ETV Bharat / bharat

দিল্লি বিমানবন্দরে ই-ভিসা বাতিল ব্রিটিশ সাংসদের - বিমানবন্দর

কাশ্মীরে 370 ধারা তুলে নেওয়ার ঘটনায় একটি চিঠি টুইটারে পোস্ট করেছিলেন ব্রিটিশ সাংসদ ডেবি আব্রাহামস ৷ আজ তিনি দিল্লি বিমানবন্দরে নামলে তাঁকে জানানো হয়, তাঁর ই-ভিসা বাতিল করে দেওয়া হয়েছে ৷ তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় দুবাইয়ে ৷

British MP Debbie Abraham
ব্রিটিশ সাংসদ ডেবি আব্রাহাম
author img

By

Published : Feb 17, 2020, 7:16 PM IST

দিল্লি, 17 ফেব্রুয়ারি: কাশ্মীরে 370 ধারা তুলে নেওয়ার ঘটনায় টুইটারে সমালোচনামূলক পোস্ট করেছিলেন ৷ তারপর আজ দিল্লি বিমানবন্দর থেকে ফিরে যেতে হল ব্রিটিশ সাংসদ ডেবি আব্রাহামসকে ৷ সকাল 8.50-এ দুবাই থেকে দিল্লি বিমানবন্দরে তিনি নামেন ৷ সেখানে তাঁকে জানানো হয়, তাঁর ই-ভিসা বাতিল হয়ে গেছে ৷ তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় দুবাইয়ে ৷

কাশ্মীর নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় দলের সভাপতি ডেবি আব্রাহামস বলেন, তাঁর সঙ্গে একজন অপরাধীর মতো ব্যবহার করা হয়েছে ৷ তাঁকে বিমানবন্দরের আধিকারিকরা বলেন, তাঁকে যে ই-ভিসা মঞ্জুর করা হয়েছিল গত বছরের অক্টোবরে, তা বাতিল করা হয়েছে ৷

তিনি বলেন, ‘‘বাকিদের মতই আমিও ইমিগ্রেশন দপ্তরে ই-ভিসা সহ যাবতীয় তথ্য দেখাই ৷ আমার ছবিও তোলা হয় ৷ তারপরই এক কর্মী কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে মাথা নাড়তে থাকেন এবং আমার পাসপোর্ট নিয়ে চলে যান ৷ 10 মিনিট পর তিনি ফিরে এসে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন ৷ চিৎকার করে তাঁর সঙ্গে যেতে বলেন ৷ আমি তাঁকে এইভাবে কথা বলতে মানা করি ৷ আমায় ডিপোর্টি সেলে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে বসতে নির্দেশ দেন ৷’’

  • Ministry of Home Affairs (MHA) sources: British MP Debbie Abrahams' e-visa was cancelled so she was not allowed entry in Delhi today (after she arrived at Indira Gandhi International Airport on Emirates flight from Dubai at 9 am). She was informed about it timely&with due process pic.twitter.com/Cr7LXhQiaM

    — ANI (@ANI) February 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিমানবন্দরে আটকে পড়ার পর ডেবি পরিচিত এক ব্যক্তিকে ফোন করেন ৷ ওই ব্যক্তির বাড়িতে তাঁর থাকার পরিকল্পনা ছিল ৷ তিনি ব্রিটিশ হাই কমিশনেও ফোন করেন এই ঘটনার সুরাহা করতে ৷ ডেবি ‘ভিসা অন অ্যারাইভাল’-এর আবেদনও করেন ৷ কিন্তু সেই আবেদনেরও কোনও সাড়া মেলেনি ৷

বিমানবন্দরে দাঁড়িয়ে ডেবি বলেন, "যে ব্যক্তি ইনচার্জ ছিলেন, তিনিও জানতেন না কেন আমায় আটকানো হয়েছিল ৷ আপাতত আমি ফিরে যাওয়ার অপেক্ষা করছি, যদি না ভারত সরকার তার সিদ্ধান্ত বদল করে ৷ আমার সঙ্গে যে অপরাধীর মতো ব্যবহার করা হয়েছে, তা ভুলতে রাজি আছি ৷ আশা করছি আমায় পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে ৷"

গতবছরের 5 অগাস্ট জম্মু-কাশ্মীরে বিশেষ অধিকার তুলে নেয় কেন্দ্র ৷ সেই সিদ্ধান্তের সমালোচনা করে সেদিনই একটি চিঠি টুইটারে পোস্ট করেন ডেবি ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি রাজনীতিতে এসেছি সকলের জন্য সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার প্রচারের জন্য ৷ যখনই অবিচার বা ক্ষমতার অপব্যবহার হয়েছে, আমার ও অন্যান্য দেশের সরকারের বিরুদ্ধে বরাবরই সরব হয়েছি ৷

