ETV Bharat / bharat

এমন উন্নয়ন করুন যাতে PoK-র বাসিন্দারা ভারতে আসে, রাজ্যপালকে বলেছিলেন মোদি - article 370

রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন কাশ্মীরকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) বাসিন্দারাও ভারতে এসে থাকার ইচ্ছা প্রকাশ করেন ।

এমন উন্নয়ন করুন যাতে PoK-র বাসিন্দারা ভারতে আসে, রাজ্যপালকে বলেছিলেন মোদি
author img

By

Published : Sep 15, 2019, 7:44 PM IST

শ্রীনগর, 15 সেপ্টেম্বর : কাশ্মীরকে একটি উজ্জ্বল স্থানে পরিণত করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ এই কথা বলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । রাজ্যপাল আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন কাশ্মীরকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) বাসিন্দারাও ভারতে এসে থাকার ইচ্ছা প্রকাশ করেন ।

রাজ্যপাল আজ বলেন, "পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকেরা অনেক কষ্টে জীবন ধারণ করছে । কাশ্মীরে অনেক উন্নতির অবকাশ রয়েছে । আমরা সেই উন্নতিগুলি করতে পারলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাও এখানে এসে থাকতে চাইবে ।"

গত বছরের অগাস্টে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হন‌ সত্যপাল মালিক । এর দু'মাস পর BJP ও মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টির জোট ভেঙে যায় । এরপর রাজ্য চলে যায় রাজ্যপালের অধীনে । চলতি বছরের 5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয় 370 ধারা । পাশ হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল । এর ফলে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় রাজ্যটি । এরপর খাতায় কলমে ক্ষমতা আরও বেড়ে যায় রাজ্যপালের ।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, "অনেক ভেবেচিন্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে । আমরা কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা বেশিদিন রাখতে চাই না ।"

এদিকে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারার পর থেকেই এই ইশু নিয়ে সরব হয়েছে পাকিস্তান । সম্প্রতি এই বিষয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিল পাকিস্তান । তবে এই প্রেক্ষিতে পাকিস্তানকে পালটা দেয় ভারত । পাকিস্তানেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষকেই মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে জানায় ভারত ৷

শ্রীনগর, 15 সেপ্টেম্বর : কাশ্মীরকে একটি উজ্জ্বল স্থানে পরিণত করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ এই কথা বলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । রাজ্যপাল আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন কাশ্মীরকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) বাসিন্দারাও ভারতে এসে থাকার ইচ্ছা প্রকাশ করেন ।

রাজ্যপাল আজ বলেন, "পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকেরা অনেক কষ্টে জীবন ধারণ করছে । কাশ্মীরে অনেক উন্নতির অবকাশ রয়েছে । আমরা সেই উন্নতিগুলি করতে পারলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাও এখানে এসে থাকতে চাইবে ।"

গত বছরের অগাস্টে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হন‌ সত্যপাল মালিক । এর দু'মাস পর BJP ও মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টির জোট ভেঙে যায় । এরপর রাজ্য চলে যায় রাজ্যপালের অধীনে । চলতি বছরের 5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয় 370 ধারা । পাশ হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল । এর ফলে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় রাজ্যটি । এরপর খাতায় কলমে ক্ষমতা আরও বেড়ে যায় রাজ্যপালের ।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, "অনেক ভেবেচিন্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে । আমরা কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা বেশিদিন রাখতে চাই না ।"

এদিকে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারার পর থেকেই এই ইশু নিয়ে সরব হয়েছে পাকিস্তান । সম্প্রতি এই বিষয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিল পাকিস্তান । তবে এই প্রেক্ষিতে পাকিস্তানকে পালটা দেয় ভারত । পাকিস্তানেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষকেই মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে জানায় ভারত ৷

Ayodhya (UP), Sep 15 (ANI): Senior BJP leader Subramanian Swamy performed 'puja' at Kanchi Sankara Math in Uttar Pradesh's Ayodhya on September 15. His wife also accompanied him in the puja. He also performed 'gau puja' along with his wife.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.