ETV Bharat / bharat

ফের রদবদল, সংঘে ফেরানো হল BJP সাধারণ সম্পাদক রামলালকে

গতকাল RSS-এর সদর কার্যালয় থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, 13 বছর BJP-র সাধারণ সম্পাদক (সংগঠন) পদে থাকার পর সংঘে ফেরানো হচ্ছে রামলালকে ।

ফের রদবদল, সংঘে ফেরানো হল BJP সাধারণ সম্পাদক রামলালকে
author img

By

Published : Jul 14, 2019, 2:34 AM IST

কলকাতা, 14 জুলাই : ফের রদবদল নেতৃত্বে । BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলালকে ফেরানো হল সংঘে । গতকাল RSS-এর সদর কার্যালয় থেকে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয় । 13 বছর BJP-র সাধারণ সম্পাদক (সংগঠন) পদে ছিলেন রামলাল । RSS-এর অখিল ভারতীয় সহ সম্পাদক প্রচারক পদে তাঁকে নিযুক্ত করা হয়েছে ।

কিন্তু, কেন তাঁকে সংঘে ফেরানো হল ? সংঘের ব্যাখ্যা, রামলাল মূলত RSS কর্মী । তাই সংঘের দরকারে তাঁকে BJP থেকে ফিরিয়ে আনা হল ।

কিন্তু, তাঁর জায়গায় কে আসবেন ? সহ সাধারণ সম্পাদক (সংগঠন) পদে থাকা চার জনের কেউ রামলালের স্থলাভিষিক্ত হতে পারেন বলে BJP সূত্রে খবর । সেক্ষেত্রে সব থেকে এগিয়ে রয়েছেন বিনায়ক রাও ও ভি সতীশ ।

2014 ও 2019 সালে কেন্দ্রে BJP ক্ষমতায় আসার পিছনে বড় ভূমিকা পালন করেছেন রামলাল ।

কলকাতা, 14 জুলাই : ফের রদবদল নেতৃত্বে । BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলালকে ফেরানো হল সংঘে । গতকাল RSS-এর সদর কার্যালয় থেকে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয় । 13 বছর BJP-র সাধারণ সম্পাদক (সংগঠন) পদে ছিলেন রামলাল । RSS-এর অখিল ভারতীয় সহ সম্পাদক প্রচারক পদে তাঁকে নিযুক্ত করা হয়েছে ।

কিন্তু, কেন তাঁকে সংঘে ফেরানো হল ? সংঘের ব্যাখ্যা, রামলাল মূলত RSS কর্মী । তাই সংঘের দরকারে তাঁকে BJP থেকে ফিরিয়ে আনা হল ।

কিন্তু, তাঁর জায়গায় কে আসবেন ? সহ সাধারণ সম্পাদক (সংগঠন) পদে থাকা চার জনের কেউ রামলালের স্থলাভিষিক্ত হতে পারেন বলে BJP সূত্রে খবর । সেক্ষেত্রে সব থেকে এগিয়ে রয়েছেন বিনায়ক রাও ও ভি সতীশ ।

2014 ও 2019 সালে কেন্দ্রে BJP ক্ষমতায় আসার পিছনে বড় ভূমিকা পালন করেছেন রামলাল ।

Intro:সুজয় ঘোষ, কলকাতা

দিল্লি ও কলকাতা: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল কে তার পদ অব্যাহতি দিল RSS প্রধান মোহন ভাগবত। আজ নাগপুরের RSS এর সদর কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হল।
রামলাল কে নতূন দায়িত্বা আনা হল অখিল ভারতীয় সহ সম্পাদক প্রচারক।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন রামলাল।
১৩ বছর ধরে এই পদের দায়িত্ব সামলেছেন রামলাল। RSS পক্ষ থেকে রামলাল কে অব্যহতি দেওয়া হল। কারণ তার ৬৭ বছর বয়স। তাই তাকে এতবড দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল।


মহারাষ্ট্রের সাধারণ সম্পাদক( সংগঠন) বিনায়ক রাও ও ভি সতীশ। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংগঠন শিবপ্রকাশও বিজেপির সর্বভারতী সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে আছেন।

২০১৪ ও ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার সব থেকে বড় ভূমিকা ছিলও রামলাল এর। বিজেপি সূত্রে খবর।

RSS সূত্রে খবর, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রামলাল জীর সম্পার্ক খুবই ভালো ছিলও। রাজ্যের সাংগঠনিক কাজে কোনও নির্দেশ দিতে দলে সরাসারি দিলীপ ঘোষ কে ফোন করতেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও ডিসেম্বর মাস নাগাত তার পদ থেকে অব্যহতি নেবেন। বিজেপি বর্তমান কার্যকরি সভাপতি জেপি নাড্ডা সভাপতি হবেন। তার আগে রামলাল কে তার পদ থেকে পরিবর্তন রাজনৈতিক মহলে খুবই তাৎপর্যপূণ।Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.