আহমেদাবাদ, 28 অগাস্ট : আহমেদাবাদের কুবেরনগর এলাকায় তিন তলা বাড়ি ভেঙে মৃত্যু হল একজনের । মৃতের নাম প্রেমাভাই চরণ । তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় । চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় প্রেমাভাইয়ের ।
ওই বাড়িটিতে গতরাতে সেলাইয়ের কাজ করছিলেন তিন যুবক । সেই সময়ই বাড়িটি ভেঙে পড়ে । শব্দ শুনে ঘটনাস্থানে ছুটে যান স্থানীয়রা । আটকে পড়া যুবকদের উদ্ধারের চেষ্টা করেন । পুলিশ ও দমকলেও খবর দেওয়া হয় ।
খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থানে পৌঁছান । পাঁচ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চলে । তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গুরুতর আহত হয়েছিলেন প্রেমাভাই চরণ । চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় । বাকি দু'জনকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।