ETV Bharat / bharat

পদত্যাগ করুন কুমারস্বামী: ইয়েদুরাপ্পা - bengaluru

আজ সকালেই কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট ভেঙে পদত্যাগ করেন কংগ্রেসের 21 জন মন্ত্রী । তার পরেই কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর পদত্যাগ চেয়ে ফের সরব হলেন কর্নাটকের BJP সভাপতি বি এস ইয়েদুরাপ্পা ।

ইয়েদুরাপ্পা
author img

By

Published : Jul 8, 2019, 6:13 PM IST

বেঙ্গালুরু, 8 জুলাই : কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর পদত্যাগ চেয়ে ফের সরব হলেন কর্নাটকের BJP সভাপতি বি এস ইয়েদুরাপ্পা । তিনি আজ সাংবাদিকদের বলেন, "এই জোট বিশ্বাস হারিয়ে ফেলেছে । এই কারণেই আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী এই ডি কুমারস্বামীর পদত্যাগ দাবি করছি ।" আজ সকালেই কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট ভেঙে পদত্যাগ করেন কংগ্রেসের 21 জন মন্ত্রী । তার পরেই BJP বিধায়কদের নিয়ে এক বৈঠকে বসেন ইয়েদুরাপ্পা । সেই বৈঠকে যাওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারস্বামীর বিরুদ্ধে তোপ দাগেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ।

ইয়েদুরাপ্পা আরও বলেন, "আমাদের দলের সব কর্মীরা আগামীকাল এই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবে । বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কুমারস্বামীর জোট সরকার । সেই কারণেই মুখ্যমন্ত্রীর উচিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানো । রাজ্যের মানুষও সেটাই চায় ।"

সোমবার 11 জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করার পর থেকেই BJP-র তরফে দাবি জানানো হয় যে, জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করতে পারলে তাদের সরকার গঠন করতে আহ্বান জানানো হোক । আজ কংগ্রেসের 21 জন মন্ত্রীর পদত্যাগে সেই দাবি আরও জোরালো হল । গতকালই সরকার গঠন প্রসঙ্গে ইয়েদুরাপ্পা বলেছিলেন, "BJP সন্ন্যাসীদের দল নয় । আমরা আগে দেখি কী ঘটে । তারপর সব সিদ্ধান্ত নেওয়া হবে ।"

বেঙ্গালুরু, 8 জুলাই : কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর পদত্যাগ চেয়ে ফের সরব হলেন কর্নাটকের BJP সভাপতি বি এস ইয়েদুরাপ্পা । তিনি আজ সাংবাদিকদের বলেন, "এই জোট বিশ্বাস হারিয়ে ফেলেছে । এই কারণেই আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী এই ডি কুমারস্বামীর পদত্যাগ দাবি করছি ।" আজ সকালেই কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট ভেঙে পদত্যাগ করেন কংগ্রেসের 21 জন মন্ত্রী । তার পরেই BJP বিধায়কদের নিয়ে এক বৈঠকে বসেন ইয়েদুরাপ্পা । সেই বৈঠকে যাওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারস্বামীর বিরুদ্ধে তোপ দাগেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ।

ইয়েদুরাপ্পা আরও বলেন, "আমাদের দলের সব কর্মীরা আগামীকাল এই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবে । বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কুমারস্বামীর জোট সরকার । সেই কারণেই মুখ্যমন্ত্রীর উচিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানো । রাজ্যের মানুষও সেটাই চায় ।"

সোমবার 11 জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করার পর থেকেই BJP-র তরফে দাবি জানানো হয় যে, জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করতে পারলে তাদের সরকার গঠন করতে আহ্বান জানানো হোক । আজ কংগ্রেসের 21 জন মন্ত্রীর পদত্যাগে সেই দাবি আরও জোরালো হল । গতকালই সরকার গঠন প্রসঙ্গে ইয়েদুরাপ্পা বলেছিলেন, "BJP সন্ন্যাসীদের দল নয় । আমরা আগে দেখি কী ঘটে । তারপর সব সিদ্ধান্ত নেওয়া হবে ।"


Murshidabad (West Bengal), July 08 (ANI): Members of the transgender community performed at a cultural festival in West Bengal's Murshidabad. The festival was organised at Berhampore Kalakshetra. The main aim of the festival was to create awareness among people about Transgender community.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.