ETV Bharat / bharat

বিদেশিনী মায়ের ছেলে দেশপ্রেমী হতে পারেন না, রাহুলকে আক্রমণ সাধ্বী প্রজ্ঞার - Rahul Gandhi

চিন সীমান্ত ইশুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন রাহুল গান্ধি ৷ তা নিয়ে এবার তাঁকে আক্রমণ করলেন সাধ্বী প্রজ্ঞা ।

bhopal
বিদেশিনী মায়ের ছেলে কখনই দেশপ্রেমী হতে পারেন না : সাধ্বী প্রজ্ঞা
author img

By

Published : Jun 30, 2020, 3:25 AM IST

ভোপাল, 29 জুন: প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধি বলেছিলেন, "বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে চিন ভারতের কিছু অংশ দখল করেছে । এর সত্যতা জানাক প্রধানমন্ত্রী ।" এছাড়া সীমান্তে জওয়ানদের শহিদ হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন করেছিলেন, "আমাদের বীর জওয়ানদের বিনা অস্ত্রে সীমান্তে কেনই বা পাঠানো হয়েছিল? " এবার সেই প্রসঙ্গ টেনে রাহুল গান্ধিকে নাম না করে আক্রমণ করলেন BJP সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ৷ কটাক্ষ করে তিনি বলেন , "বিদেশিনী মায়ের ছেলে কখনই দেশপ্রেমী হতে পারেন না ৷ "

"একমাত্র দেশমাতৃকার ছেলেই পারে দেশকে রক্ষা করতে " । চাণক্যের এই উদ্ধৃতির উল্লেখ করে তিনি বলেন, "একজন বিদেশিনী মায়ের ছেলে কখনই দেশপ্রমী হতে পারে না ৷ " তিনি আরও বলেন, একসঙ্গে কেউ যদি দুই দেশের নাগরিক হন তাহলে তিনি কখনই দেশপ্রমিক হবেন না ৷

তিনি বলেন, "কংগ্রেস দলটি লঙ্খন করেছে রাজনীতির নীতি এবং নৈতিকতা ৷ পাশাপশি লঙ্খিত হচ্ছে দেশাত্মবোধ ৷ "

BJP সাংসদকে আক্রমণ করে মধ্যপ্রদেশের কংগ্রেসের মুখপাত্র জেপি ধনোপিয়া বলেন, "প্রজ্ঞা সাংসদ পদকে কলঙ্কিত করছে ৷ তিনি সন্ত্রাসবাদের একটি মামলায় জড়িত ছিলেন । এখন মনে হচ্ছে তিনি নিজের মানসিক প্রশান্তি হারিয়ে ফেলেছেন । BJP-র উচিত তার আচরণকে শোধরানোর সাহায্য করা ।"

ভোপাল, 29 জুন: প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধি বলেছিলেন, "বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে চিন ভারতের কিছু অংশ দখল করেছে । এর সত্যতা জানাক প্রধানমন্ত্রী ।" এছাড়া সীমান্তে জওয়ানদের শহিদ হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন করেছিলেন, "আমাদের বীর জওয়ানদের বিনা অস্ত্রে সীমান্তে কেনই বা পাঠানো হয়েছিল? " এবার সেই প্রসঙ্গ টেনে রাহুল গান্ধিকে নাম না করে আক্রমণ করলেন BJP সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ৷ কটাক্ষ করে তিনি বলেন , "বিদেশিনী মায়ের ছেলে কখনই দেশপ্রেমী হতে পারেন না ৷ "

"একমাত্র দেশমাতৃকার ছেলেই পারে দেশকে রক্ষা করতে " । চাণক্যের এই উদ্ধৃতির উল্লেখ করে তিনি বলেন, "একজন বিদেশিনী মায়ের ছেলে কখনই দেশপ্রমী হতে পারে না ৷ " তিনি আরও বলেন, একসঙ্গে কেউ যদি দুই দেশের নাগরিক হন তাহলে তিনি কখনই দেশপ্রমিক হবেন না ৷

তিনি বলেন, "কংগ্রেস দলটি লঙ্খন করেছে রাজনীতির নীতি এবং নৈতিকতা ৷ পাশাপশি লঙ্খিত হচ্ছে দেশাত্মবোধ ৷ "

BJP সাংসদকে আক্রমণ করে মধ্যপ্রদেশের কংগ্রেসের মুখপাত্র জেপি ধনোপিয়া বলেন, "প্রজ্ঞা সাংসদ পদকে কলঙ্কিত করছে ৷ তিনি সন্ত্রাসবাদের একটি মামলায় জড়িত ছিলেন । এখন মনে হচ্ছে তিনি নিজের মানসিক প্রশান্তি হারিয়ে ফেলেছেন । BJP-র উচিত তার আচরণকে শোধরানোর সাহায্য করা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.