ETV Bharat / bharat

দূষণ রোধে পথ দেখাচ্ছে হিমাচলপ্রদেশের বারু সাহিব - reuse of Plastic waste

প্রথমে পলিথিন ও প্লাস্টিক আলাদা করা হয় ৷ পরে সেগুলি গলিয়ে তৈরি করা হয় ইট, টাইলস ৷ এই ইট ও টাইলসকে সংশ্লিষ্ট পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন জায়গায় রাস্তা, ফুটপাত তৈরির কাজে লাগানো হয় ৷ এছাড়া অন্যান্য বর্জ্য দিয়ে বানানো হয় পেপার ব্যাগ, ফাইল কভার ইত্যাদি ৷ বারু সাহিব আগামী প্রজন্মকে পথ দেখিয়েছে ৷ প্লাস্টিক বর্জ্য থেকে অন্যান্য সামগ্রী তৈরি ও ব্যবহার করে নজির গড়েছে ৷

Bricks and tiles made from plastic at Baru Sahib in  Sirmaur district of Himachal Pradesh
বারু সাহিব
author img

By

Published : Dec 17, 2019, 7:10 AM IST

নাহান, 17 ডিসেম্বর : ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণ কপালে ভাঁজ ফেলেছে হিমাচলপ্রদেশের বাসিন্দাদের ৷ সম্প্রতি কয়েকটি সংস্থা রাজ্যকে প্লাস্টিক মুক্ত করতে সামনে এগিয়ে এসেছে ৷ সিরমৌর জেলার লানাভালতা পঞ্চায়েতের অন্তর্গত বারু সাহিবে এমনই একটি প্রচেষ্টা চালানো হয়েছে ৷

বারু সাহেবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অধীনে কলগিধর ট্রাস্টের পক্ষ থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের ব্যবস্থা করা হয় ৷ নিকটবর্তী সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে কয়েকটি গাড়ি করে বর্জ্য সংগ্রহ করা হয় ৷ বারু সাহিবে নিয়ে আসার পর প্রথমে পলিথিন ও প্লাস্টিক আলাদা করা হয় ৷ পরে সেগুলি গলিয়ে তৈরি করা হয় ইট, টাইলস ৷ এই ইট ও টাইলসকে সংশ্লিষ্ট পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন জায়গায় রাস্তা, ফুটপাত তৈরির কাজে লাগানো হয় ৷ এছাড়া অন্যান্য বর্জ্য দিয়ে বানানো হয় পেপার ব্যাগ, ফাইল কভার ইত্যাদি ৷ বারু সাহিবের কারখানায় সুন্দর সুন্দর ফুলদানি তৈরি করা হয় প্লাস্টিকের বোতল দিয়ে ৷ প্লাস্টিকমুক্ত অভিযানে গ্রামবাসীরা সক্রিয়ভাবে যুক্ত ৷

Bricks and tiles made from plastic at Baru Sahib in  Sirmaur district of Himachal Pradesh
প্লাস্টিক বর্জ্য থেকে বারু সাহিবে তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে ইট, টাইলস

লানাভালতা পঞ্চায়েতের প্রধান রুপিন্দর কউর বলেন, "নানাভাবে প্লাস্টিক ও পলিথিন বারু সাহিবে ব্যবহার করা হয় ৷ " তিনি সেইসঙ্গে প্রধানমন্ত্রীর প্লাস্টিক মুক্ত দেশ গড়ার পক্ষ্যে প্রচার অভিযানের প্রশংসা করেছেন ৷

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, পঞ্চায়েত এলাকার সমস্ত প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য প্রথমে বারু সাহিবে পাঠানো হয় ৷ উৎপন্ন সামগ্রী পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ব্যবহার করা হয় ৷ তিনি আরও জানান, গ্রামবাসীরা প্রধানমন্ত্রীর স্বপ্নকে সত্যি করে দেখাতে চান ৷

দেখুন ভিডিয়ো...

