ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে খাদে বাস পড়ে মৃত 6

ঝাড়খণ্ডের গরওয়াতে খাদে বাস পড়ে মৃত 6, আহত 39 । উদ্ধারকাজ চলছে ।

বাস দুর্ঘটনা
author img

By

Published : Jun 25, 2019, 8:07 AM IST

Updated : Jun 25, 2019, 9:30 AM IST

গরওয়া (ঝাড়খণ্ড), 25 জুন : খাদে বাস পড়ে মৃত 6 জন । আহত 39 । দুর্ঘটনাটি ঝাড়খণ্ডের গরওয়ার । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে । উদ্ধারকাজ চলছে ।

বাসটি অম্বিকাপুর থেকে ডালটনগঞ্জের দিকে আসছিল । গরওয়া জেলার রঙ্কার কাছে অনরাজ ঘাটিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 100 ফুট নিচে খাদে পড়ে যায় । আহতদের বক্তব্য, বাসটি খুব দ্রুত গতিতে আসছিল । নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । আহতদের সদর হাসপাতালে ভরতি করা হয়েছে । তার মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের রাঁচিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।

গরওয়া (ঝাড়খণ্ড), 25 জুন : খাদে বাস পড়ে মৃত 6 জন । আহত 39 । দুর্ঘটনাটি ঝাড়খণ্ডের গরওয়ার । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে । উদ্ধারকাজ চলছে ।

বাসটি অম্বিকাপুর থেকে ডালটনগঞ্জের দিকে আসছিল । গরওয়া জেলার রঙ্কার কাছে অনরাজ ঘাটিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 100 ফুট নিচে খাদে পড়ে যায় । আহতদের বক্তব্য, বাসটি খুব দ্রুত গতিতে আসছিল । নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । আহতদের সদর হাসপাতালে ভরতি করা হয়েছে । তার মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের রাঁচিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।

Guwahati (Assam), Jun 25 (ANI): Gauhati High Court on Monday took up a Public Interest Litigation (PIL) filed by animal activists challenging Assam government's decision to transport four juvenile elephants from Tinsukia to Ahmedabad in Gujarat. The petitioners contended that the state government's decision was in violation of the Wildlife (Protection) Act, 1972, and relevant orders of the Supreme Court in this regard. Assam Forest Department's Public Relations Officer (PRO) Sailen Pandey told ANI that the Gauhati HC found that an interim Supreme Court had already ordered states that elephants shouldn't be transported from one state to another; however, since the SC order was in respect to Kerala, the HC has asked the central government to clarify whether the SC order would also be applicable in Assam.
Last Updated : Jun 25, 2019, 9:30 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.