ETV Bharat / bharat

নেপাল সীমান্ত দিয়ে ঢুকতে পারে জঙ্গি, হাই অ্যালার্ট বিহারে - NIA - কে হুমকি মেইল

বিহারে জারি হল হাই অ্যালার্ট ৷ NIA -কে পাঠানো একটি হুমকি মেইলের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ স্পেশাল ব্রাঞ্চের তরফে রাজ্যের প্রতিটি জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তা ৷

Bihar on high alert over possible terrorist intrusion through Nepal border
নেপাল সীমান্ত দিয়ে ঢুকতে পারে জঙ্গি, হাই অ্যালার্ট বিহারে
author img

By

Published : Jun 29, 2020, 10:04 AM IST

Updated : Jun 29, 2020, 11:18 AM IST

পটনা , 29 জুন : বিহারে জারি হল হাই অ্যালার্ট ৷ নেপাল সীমান্ত দিয়ে রাজ্যে ঢুকতে পারে তালিবান ও জইশ-ই-মহম্মদের জঙ্গি ৷ এই হুঁশিয়ারি আসার পরই বিহার স্পেশাল ব্রাঞ্চ রাজ্যের সমস্ত জেলায় জারি করল সতর্কতা ৷ প্রতিটি জেলার পুলিশকেও পাঠানো হয়েছে সতর্কবার্তা ৷ যে কোনওরকম সন্দেহজনক গতিবিধির উপর রাখতে বলা হয়েছে কড়া নজর ৷

জানা গেছে, ISI নেপাল সীমান্ত দিয়ে বিহারে 5 থেকে 6 জন তালিবান ও জইশ জঙ্গি পাঠানোর পরিকল্পনা করেছে ৷ তারা পাকিস্তান সেনার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৷

পুলিশের জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, NIA -র কন্ট্রোল রুমে একটি হুঁশিয়ারি ইমেল এসেছে ৷ পাঠানো হয়েছে একটি হিট লিস্ট ৷ সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ও অন্য BJP নেতাদের নাম রয়েছে ৷ তাই কাশ্মীরের জঙ্গি সংগঠন, জইশ-ই-মহম্মদ, আল কায়দাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের গতিবিধির উপর নজর রাখতে বলা হয়েছে ৷

সতর্কবার্তায় আরও জানানো হয়, VVIP-দের চারপাশে কড়া নজরদারি রাখার অনুরোধ করা হচ্ছে ৷ VVIP-দের পরিদর্শন শেষ হওয়া পর্যন্ত কড়া নজরদারি রাখা হবে ৷ হুমকির লিস্টে যে VVIP-দের নাম আছে তাঁদের প্রত্যেকের উপর আলাদাভাবে নজর রাখতে হবে ৷ এছাড়াও VVIP এলাকাগুলিতে কোনওরকম সন্দেহজনক গতিবিধির উপরও কড়া নজর রাখতে হবে ৷

পটনা , 29 জুন : বিহারে জারি হল হাই অ্যালার্ট ৷ নেপাল সীমান্ত দিয়ে রাজ্যে ঢুকতে পারে তালিবান ও জইশ-ই-মহম্মদের জঙ্গি ৷ এই হুঁশিয়ারি আসার পরই বিহার স্পেশাল ব্রাঞ্চ রাজ্যের সমস্ত জেলায় জারি করল সতর্কতা ৷ প্রতিটি জেলার পুলিশকেও পাঠানো হয়েছে সতর্কবার্তা ৷ যে কোনওরকম সন্দেহজনক গতিবিধির উপর রাখতে বলা হয়েছে কড়া নজর ৷

জানা গেছে, ISI নেপাল সীমান্ত দিয়ে বিহারে 5 থেকে 6 জন তালিবান ও জইশ জঙ্গি পাঠানোর পরিকল্পনা করেছে ৷ তারা পাকিস্তান সেনার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৷

পুলিশের জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, NIA -র কন্ট্রোল রুমে একটি হুঁশিয়ারি ইমেল এসেছে ৷ পাঠানো হয়েছে একটি হিট লিস্ট ৷ সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ও অন্য BJP নেতাদের নাম রয়েছে ৷ তাই কাশ্মীরের জঙ্গি সংগঠন, জইশ-ই-মহম্মদ, আল কায়দাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের গতিবিধির উপর নজর রাখতে বলা হয়েছে ৷

সতর্কবার্তায় আরও জানানো হয়, VVIP-দের চারপাশে কড়া নজরদারি রাখার অনুরোধ করা হচ্ছে ৷ VVIP-দের পরিদর্শন শেষ হওয়া পর্যন্ত কড়া নজরদারি রাখা হবে ৷ হুমকির লিস্টে যে VVIP-দের নাম আছে তাঁদের প্রত্যেকের উপর আলাদাভাবে নজর রাখতে হবে ৷ এছাড়াও VVIP এলাকাগুলিতে কোনওরকম সন্দেহজনক গতিবিধির উপরও কড়া নজর রাখতে হবে ৷

Last Updated : Jun 29, 2020, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.