বারু সাহিব আগামী প্রজন্মকে পথ দেখিয়েছে ৷ প্লাস্টিক বর্জ্য থেকে অন্যান্য সামগ্রী তৈরি ও ব্যবহার করে নজির গড়েছে ৷ উল্লেখ্য, প্লাস্টিকমুক্ত দেশ গড়ার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হয়েছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যাগ, কাপ এবং স্ট্র ৷ লক্ষ্য 2022 সালের মধ্যে দেশকে প্লাস্টিক মুক্ত করা ৷ এই লক্ষ্যপূরণে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক সচেতনতা অভিযান চালানো হয়েছে ৷

নাহান, 17 ডিসেম্বর : ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণ কপালে ভাঁজ ফেলেছে হিমাচলপ্রদেশের বাসিন্দাদের ৷ সম্প্রতি কয়েকটি সংস্থা রাজ্যকে প্লাস্টিক মুক্ত করতে সামনে এগিয়ে এসেছে ৷ সিরমৌর জেলার লানাভালতা পঞ্চায়েতের অন্তর্গত বারু সাহিবে এমনই একটি প্রচেষ্টা চালানো হয়েছে ৷

বারু সাহেবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অধীনে কলগিধর ট্রাস্টের পক্ষ থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের ব্যবস্থা করা হয় ৷ নিকটবর্তী সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে কয়েকটি গাড়ি করে বর্জ্য সংগ্রহ করা হয় ৷ বারু সাহিবে নিয়ে আসার পর প্রথমে পলিথিন ও প্লাস্টিক আলাদা করা হয় ৷ পরে সেগুলি গলিয়ে তৈরি করা হয় ইট, টাইলস ৷ এই ইট ও টাইলসকে সংশ্লিষ্ট পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন জায়গায় রাস্তা, ফুটপাত তৈরির কাজে লাগানো হয় ৷ এছাড়া অন্যান্য বর্জ্য দিয়ে বানানো হয় পেপার ব্যাগ, ফাইল কভার ইত্যাদি ৷ বারু সাহিবের কারখানায় সুন্দর সুন্দর ফুলদানি তৈরি করা হয় প্লাস্টিকের বোতল দিয়ে ৷ প্লাস্টিকমুক্ত অভিযানে গ্রামবাসীরা সক্রিয়ভাবে যুক্ত ৷

Bricks and tiles made from plastic at Baru Sahib in  Sirmaur district of Himachal Pradesh
প্লাস্টিক বর্জ্য থেকে বারু সাহিবে তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে ইট, টাইলস

লানাভালতা পঞ্চায়েতের প্রধান রুপিন্দর কউর বলেন, "নানাভাবে প্লাস্টিক ও পলিথিন বারু সাহিবে ব্যবহার করা হয় ৷ " তিনি সেইসঙ্গে প্রধানমন্ত্রীর প্লাস্টিক মুক্ত দেশ গড়ার পক্ষ্যে প্রচার অভিযানের প্রশংসা করেছেন ৷

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, পঞ্চায়েত এলাকার সমস্ত প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য প্রথমে বারু সাহিবে পাঠানো হয় ৷ উৎপন্ন সামগ্রী পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ব্যবহার করা হয় ৷ তিনি আরও জানান, গ্রামবাসীরা প্রধানমন্ত্রীর স্বপ্নকে সত্যি করে দেখাতে চান ৷

দেখুন ভিডিয়ো...

বারু সাহিব আগামী প্রজন্মকে পথ দেখিয়েছে ৷ প্লাস্টিক বর্জ্য থেকে অন্যান্য সামগ্রী তৈরি ও ব্যবহার করে নজির গড়েছে ৷ উল্লেখ্য, প্লাস্টিকমুক্ত দেশ গড়ার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হয়েছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যাগ, কাপ এবং স্ট্র ৷ লক্ষ্য 2022 সালের মধ্যে দেশকে প্লাস্টিক মুক্ত করা ৷ এই লক্ষ্যপূরণে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক সচেতনতা অভিযান চালানো হয়েছে ৷

Intro:Body:

People make bricks and vase out of plastic in Himachal





Summary



On behest of Prime Minister Narendra Modi, the Central Government has launched a special campaign to make the country free of polythene. Under this plan, awareness is being spread among the citizens about the hazards of using polythene.



