ETV Bharat / bharat

ব্রহ্মসের নতুন সংস্করণের সফল পরীক্ষা ভারতের - Indian Army

ব্রহ্মসের নতুন সংস্করণের উৎক্ষেপণের সফল পরীক্ষা করল ভারত । আজ সকাল 10টা 20 মিনিটে ওড়িশার বালাসোর জেলার চাঁদিপুরের ক্ষেপণাস্ত্র পরীক্ষণ কেন্দ্রে পরীক্ষাটি করা হয় ।

ব্রহ্মসের নতুন সংস্করণের সফল পরীক্ষা ভারতের
author img

By

Published : Sep 30, 2019, 5:53 PM IST

চাঁদিপুর, 30 সেপ্টেম্বর : সুপারসনিক ব্রহ্মসের নতুন সংস্করণের উৎক্ষেপণের সফল পরীক্ষা করল ভারত । আজ সকাল 10টা 20 মিনিটে ওড়িশার বালাসোর জেলার চাঁদিপুরের ক্ষেপণাস্ত্র পরীক্ষণ কেন্দ্রে পরীক্ষাটি করা হয় । ভূমিতে 290 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনও লক্ষ্যবস্তুকে খতম করতে সক্ষম হবে নতুন এই ব্রহ্মস । DRDO-এর (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন) তরফে আজ এই কথা জানানো হয় । নতুন মিজ়াইলটি ভূমির পাশাপাশি যে কোনও যুদ্ধ জাহাজ থেকেও উৎক্ষেপণ করা যাবে বলা জানা গেছে ।

আজকে পরীক্ষা হওয়া ব্রহ্মসের নতুন সংস্করণের অনেকগুলি যন্ত্রাংশ ভারতীয় প্রযুক্তি ব্যবহারে তৈরি করা হয়েছে । মিজ়াইলে থাকা প্রপালশন ব্যবস্থা, এয়ারফ্রেম, শক্তি সঞ্চারের ব্যবস্থার ক্ষেত্রে দেশি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্রুজ় মিজ়াইল । ব্রহ্মস মিজ়াইলের নাম ভারতের ব্রহ্মপুত্র নদী আর রাশিয়ার মস্কবা নদীর নামে রাখা হয়েছিল । ব্রহ্মস প্রতি ঘণ্টায় 3700 কিলোমিটার বেগে ছুটে গিয়ে আঘাত হানে লক্ষ্যবস্তুতে । এই ক্ষেপণাস্ত্রের নিশানাও নিখুঁত । পরীক্ষা-নিরীক্ষার পর 2017 সালে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া যুদ্ধবিমান এবং ডুবোজাহাজ থেকে ছোড়া যায় এমন ব্রহ্মস । আজকের সফল উৎক্ষেপণের ফলে উপমহাদেশে ভারত একমাত্র দেশ হিসাবে জল, স্থল আর বায়ু এই তিন জায়গা থেকে নিশানা সাধতে পারা মিজ়াইলের অধিকারী হল ভারত ।

চাঁদিপুর, 30 সেপ্টেম্বর : সুপারসনিক ব্রহ্মসের নতুন সংস্করণের উৎক্ষেপণের সফল পরীক্ষা করল ভারত । আজ সকাল 10টা 20 মিনিটে ওড়িশার বালাসোর জেলার চাঁদিপুরের ক্ষেপণাস্ত্র পরীক্ষণ কেন্দ্রে পরীক্ষাটি করা হয় । ভূমিতে 290 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনও লক্ষ্যবস্তুকে খতম করতে সক্ষম হবে নতুন এই ব্রহ্মস । DRDO-এর (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন) তরফে আজ এই কথা জানানো হয় । নতুন মিজ়াইলটি ভূমির পাশাপাশি যে কোনও যুদ্ধ জাহাজ থেকেও উৎক্ষেপণ করা যাবে বলা জানা গেছে ।

আজকে পরীক্ষা হওয়া ব্রহ্মসের নতুন সংস্করণের অনেকগুলি যন্ত্রাংশ ভারতীয় প্রযুক্তি ব্যবহারে তৈরি করা হয়েছে । মিজ়াইলে থাকা প্রপালশন ব্যবস্থা, এয়ারফ্রেম, শক্তি সঞ্চারের ব্যবস্থার ক্ষেত্রে দেশি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্রুজ় মিজ়াইল । ব্রহ্মস মিজ়াইলের নাম ভারতের ব্রহ্মপুত্র নদী আর রাশিয়ার মস্কবা নদীর নামে রাখা হয়েছিল । ব্রহ্মস প্রতি ঘণ্টায় 3700 কিলোমিটার বেগে ছুটে গিয়ে আঘাত হানে লক্ষ্যবস্তুতে । এই ক্ষেপণাস্ত্রের নিশানাও নিখুঁত । পরীক্ষা-নিরীক্ষার পর 2017 সালে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া যুদ্ধবিমান এবং ডুবোজাহাজ থেকে ছোড়া যায় এমন ব্রহ্মস । আজকের সফল উৎক্ষেপণের ফলে উপমহাদেশে ভারত একমাত্র দেশ হিসাবে জল, স্থল আর বায়ু এই তিন জায়গা থেকে নিশানা সাধতে পারা মিজ়াইলের অধিকারী হল ভারত ।

Patna (Bihar), Sep 30 (ANI): Heavy rainfall led to water-logging in several parts of Patna. According to Bihar State Disaster Management Authority, at least 29 people have died due to rainfall. Bihar government also has asked Indian Air Force for two helicopters for lifting and airdropping food packets and medicines in the flood-affected areas of Patna.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.