ব্রিটিশ সাংসদের ই-ভিসা খারিজ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘ডেবি আব্রাহামসের ই-ভিসা বাতিল হওয়ায় তাঁকে আজ দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ তাঁকে এই বিষয়ে সময়মতো এবং যথাযথ প্রক্রিয়া সহ জানানো হয়েছিল ৷"

দিল্লি, 17 ফেব্রুয়ারি: কাশ্মীরে 370 ধারা তুলে নেওয়ার ঘটনায় টুইটারে সমালোচনামূলক পোস্ট করেছিলেন ৷ তারপর আজ দিল্লি বিমানবন্দর থেকে ফিরে যেতে হল ব্রিটিশ সাংসদ ডেবি আব্রাহামসকে ৷ সকাল 8.50-এ দুবাই থেকে দিল্লি বিমানবন্দরে তিনি নামেন ৷ সেখানে তাঁকে জানানো হয়, তাঁর ই-ভিসা বাতিল হয়ে গেছে ৷ তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় দুবাইয়ে ৷

কাশ্মীর নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় দলের সভাপতি ডেবি আব্রাহামস বলেন, তাঁর সঙ্গে একজন অপরাধীর মতো ব্যবহার করা হয়েছে ৷ তাঁকে বিমানবন্দরের আধিকারিকরা বলেন, তাঁকে যে ই-ভিসা মঞ্জুর করা হয়েছিল গত বছরের অক্টোবরে, তা বাতিল করা হয়েছে ৷

তিনি বলেন, ‘‘বাকিদের মতই আমিও ইমিগ্রেশন দপ্তরে ই-ভিসা সহ যাবতীয় তথ্য দেখাই ৷ আমার ছবিও তোলা হয় ৷ তারপরই এক কর্মী কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে মাথা নাড়তে থাকেন এবং আমার পাসপোর্ট নিয়ে চলে যান ৷ 10 মিনিট পর তিনি ফিরে এসে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন ৷ চিৎকার করে তাঁর সঙ্গে যেতে বলেন ৷ আমি তাঁকে এইভাবে কথা বলতে মানা করি ৷ আমায় ডিপোর্টি সেলে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে বসতে নির্দেশ দেন ৷’’

  • Ministry of Home Affairs (MHA) sources: British MP Debbie Abrahams' e-visa was cancelled so she was not allowed entry in Delhi today (after she arrived at Indira Gandhi International Airport on Emirates flight from Dubai at 9 am). She was informed about it timely&with due process pic.twitter.com/Cr7LXhQiaM

    — ANI (@ANI) February 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিমানবন্দরে আটকে পড়ার পর ডেবি পরিচিত এক ব্যক্তিকে ফোন করেন ৷ ওই ব্যক্তির বাড়িতে তাঁর থাকার পরিকল্পনা ছিল ৷ তিনি ব্রিটিশ হাই কমিশনেও ফোন করেন এই ঘটনার সুরাহা করতে ৷ ডেবি ‘ভিসা অন অ্যারাইভাল’-এর আবেদনও করেন ৷ কিন্তু সেই আবেদনেরও কোনও সাড়া মেলেনি ৷

বিমানবন্দরে দাঁড়িয়ে ডেবি বলেন, "যে ব্যক্তি ইনচার্জ ছিলেন, তিনিও জানতেন না কেন আমায় আটকানো হয়েছিল ৷ আপাতত আমি ফিরে যাওয়ার অপেক্ষা করছি, যদি না ভারত সরকার তার সিদ্ধান্ত বদল করে ৷ আমার সঙ্গে যে অপরাধীর মতো ব্যবহার করা হয়েছে, তা ভুলতে রাজি আছি ৷ আশা করছি আমায় পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে ৷"

গতবছরের 5 অগাস্ট জম্মু-কাশ্মীরে বিশেষ অধিকার তুলে নেয় কেন্দ্র ৷ সেই সিদ্ধান্তের সমালোচনা করে সেদিনই একটি চিঠি টুইটারে পোস্ট করেন ডেবি ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি রাজনীতিতে এসেছি সকলের জন্য সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার প্রচারের জন্য ৷ যখনই অবিচার বা ক্ষমতার অপব্যবহার হয়েছে, আমার ও অন্যান্য দেশের সরকারের বিরুদ্ধে বরাবরই সরব হয়েছি ৷

ব্রিটিশ সাংসদের ই-ভিসা খারিজ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘ডেবি আব্রাহামসের ই-ভিসা বাতিল হওয়ায় তাঁকে আজ দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ তাঁকে এই বিষয়ে সময়মতো এবং যথাযথ প্রক্রিয়া সহ জানানো হয়েছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.