বেঙ্গালুরু, 8 জুলাই : কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর পদত্যাগ চেয়ে ফের সরব হলেন কর্নাটকের BJP সভাপতি বি এস ইয়েদুরাপ্পা । তিনি আজ সাংবাদিকদের বলেন, "এই জোট বিশ্বাস হারিয়ে ফেলেছে । এই কারণেই আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী এই ডি কুমারস্বামীর পদত্যাগ দাবি করছি ।" আজ সকালেই কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট ভেঙে পদত্যাগ করেন কংগ্রেসের 21 জন মন্ত্রী । তার পরেই BJP বিধায়কদের নিয়ে এক বৈঠকে বসেন ইয়েদুরাপ্পা । সেই বৈঠকে যাওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারস্বামীর বিরুদ্ধে তোপ দাগেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ।
ইয়েদুরাপ্পা আরও বলেন, "আমাদের দলের সব কর্মীরা আগামীকাল এই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবে । বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কুমারস্বামীর জোট সরকার । সেই কারণেই মুখ্যমন্ত্রীর উচিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানো । রাজ্যের মানুষও সেটাই চায় ।"
সোমবার 11 জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করার পর থেকেই BJP-র তরফে দাবি জানানো হয় যে, জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করতে পারলে তাদের সরকার গঠন করতে আহ্বান জানানো হোক । আজ কংগ্রেসের 21 জন মন্ত্রীর পদত্যাগে সেই দাবি আরও জোরালো হল । গতকালই সরকার গঠন প্রসঙ্গে ইয়েদুরাপ্পা বলেছিলেন, "BJP সন্ন্যাসীদের দল নয় । আমরা আগে দেখি কী ঘটে । তারপর সব সিদ্ধান্ত নেওয়া হবে ।"