দিল্লি, 28 জানুয়ারি : এবার ভারতীয় বায়ুসেনার সঙ্গে ব্য়বসায়িক স্তরে এফ15ইএক্স যুদ্ধবিমান নিয়ে আলোচনা করতে পারবে বোয়িং ৷ অ্য়ামেরিকার এই সংস্থা মার্কিন সরকারের কাছ থেকে এ নিয়ে ছাড়পত্র পেয়েছে ৷ বৃহস্পতিবার সংস্থার এক সিনিয়র এগজ়িকিউটিভ এই তথ্য় জানিয়েছেন ৷
মার্কিন সংস্থার তৈরি এফ15ইএক্স যুদ্ধবিমান ফ্রান্সের রাফাল এবং সুইডেনের গ্রিপেন সহ অন্য়ান্য় দেশের সামরিক বিমান প্রস্তুতকারী সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় ছিল ৷ যারা ভারতকে তাদের থেকে যুদ্ধবিমান কেনার জন্য় রাজি করাতে পারেন ৷ যদিও ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান ইতিমধ্য়ে ভারতীয় বায়ুসেনার অংশ হিসেবে যুক্ত হয়েছে ৷ তবে, এবার সেই তালিকায় এফ15ইএক্স যুদ্ধবিমানও যুক্ত হতে পারে ৷ প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনা তাদের সোভিয়েত যুগের যুদ্ধবিমান বদলে 114টি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় রয়েছে ৷
বোয়িং ডিফেন্স, স্পেস অ্য়ান্ড সিকিউরিটি বিভাগের ডিরেক্টর অঙ্কুর কানাগেলকার জানিয়েছেন, এফ15ইএক্স যুদ্ধবিমান কেনার বিষয়ে দুই সরকারের মধ্য়ে আগে কথা হয়েছিল ৷ তিনি বলেন, ‘‘এখন আমাদের কাছে ব্য়বসায়িক ছাড়পত্র রয়েছে ভারতীয় বায়ুসেনার সঙ্গে সরাসরি যুদ্ধবিমানের উপযোগিতা নিয়ে কথা বলার ৷ এখন আমরা সেই কাজটাই ধীরে ধীরে করব।’’ আগামী সপ্তাহে অ্য়ারো ইন্ডিয়া শোয়ে বোয়িং-র সঙ্গে এ নিয়ে বায়ুসেনার কথা হতে পারে বলে জানিয়েছেন সংস্থার ওই কর্তা ৷
আরও পড়ুন : ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হচ্ছে রাফাল যুদ্ধবিমান
প্রসঙ্গত, আগামী 15 বছরে ভারত অ্য়ামেরিকার থেকে 200 বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র কিনবে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে মার্কিন সরকারের এমনই চুক্তি হয়েছে ৷