ETV Bharat / bharat

ভূষণ স্টিলের বিরুদ্ধে 3800 কোটি টাকার জালিয়াতির অভিযোগ PNB-র

3800 কোটি টাকার ঋণ জালিয়াতি । ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ আনল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB ) ।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক- ফাইল চিত্র
author img

By

Published : Jul 7, 2019, 10:32 AM IST

Updated : Jul 7, 2019, 11:04 AM IST

দিল্লি, 7 জুলাই : 3800 কোটি টাকার জালিয়াতি । ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিলের বিরুদ্ধে এই অভিযোগ আনল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB ) ।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI তদন্তের পর FIR দায়ের করা হয়েছিল এই সংস্থা ও সংস্থার অধিকর্তাদের বিরুদ্ধে । তহবিল নয়ছয়ের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে, জানিয়েছে PNB ।

ব্যাঙ্ক সূত্রে খবর, শনিবারই PNB-র তরফে 3805 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এই সংস্থার অ্যাকাউন্ট ছিল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কে (RBI) ।

ব্যাঙ্কিং সিস্টেম থেকে তহবিল এদিক-ওদিক করা হয়েছে, সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে । ফরেনসিক অডিটের মাধ্যমে এই অভিযোগ প্রকাশ্যে এসেছে । সহযোগী কনসর্টিয়াম লেন্ডার ব্যাঙ্ক থেকে তহবিলের পরিমাণ বাড়াতে ব্যাঙ্কের অর্থ নয়ছয় করা, অ্যাকাউন্টের নথি বদল করার অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ।

আরও পড়ুন: লোকসভা ভোটে EVM ও VVPAT-এর খরচ 5 হাজার কোটি !

ভূষণ স্টিল অ্যান্ড পাওয়ারের কাছে 2099 কোটি টাকা বকেয়া রয়েছে ব্যাঙ্ক অফ বরোদারও । দেশের যে 12টি সংস্থার সব থেকে বেশি ঋণ অপরিশোধিত রয়েছে এবং ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক যে অ্যাকাউন্টগুলিকে ন্যাশনাল কম্পানি ল’ ট্রাইব্যুনালের কাছে পাঠাতে বলেছে সেগুলির মধ্যে অন্যতম হল এই সংস্থা ।

2017 সালে এই অ্যাকাউন্টকে দেউলিয়া আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তার আগে 2016-র মাঝামাঝি এই সংস্থাকে রিজ়ার্ভ ব্যাঙ্কের তালিকাভুক্ত করা হয় ।

দিল্লি, 7 জুলাই : 3800 কোটি টাকার জালিয়াতি । ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিলের বিরুদ্ধে এই অভিযোগ আনল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB ) ।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI তদন্তের পর FIR দায়ের করা হয়েছিল এই সংস্থা ও সংস্থার অধিকর্তাদের বিরুদ্ধে । তহবিল নয়ছয়ের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে, জানিয়েছে PNB ।

ব্যাঙ্ক সূত্রে খবর, শনিবারই PNB-র তরফে 3805 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এই সংস্থার অ্যাকাউন্ট ছিল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কে (RBI) ।

ব্যাঙ্কিং সিস্টেম থেকে তহবিল এদিক-ওদিক করা হয়েছে, সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে । ফরেনসিক অডিটের মাধ্যমে এই অভিযোগ প্রকাশ্যে এসেছে । সহযোগী কনসর্টিয়াম লেন্ডার ব্যাঙ্ক থেকে তহবিলের পরিমাণ বাড়াতে ব্যাঙ্কের অর্থ নয়ছয় করা, অ্যাকাউন্টের নথি বদল করার অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ।

আরও পড়ুন: লোকসভা ভোটে EVM ও VVPAT-এর খরচ 5 হাজার কোটি !

ভূষণ স্টিল অ্যান্ড পাওয়ারের কাছে 2099 কোটি টাকা বকেয়া রয়েছে ব্যাঙ্ক অফ বরোদারও । দেশের যে 12টি সংস্থার সব থেকে বেশি ঋণ অপরিশোধিত রয়েছে এবং ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক যে অ্যাকাউন্টগুলিকে ন্যাশনাল কম্পানি ল’ ট্রাইব্যুনালের কাছে পাঠাতে বলেছে সেগুলির মধ্যে অন্যতম হল এই সংস্থা ।

2017 সালে এই অ্যাকাউন্টকে দেউলিয়া আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তার আগে 2016-র মাঝামাঝি এই সংস্থাকে রিজ়ার্ভ ব্যাঙ্কের তালিকাভুক্ত করা হয় ।

Gurugram (Haryana), July 06 (ANI): Prime Minister Narendra Modi today launched massive membership drive from Varanasi today. While speaking on the same president of BJP Membership Committee and former chief minister of MP, Shivraj Singh Chouhan said that he is happy that BJP's membership drive has started on Dr Syama Prasad Mookerjee birth anniversary and the drive will continue till July 11. "I am happy that BJP's membership drive has started on Dr Syama Prasad Mookerjee birth anniversary. PM started the drive in Varanasi a while ago, HM Amit Shah is in Telangana. The drive will continue till July 11."
Last Updated : Jul 7, 2019, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.