Sirmaur (Himachal Pradesh): On one hand, in the hill state of Himachal Pradesh, people are worried about the menace of polythene while on the other hand, many institutions have come forward to help them get rid of polythene. 



One such effort is being done in Baru Sahib under the Lana bhalta Panchayat of Sirmaur district.Under Solid Waste Management, Kalgidhar Trust in Baru Sahib has installed a carriage to collect plastic waste from all the nearby panchayats. 



These vehicles bring garbage here and after that, garbage is first segregated. Then polythene and plastic are melted to make bricks and tiles from them which are used in many construction works within these panchayats. 



Apart from this, things like paper bags, file covers are also being prepared from other garbage materials.



Poly bricks and vases are being made from plastic bottles



Beautiful vases are also being made from plastic bottles in Baru Sahib's plant. Everyone is actively engaged here to eliminate plastic from their area. Material made from this can also be used for constructing pavements.



Pradhan of Lana Bhalta Panchayat Rupinder Kaur said that plastic and polythene are being used in many ways in Baru Sahib. Along with this, she also described the plastic-free campaign initiated by PM Narendra Modi as commendable.



Plastic items will be used in Panchayat



At the same time, local people said that all the plastic and other wastes from the panchayat are first sent to Baru Sahib. The goods manufactured there get used in the panchayat. 



Due to this, where all the panchayats are becoming polythene free, the dream of cleanliness will also soon be realised. 



It is to be noted that a worthwhile effort is being made in Baru Sahib of Sirmaur district regarding the use of polythene. This way people are trying to make Prime Minister Narendra Modi's dream of plastic free India come true.



With this, where plastic is being used in other products, a message is also being given that we have to free ourselves from the use of polythene.  





--------------------------------------------------------------------







Sirmaur (Himachal Pradesh)

........................................................................................................................................





VO: On one hand, in the hill state of Himachal Pradesh, people are worried about the menace of polythene while on the other hand, many institutions have come forward to help them get rid of polythene. 



GFX: People make bricks and vase out of plastic



One such effort is being done in Baru Sahib under the Lana bhalta Panchayat of Sirmaur district. Under Solid Waste Management, Kalgidhar Trust in Baru Sahib has installed a carriage to collect plastic waste from all the nearby panchayats. 



GFX: Kalgidhar Trust in Baru Sahib installed carriage to collect plastic waste 



These vehicles bring garbage here and after that, garbage is first segregated. Then polythene and plastic are melted to make bricks and tiles from them which are used in many construction works within these panchayats. 



GFX: Polythene and plastic are melted to make bricks and tiles from them 



Apart from this, things like paper bags, file covers are also being prepared from other garbage materials. 

GFX: Paper bags, file covers are also prepared from other garbage materials



BYTE 1: Rupinder Kaur (Panchayat head, Lana Bhalta)- (00:00 sec to 00:20 sec)- (00:44 sec to 00:59sec)

Byte translation: "In our panchayat, plastic gets collected and brought to the segregate point. We then make tiles, bricks and polybricks from plastic" 



It is to be noted that a worthwhile effort is being made in Badu Sahib of Sirmaur district regarding the use of polythene. Villagers are trying to make Prime Minister Narendra Modi's dream come true. 

GFX: People trying to make Prime Minister Narendra Modi's dream come true



BYTE 2- Sandhya Negi, Resident (00:01 sec to 00:20 sec )

Byte translation: "We collect plastics and dump them at the segregate point. From there plastics go to Baru Sahib where bricks and tiles are made from those plastics" 



BYTE 3- Resident, (00:42 sec 01:07 sec)

Byte translation: "We are tying to contribute to PM Modi's mission of plastic free India. We collect plastics at one place. This way our panchayat as well as environment also get cleaned"      

 



With this, where plastic is being used in other products, a message is also being given that we have to free ourselves from the use of polythene.  



An ETV Bharat report





 



 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.