ETV Bharat / bharat

মেহবুবার পতাকা সংক্রান্ত মন্তব্যের পর কাশ্মীরে তেরঙা ব়্যালি BJP-র

author img

By

Published : Oct 27, 2020, 11:25 AM IST

গুপকরের পাশ দিয়ে যাওয়ার সময় ওই কর্মীরা মিছিল থেকে মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লাদের বিরুদ্ধে স্লোগান দেন । গুপকর ঘোষণার বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় ।

Mehbooba Mufti
মেহবুবা মুফতি

শ্রীনগর, 27 অক্টোবর : প্রাক্তন মুখ্যমন্ত্রী ও PDP সভানেত্রী মেহবুবা মুফতি জাতীয় পতাকা নিয়ে বিতর্কিত একটি মন্তব্য করেছেন । তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে BJP কর্মীরা শ্রীনগরে তেরঙা র্যালি করলেন । কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ওই মিছিল বের করা হয় শ্রীনগরের টেগোর হল থেকে ডালগেটের SKICC পর্যন্ত ।

BJP কর্মীরা জানান যে এই র্যালির আয়োজন করা হয়েছে মেহবুবা মুফতির বিবৃতির প্রতিবাদে । আর ‘তাঁকে এটা বুঝিয়ে দিতে যে জম্মু ও কাশ্মীরের হাজার হাজার মানুষ তেরঙা উত্তোলন করতে প্রস্তুত । BJP এর মুখপাত্র আলতাফ ঠাকুর জানান যে এই মিছিল তাঁদের বিরুদ্ধে যাঁরা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কথা বলছেন । ঠাকুর বলেন, ‘‘মেহবুবা মুফতি দেশের পতাকা ও সম্মানকে অসম্মান করেছেন । এই মিছিলের আয়োজন তাঁকে এটা বুঝিয়ে দিতে যে জম্মু ও কাশ্মীরের হাজার হাজার মানুষ তেরঙা উত্তোলন করতে প্রস্তুত ।’’

গুপকরের পাশ দিয়ে যাওয়ার সময় ওই কর্মীরা মিছিল থেকে মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লাদের বিরুদ্ধে স্লোগান দেন । গুপকর ঘোষণার বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় । গুপকর এলাকাতেই থাকেন মেহবুবা, ফারুক ও ওমররা । জম্মু ও কাশ্মীরের পূর্বতন পতাকা যতদিন না ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততদিন তিনি কোনও ধরনের পতাকা তুলবেন না বলে গত শুক্রবার জানিয়েছিলেন PDP সভানেত্রী মেহবুবা মুফতি ।

এই বিবৃতির পর ব্যাপক বিতর্ক তৈরি হয় ৷ এরপরেই BJP নেতা ও আন্দোলনকারীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেন । BJP-র বেশ কিছু কর্মী জম্মুতে PDP এর কার্যালয়ে তেরঙাও উত্তোলন করেন ৷

শ্রীনগর, 27 অক্টোবর : প্রাক্তন মুখ্যমন্ত্রী ও PDP সভানেত্রী মেহবুবা মুফতি জাতীয় পতাকা নিয়ে বিতর্কিত একটি মন্তব্য করেছেন । তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে BJP কর্মীরা শ্রীনগরে তেরঙা র্যালি করলেন । কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ওই মিছিল বের করা হয় শ্রীনগরের টেগোর হল থেকে ডালগেটের SKICC পর্যন্ত ।

BJP কর্মীরা জানান যে এই র্যালির আয়োজন করা হয়েছে মেহবুবা মুফতির বিবৃতির প্রতিবাদে । আর ‘তাঁকে এটা বুঝিয়ে দিতে যে জম্মু ও কাশ্মীরের হাজার হাজার মানুষ তেরঙা উত্তোলন করতে প্রস্তুত । BJP এর মুখপাত্র আলতাফ ঠাকুর জানান যে এই মিছিল তাঁদের বিরুদ্ধে যাঁরা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কথা বলছেন । ঠাকুর বলেন, ‘‘মেহবুবা মুফতি দেশের পতাকা ও সম্মানকে অসম্মান করেছেন । এই মিছিলের আয়োজন তাঁকে এটা বুঝিয়ে দিতে যে জম্মু ও কাশ্মীরের হাজার হাজার মানুষ তেরঙা উত্তোলন করতে প্রস্তুত ।’’

গুপকরের পাশ দিয়ে যাওয়ার সময় ওই কর্মীরা মিছিল থেকে মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লাদের বিরুদ্ধে স্লোগান দেন । গুপকর ঘোষণার বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় । গুপকর এলাকাতেই থাকেন মেহবুবা, ফারুক ও ওমররা । জম্মু ও কাশ্মীরের পূর্বতন পতাকা যতদিন না ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততদিন তিনি কোনও ধরনের পতাকা তুলবেন না বলে গত শুক্রবার জানিয়েছিলেন PDP সভানেত্রী মেহবুবা মুফতি ।

এই বিবৃতির পর ব্যাপক বিতর্ক তৈরি হয় ৷ এরপরেই BJP নেতা ও আন্দোলনকারীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেন । BJP-র বেশ কিছু কর্মী জম্মুতে PDP এর কার্যালয়ে তেরঙাও উত্তোলন করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.