ETV Bharat / bharat

প্রচারে অতিরিক্ত ব্যয়, সাংসদ পদ হারাতে পারেন সানি দেওল - lok sabha election 2019

নির্বাচনী প্রচারে অতিরিক্ত ব্যয় করায় নির্বাচন কমিশনের নোটিশ পেলেন BJP সাংসদ সানি দেওল । অভিযোগ, প্রচারে প্রায় 86 লাখ টাকা ব্যয় করেন সানি দেওল ।

সানি দেওল - ফাইল ছবি
author img

By

Published : Jun 19, 2019, 9:33 PM IST

দিল্লি, 19 জুন : নির্বাচনী প্রচারে অতিরিক্ত ব্যয় করে নির্বাচন কমিশনের নজরে BJP সাংসদ তথা অভিনেতা সানি দেওল । ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে নোটিশ পেয়েছেন অভিনেতা । EC-র নজরে এসেছে, লোকসভা ভোটের প্রচারকালীন নির্ধারিত 70 লাখের বেশি ব্যয় করেছেন সানি দেওল ।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে গুরুদাসপুর লোকসভা আসনে জয়লাভ করেন এই অভিনেতা । জানা গেছে, নিজের নির্বাচনী প্রচারে প্রায় 86 লাখ টাকা ব্যয় করেন সানি । তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে সাংসদ পদ খোয়াতে পারেন নয়া BJP সাংসদ । কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনী প্রচারে যে কোনও প্রার্থী নির্ধারিত 70 লাখ টাকা ব্যয় করতে পারেন । তার বেশি টাকা ব্যয় করলে জয়ীপ্রার্থীর সাংসদ পদ বাতিল হতে পারে । সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়ে থাকে ।

আরও পড়ুন : সিকিমে আটকে 300 পর্যটক, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস

জানা গেছে, কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জমা পড়ে । তারপরই BJP সাংসদকে নোটিশ পা ঠায় কমিশন । পঞ্জাবের গুরুদাসপুর লোকসভা আসনে BJP প্রার্থী হিসেবে ভোটে লড়াই করেছিলেন অভিনেতা সানি দেওল । প্রতিপক্ষ কংগ্রেসের সুনীল ঝাখরকে প্রায় 80 হাজার ভোটে হারিয়ে এই আসন দখল করেছিলেন সানি । কমিশনের নোটিশ পাওয়ার পর স্বভাবতই দুশ্চিন্তা বাড়ল সানির ।

আরও পড়ুন : স্পিকার নির্বাচিত ওম বিড়লা, সমর্থন তৃণমূলেরও

দিল্লি, 19 জুন : নির্বাচনী প্রচারে অতিরিক্ত ব্যয় করে নির্বাচন কমিশনের নজরে BJP সাংসদ তথা অভিনেতা সানি দেওল । ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে নোটিশ পেয়েছেন অভিনেতা । EC-র নজরে এসেছে, লোকসভা ভোটের প্রচারকালীন নির্ধারিত 70 লাখের বেশি ব্যয় করেছেন সানি দেওল ।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে গুরুদাসপুর লোকসভা আসনে জয়লাভ করেন এই অভিনেতা । জানা গেছে, নিজের নির্বাচনী প্রচারে প্রায় 86 লাখ টাকা ব্যয় করেন সানি । তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে সাংসদ পদ খোয়াতে পারেন নয়া BJP সাংসদ । কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনী প্রচারে যে কোনও প্রার্থী নির্ধারিত 70 লাখ টাকা ব্যয় করতে পারেন । তার বেশি টাকা ব্যয় করলে জয়ীপ্রার্থীর সাংসদ পদ বাতিল হতে পারে । সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়ে থাকে ।

আরও পড়ুন : সিকিমে আটকে 300 পর্যটক, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস

জানা গেছে, কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জমা পড়ে । তারপরই BJP সাংসদকে নোটিশ পা ঠায় কমিশন । পঞ্জাবের গুরুদাসপুর লোকসভা আসনে BJP প্রার্থী হিসেবে ভোটে লড়াই করেছিলেন অভিনেতা সানি দেওল । প্রতিপক্ষ কংগ্রেসের সুনীল ঝাখরকে প্রায় 80 হাজার ভোটে হারিয়ে এই আসন দখল করেছিলেন সানি । কমিশনের নোটিশ পাওয়ার পর স্বভাবতই দুশ্চিন্তা বাড়ল সানির ।

আরও পড়ুন : স্পিকার নির্বাচিত ওম বিড়লা, সমর্থন তৃণমূলেরও

Gurdaspur (Punjab): Actor-turned-politician Sunny Deol files his nomination as the Bharatiya Janata Party (BJP) candidate from Punjab's Gurdaspur parliamentary constituency on Monday. He was accompanied by his brother Bobby Deol. Sunny faces tough competition from Congress' candidate and sitting MP Sunil Jakhar, who is also the Punjab's Congress president. Punjab is going to poll in the last phase of the election, which is going to be held on May 19.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.