কলকাতা, 14 জুলাই : ফের রদবদল নেতৃত্বে । BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলালকে ফেরানো হল সংঘে । গতকাল RSS-এর সদর কার্যালয় থেকে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয় । 13 বছর BJP-র সাধারণ সম্পাদক (সংগঠন) পদে ছিলেন রামলাল । RSS-এর অখিল ভারতীয় সহ সম্পাদক প্রচারক পদে তাঁকে নিযুক্ত করা হয়েছে ।
কিন্তু, কেন তাঁকে সংঘে ফেরানো হল ? সংঘের ব্যাখ্যা, রামলাল মূলত RSS কর্মী । তাই সংঘের দরকারে তাঁকে BJP থেকে ফিরিয়ে আনা হল ।
কিন্তু, তাঁর জায়গায় কে আসবেন ? সহ সাধারণ সম্পাদক (সংগঠন) পদে থাকা চার জনের কেউ রামলালের স্থলাভিষিক্ত হতে পারেন বলে BJP সূত্রে খবর । সেক্ষেত্রে সব থেকে এগিয়ে রয়েছেন বিনায়ক রাও ও ভি সতীশ ।
2014 ও 2019 সালে কেন্দ্রে BJP ক্ষমতায় আসার পিছনে বড় ভূমিকা পালন করেছেন রামলাল ।