ETV Bharat / bharat

কাদায় বসে শাঁখ বাজালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, দাওয়াই BJP সাংসদের - রোগ প্রতিরোধে প্রাকৃতিক উপায়

ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন BJP সাংসদ সুখবীর সিং জনপুরিয়া । যেখানে তাঁকে কাদার মধ্যে কাদা মেখে বসে শাঁখ বাজাতে দেখা গিয়েছে । সেই ভিডিয়োতেই তিনি বলেন, “শাঁখ বাজানোর ফলে ফুসফুস ও কিডনি পরিষ্কার থাকে এবং তা ভালোভাবে কাজ করে বলে আমি বিশ্বাস করি ।"

s
Sukhbir Singh Jaunapuria
author img

By

Published : Aug 17, 2020, 1:48 PM IST

Updated : Aug 17, 2020, 6:14 PM IST

টঙ্ক, 17 অগাস্ট : "কাদায় বসে থাকুন, শাঁখ বাজান, ফলের পাতার রস খান । তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে । ওষুধ খেয়ে যা সম্ভব নয় ।" কোরোনা সংক্রমণ ঠেকাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই দাওয়াই দিলেন রাজস্থানের BJP সাংসদ সুখবীর সিং জনপুরিয়া ।

ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি । যেখানে তাঁকে কাদার মধ্যে কাদা মেখে বসে শাঁখ বাজাতে দেখা গিয়েছে । সেই ভিডিয়োতেই তিনি বলেন, “শাঁখ বাজানোর ফলে ফুসফুস ও কিডনি পরিষ্কার থাকে এবং তা ভালোভাবে কাজ করে বলে আমি বিশ্বাস করি । আগে মাত্র 10-20 সেকেন্ড শঙ্খ বাজাতে পারতাম, এখন সেখানে একটানা 2 মিনিট ধরে শাঁখ বাজাতে পারি ।” ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘুরে ঘুরে ফল-সবজি পাড়ছেন সাংসদ । ঢ্যাঁড়স, লঙ্কা এমনকী বিভিন্ন গাছের পাতা ছিঁড়ে খেতেও দেখা গিয়েছে তাঁকে ।

তাঁর পরামর্শ, “ওষুধ সেবন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে না । প্রাকৃতিক উপায়েই তা বাড়তে পারে । বাইরে যান, বৃষ্টিতে ভিজুন, কাদায় বসুন, কাদামাটি গায়ে মাখুন, সাইক্লিং করুন, শাঁখ বাজান আর দেশীয় খাবার খান । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ওষুধের প্রয়োজন নেই ।”

ভিডিয়োটির শেষের দিকে অবশ্য তিনি বলেছেন, “ওষুধ খেতে আমি নিষেধ করছি না ।” রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ থাকতে প্রাকৃতিক উপাদানের উপর জোর দিয়েছেন জনপুরিয়া । এর আগেও আন্তর্জাতিক যোগ দিবসে আগুনের বলয়ের মধ্যে বসে তাঁকে "অগ্নিসাধনা" করতে দেখা গিয়েছে ।

এর আগেও কোরোনা সংক্রমণ ঠেকাতে গোমূত্র পান করার পরামর্শ দিয়েছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । কোরোনা প্রতিরোধে ‘ভাবিজি পাপড়’-এর হয়ে সওয়াল করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল । এবার কাদায় বসে শাঁক বাজানোর পরামর্শ দিলেন রাজস্থানের এই BJP সাংসদ ।

টঙ্ক, 17 অগাস্ট : "কাদায় বসে থাকুন, শাঁখ বাজান, ফলের পাতার রস খান । তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে । ওষুধ খেয়ে যা সম্ভব নয় ।" কোরোনা সংক্রমণ ঠেকাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই দাওয়াই দিলেন রাজস্থানের BJP সাংসদ সুখবীর সিং জনপুরিয়া ।

ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি । যেখানে তাঁকে কাদার মধ্যে কাদা মেখে বসে শাঁখ বাজাতে দেখা গিয়েছে । সেই ভিডিয়োতেই তিনি বলেন, “শাঁখ বাজানোর ফলে ফুসফুস ও কিডনি পরিষ্কার থাকে এবং তা ভালোভাবে কাজ করে বলে আমি বিশ্বাস করি । আগে মাত্র 10-20 সেকেন্ড শঙ্খ বাজাতে পারতাম, এখন সেখানে একটানা 2 মিনিট ধরে শাঁখ বাজাতে পারি ।” ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘুরে ঘুরে ফল-সবজি পাড়ছেন সাংসদ । ঢ্যাঁড়স, লঙ্কা এমনকী বিভিন্ন গাছের পাতা ছিঁড়ে খেতেও দেখা গিয়েছে তাঁকে ।

তাঁর পরামর্শ, “ওষুধ সেবন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে না । প্রাকৃতিক উপায়েই তা বাড়তে পারে । বাইরে যান, বৃষ্টিতে ভিজুন, কাদায় বসুন, কাদামাটি গায়ে মাখুন, সাইক্লিং করুন, শাঁখ বাজান আর দেশীয় খাবার খান । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ওষুধের প্রয়োজন নেই ।”

ভিডিয়োটির শেষের দিকে অবশ্য তিনি বলেছেন, “ওষুধ খেতে আমি নিষেধ করছি না ।” রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ থাকতে প্রাকৃতিক উপাদানের উপর জোর দিয়েছেন জনপুরিয়া । এর আগেও আন্তর্জাতিক যোগ দিবসে আগুনের বলয়ের মধ্যে বসে তাঁকে "অগ্নিসাধনা" করতে দেখা গিয়েছে ।

এর আগেও কোরোনা সংক্রমণ ঠেকাতে গোমূত্র পান করার পরামর্শ দিয়েছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । কোরোনা প্রতিরোধে ‘ভাবিজি পাপড়’-এর হয়ে সওয়াল করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল । এবার কাদায় বসে শাঁক বাজানোর পরামর্শ দিলেন রাজস্থানের এই BJP সাংসদ ।

Last Updated : Aug 17, 2020, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.