গোয়া, 22 ফেব্রুয়ারি : গোয়ার মাটিতে দাড়িয়ে চার্চিল ব্রাদার্সকে হারানো এক কথায় সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের শামিল । শনিবার মাণ্ডবী নদীর তিরে সেই কাজটা হেলায় করল সবুজ-মেরুন ব্রিগেড । চার্চিল ব্রাদার্সকে 3-0 গোলে উড়িয়ে আই-লিগ খেতাব জয়ের খুব কাছাকাছি চলে গেল কিবু ভিকুনার ছেলেরা ৷ 13 ম্যাচে 32 পয়েন্টে পৌঁছে গেল মোহনবাগান । গুরুত্বপূর্ণ জয়ে গোল করলেন পাপা বাবাদিওয়াড়া, সুয়ের ভিপি এবং তুর্সনোভ । কল্যাণী স্টেডিয়ামে 6 গোল করেছিল মোহনবাগান ।
গোয়ার মাটিতে শনিবার সেই রেকর্ড ভেঙে গেলে অবাক হওয়ার কিছু থাকত না । উইলিস প্লাজার তিরিশ গজের দৌড়কে বিপজ্জনক বলেছিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । একই সঙ্গে বলেছিলেন দৌড় থামানোর হোমওয়ার্ক শেষ । কথাটি যে অমূলক ছিল না তা মাঠে প্রমাণিত । প্লাজা এবং সিসের দৌড় বন্ধ করার পাশাপাশি গতির অস্ত্রে চার্চিলকে ব্যাকফুটে ঠেললেন কিবু ভিকুনা । চলতি মরসুমে মোহনবাগানের সেরা অর্ন্তভূক্তি পাপা বাবাদিওয়ারা । লা লিগায় খেলার অভিজ্ঞতাসম্পন্ন স্ট্রাইকার দিন যত গড়াচ্ছে ততই ডালপালা মেলছেন । সাত মিনিটে মোহনবাগানের প্রথম গোল । সৌজন্যে সেই পাপা বাবা দিওয়াড়া ।
প্রথম 10 মিনিটে পিছিয়ে পড়ার ধাক্কা চার্চিল বাকি সময়ে সামলাতে পারেনি । বরং মোহনবাগানের আক্রমণের ঝড়ের সামনে অসহায় দেখিয়েছে চার্চিল রক্ষণকে । এই সময় মোহন বাগান ফুটবলাররা যেসব সুযোগ নষ্ট করেছেন তা অবিশ্বাস্য । যা কাজে লাগাতে পারলে 2-4 গোলে ঘরের হারের বদলা মোহনবাগান সুদে আসলে মিটিয়ে দিতে পারত । চার্চিলের পাড়ায় । 50 মিনিটে দ্বিতীয় গোল সুয়ের ভিপির । সাত মিনিট পরে এগিয়ে যায় মোহনবাগান । এবার গোলদাতা তুর্সনোভ । ব্যর্থতার অন্ধকার থেকে জয়ের রাজপথে মোহনবাগান । সবুজ-মেরুন নৌকা এখন সত্যিই ময়ূরপঙ্খী ।