঘিনোইয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে । বাসটি কনৌজের গুরসহাইগঞ্জ থেকে জয়পুরের দিকে যাচ্ছিল । আগুন লাগার ঘটনায় কমপক্ষে 20 জনের মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে । এদিকে দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলাশাসক ও অন্য আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, 12-15 জন যাত্রী প্রাণ বাঁচাতে বাস থেকে ঝাঁপ মারেন । দুর্ঘটনায় কতজন জখম হয়েছেন বা মারা গেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি ।