দিল্লি, 27 অক্টোবর : কুয়েতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ এবং বিচারপতি এম আর শাহ-র ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় ।
কোরোনা সংক্রমণের জেরে অনেকেই কুয়েতে আটকে পড়েন । বিভিন্ন সংস্থায় শ্রমিক হিসেবে কর্মরত বহু ভারতীয় সেখান থেকে দেশে ফিরতে পারছেন না । তাঁঁদের জন্য যথাযথ পদক্ষেপ করে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।
কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, প্রায় 30 হাজার ভারতীয় কুয়েতে রয়েছেন । লকডাউনের সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে "বন্দে ভারত মিশন"-এর অধীনে বহু ভারতীয়কে ফিরিয়ে আনার ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার ।