ETV Bharat / bharat

কোরোনা আতঙ্ক, মৃত ব্যক্তির দেহ তোলা হল জঞ্জালের গাড়িতে - জঞ্জালের গাড়িতে মৃতদেহ তুলল পুলিশ

রাস্তায় মৃত ব্যক্তির দেহ জঞ্জালের গাড়িতে তুলল পুলিশ ৷ পৌরকর্মীদের সহায়তায় সেই দেহ জঞ্জালের গাড়িতে তুলে থানায় নিয়ে যায় পুলিশ ৷ ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চারজন পৌরকর্মী ও চারজন পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে ৷

মৃত ব্যক্তির দেহ তোলা হল জঞ্জালের গাড়িতে
মৃত ব্যক্তির দেহ তোলা হল জঞ্জালের গাড়িতে
author img

By

Published : Jun 11, 2020, 6:05 PM IST

Updated : Jun 11, 2020, 7:10 PM IST

লখনউ, 11 জুন : লকডাউনের পর মোটামুটি কাজ শুরু হয়েছে সরকারি দপ্তরগুলিতে ৷ সকাল থেকেই বাড়ছে ব্যস্ততা ৷ শুরু হয়েছে মানুষের আনাগোনা ৷ গতকাল বিকেলের দিকে নিজের কাজ নিয়ে মহম্মদ আনওয়ারও গিয়েছিলেন সরকারি দপ্তরে ৷ তিনি উত্তরপ্রদেশের বলরামপুরের বাসিন্দা ৷ কিন্তু, দপ্তরের বাইরেই মৃত্যু হয় তাঁর ৷

তারপরই তাঁর দেহ পুলিশের উপস্থিতিতে পৌরকর্মীরা জঞ্জালের গাড়িতে তোলেন ও থানায় নিয়ে যান ৷ উত্তরপ্রদেশের এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ৷

সম্প্রতি ঘটনার তিনটি ভিডিয়ো প্রকাশ্যে আসে ৷ প্রথম ভিডিয়োটিতে দেখা যায়, সরকারি দপ্তরের বাইরে গেটের সামনে পড়ে রয়েছে 42 বছর বয়সি মহম্মদ আনওয়ারের দেহ ৷ মাথার কাছেই পড়ে রয়েছে একটি জলের বোতলও ৷ দ্বিতীয় ভিডিয়োতে দেখা যায়, মহম্মদের দেহের পাশে দাঁড়িয়ে রয়েছে পুলিশ ৷ পাশেই দাঁড়িয়ে পৌরনিগমনের একটি জঞ্জালের গাড়ি ৷ তৃতীয় ভিডিয়োতে দেখা যায়, তিনজন পৌরকর্মী মহম্মদের দেহটিকে জঞ্জালের গাড়িতে তুলছেন ৷

মৃত মহম্মদ আনওয়ারকে তোলা হচ্ছে জঞ্জালের গাড়িতে

একজনের মৃত্যুর পর তাঁকে এভাবে জঞ্জালের গাড়িতে তুলে নিয়ে যাওয়ায় নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায় ৷ ঘটনাটি গতকাল বিকেলে লখনউয়ের থেকে 160 কিলোমিটার দূরে বলরামপুর জেলায় ঘটে ৷ এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চারজন পৌরকর্মী ও চারজন পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে ৷

ঘটনাটিকে অমানবিক ও অসংবেদনশীল বলেছেন বলরামপুরের পুলিশ চিফ ৷ দেবরঞ্জন বর্মা বলেন, "কোরোনা সংক্রমণের ভয় থেকেই অবহেলা করে এই অমানবিক কাজ করছে মানুষ ৷ পুলিশ ও পৌরকর্মীদের এই ধরনের কাজ খুবই ভুল ৷ যদি মৃত ব্যক্তি কোরোনা আক্রান্তও হতেন, তাহলেও তাঁকে PPE পোশাক পরে নিয়ে যাওয়া যেত ৷ তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷" তবে, মহম্মদ আনওয়ার কোরোনা আক্রান্ত ছিল কি না তা জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷

লখনউ, 11 জুন : লকডাউনের পর মোটামুটি কাজ শুরু হয়েছে সরকারি দপ্তরগুলিতে ৷ সকাল থেকেই বাড়ছে ব্যস্ততা ৷ শুরু হয়েছে মানুষের আনাগোনা ৷ গতকাল বিকেলের দিকে নিজের কাজ নিয়ে মহম্মদ আনওয়ারও গিয়েছিলেন সরকারি দপ্তরে ৷ তিনি উত্তরপ্রদেশের বলরামপুরের বাসিন্দা ৷ কিন্তু, দপ্তরের বাইরেই মৃত্যু হয় তাঁর ৷

তারপরই তাঁর দেহ পুলিশের উপস্থিতিতে পৌরকর্মীরা জঞ্জালের গাড়িতে তোলেন ও থানায় নিয়ে যান ৷ উত্তরপ্রদেশের এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ৷

সম্প্রতি ঘটনার তিনটি ভিডিয়ো প্রকাশ্যে আসে ৷ প্রথম ভিডিয়োটিতে দেখা যায়, সরকারি দপ্তরের বাইরে গেটের সামনে পড়ে রয়েছে 42 বছর বয়সি মহম্মদ আনওয়ারের দেহ ৷ মাথার কাছেই পড়ে রয়েছে একটি জলের বোতলও ৷ দ্বিতীয় ভিডিয়োতে দেখা যায়, মহম্মদের দেহের পাশে দাঁড়িয়ে রয়েছে পুলিশ ৷ পাশেই দাঁড়িয়ে পৌরনিগমনের একটি জঞ্জালের গাড়ি ৷ তৃতীয় ভিডিয়োতে দেখা যায়, তিনজন পৌরকর্মী মহম্মদের দেহটিকে জঞ্জালের গাড়িতে তুলছেন ৷

মৃত মহম্মদ আনওয়ারকে তোলা হচ্ছে জঞ্জালের গাড়িতে

একজনের মৃত্যুর পর তাঁকে এভাবে জঞ্জালের গাড়িতে তুলে নিয়ে যাওয়ায় নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায় ৷ ঘটনাটি গতকাল বিকেলে লখনউয়ের থেকে 160 কিলোমিটার দূরে বলরামপুর জেলায় ঘটে ৷ এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চারজন পৌরকর্মী ও চারজন পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে ৷

ঘটনাটিকে অমানবিক ও অসংবেদনশীল বলেছেন বলরামপুরের পুলিশ চিফ ৷ দেবরঞ্জন বর্মা বলেন, "কোরোনা সংক্রমণের ভয় থেকেই অবহেলা করে এই অমানবিক কাজ করছে মানুষ ৷ পুলিশ ও পৌরকর্মীদের এই ধরনের কাজ খুবই ভুল ৷ যদি মৃত ব্যক্তি কোরোনা আক্রান্তও হতেন, তাহলেও তাঁকে PPE পোশাক পরে নিয়ে যাওয়া যেত ৷ তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷" তবে, মহম্মদ আনওয়ার কোরোনা আক্রান্ত ছিল কি না তা জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷

Last Updated : Jun 11, 2020, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.