ETV Bharat / bharat

'এক ওয়ার্ড, এক গণপতি'-তে গণেশ পুজোর প্রস্তাব BMC-র - কোরোনা

সামাজিক দূরত্ববিধি মেনে অতিরিক্ত ভিড় এড়াতে প্রতিমা বরণ ও বিসর্জনের সময় বিকল্প ব্যবস্থা করা হচ্ছে ।

Ganesh Festival
Ganesh Festival
author img

By

Published : Jul 20, 2020, 8:42 PM IST

মুম্বই, 20 জুলাই : এ'বছর ‘এক ওয়ার্ড, এক গণপতি’-র ধারণায় গণেশ পুজো করার জন্য মণ্ডলগুলিকে আবেদন জানাল বৃহন্মুম্বই পৌরনিগম কর্তৃপক্ষ । কোরোনা পরিস্থিতিতে বিশেষত মহারাষ্ট্রের আন্ধেরি, জুহু এবং ভারসোভার মতো এলাকার গণেশ মণ্ডলগুলিকে এই আর্জি জানিয়েছে BMC ।

গত সপ্তাহেই এ'বিষয়ে কে-ওয়েস্ট ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার বিশ্বাস মোটে আন্ধেরি ওয়েস্ট, জুহু, ভারসোভা এবং নিজের ওয়ার্ডের অন্যান্য অঞ্চলের গণপতি মণ্ডলগুলিতে চিঠি দিয়েছেন । গণেশ চতুর্থীর দিন থেকে শুরু হয় এই 10 দিনব্যাপী উৎসব । এ'বছর 22 অগাস্ট পড়ছে ‘গণেশ চতুর্থী’ ।

প্রসঙ্গত, বর্তমানে মুম্বইতে কোরোনা সংক্রমণ ছাড়িয়েছে এক লাখের বেশি । কোরোনা সংক্রমিত হয়ে সেখানে মৃত্যুর সংখ্যা 5,500-র বেশি । BMC (বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন)-র দেওয়া তথ্য অনুযায়ী, কে-ওয়েস্ট ওয়ার্ডে কোরোনা আক্রান্তের সংখ্যা 5,813, মৃত্যু হয়েছে 258 জনের । আর, এই কে-ওয়েস্ট ওয়ার্ডেই প্রায় 150টি বড় গণপতি মণ্ডল রয়েছে । এই পরিস্থিতিতে মণ্ডলগুলিকে ‘এক ওয়ার্ড, এক গণপতি' হিসেবেই পুজো পরিচালনা করার জন্য চিঠিতে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ।

গণেশের মূর্তির উচ্চতা 4 ফুটের বেশি করা যাবে না এবং কৃত্রিম জলাশয়ে প্রতিমা নিরঞ্জন করতে হবে বলেও চিঠিতে জানিয়েছেন বিশ্বাস মোটে । যথেষ্ট পরিমাণ কৃত্রিম জলাশয় তৈরি করার আশ্বাস দিয়ে তিনি জনগণকে শুধুমাত্র সেগুলিই প্রতিমা বিসর্জনের জন্য ব্যবহার করার অনুরোধ করেন ।

মুম্বই, 20 জুলাই : এ'বছর ‘এক ওয়ার্ড, এক গণপতি’-র ধারণায় গণেশ পুজো করার জন্য মণ্ডলগুলিকে আবেদন জানাল বৃহন্মুম্বই পৌরনিগম কর্তৃপক্ষ । কোরোনা পরিস্থিতিতে বিশেষত মহারাষ্ট্রের আন্ধেরি, জুহু এবং ভারসোভার মতো এলাকার গণেশ মণ্ডলগুলিকে এই আর্জি জানিয়েছে BMC ।

গত সপ্তাহেই এ'বিষয়ে কে-ওয়েস্ট ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার বিশ্বাস মোটে আন্ধেরি ওয়েস্ট, জুহু, ভারসোভা এবং নিজের ওয়ার্ডের অন্যান্য অঞ্চলের গণপতি মণ্ডলগুলিতে চিঠি দিয়েছেন । গণেশ চতুর্থীর দিন থেকে শুরু হয় এই 10 দিনব্যাপী উৎসব । এ'বছর 22 অগাস্ট পড়ছে ‘গণেশ চতুর্থী’ ।

প্রসঙ্গত, বর্তমানে মুম্বইতে কোরোনা সংক্রমণ ছাড়িয়েছে এক লাখের বেশি । কোরোনা সংক্রমিত হয়ে সেখানে মৃত্যুর সংখ্যা 5,500-র বেশি । BMC (বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন)-র দেওয়া তথ্য অনুযায়ী, কে-ওয়েস্ট ওয়ার্ডে কোরোনা আক্রান্তের সংখ্যা 5,813, মৃত্যু হয়েছে 258 জনের । আর, এই কে-ওয়েস্ট ওয়ার্ডেই প্রায় 150টি বড় গণপতি মণ্ডল রয়েছে । এই পরিস্থিতিতে মণ্ডলগুলিকে ‘এক ওয়ার্ড, এক গণপতি' হিসেবেই পুজো পরিচালনা করার জন্য চিঠিতে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ।

গণেশের মূর্তির উচ্চতা 4 ফুটের বেশি করা যাবে না এবং কৃত্রিম জলাশয়ে প্রতিমা নিরঞ্জন করতে হবে বলেও চিঠিতে জানিয়েছেন বিশ্বাস মোটে । যথেষ্ট পরিমাণ কৃত্রিম জলাশয় তৈরি করার আশ্বাস দিয়ে তিনি জনগণকে শুধুমাত্র সেগুলিই প্রতিমা বিসর্জনের জন্য ব্যবহার করার অনুরোধ করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.