দিল্লি, 20 নভেম্বর : সরকারি সংস্থাগুলির বিলগ্নিকরণে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার । BPCL (ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড), SCI (শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া) সহ মোট পাঁচটি রাষ্ট্রায়ত্ত কম্পানির শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিল সরকার । বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে । অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সিদ্ধান্তের কথা জানান ।
ভারত পেট্রোলিয়ামের 53.29 শতাংশ শেয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে । সেই শেয়ারের পুরোটাই সরকার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে । পাশাপাশি কম্পানির পরিচালন ক্ষমতাও সরকার আর নিজের হাতে রাখছে না । CCEA (ক্যাবিনেট কমিটি অন ইকনমিক অ্যাফেয়ারস) BPCL-এর শেয়ার বিক্রি ও পরিচালন ক্ষমতা ছাড়ার সরকারি সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে । SCI-এর 63.75 শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে । তার মধ্যে 53.75 শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার । কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার 54.8 শতাংশ শেয়ার সরকারের হাতে । তার মধ্যে 30.9 শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে । এছাড়া সরকারের কাছে থাকা THDC ইন্ডিয়া এবং NEEPCO (নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড) -এর সরকারের হাতে থাকা সমস্ত শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে ।
IOC (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন) - র শেয়ার বিক্রিরও সিদ্ধান্ত নিয়েছে সরকার । সরকার প্রত্যক্ষভাবে নিজের হাতে IOC-র 51.5 শতাংশ শেয়ার রেখেছে । আরও 25.9 শতাংশ শেয়ার সরকার LICI-র মাধ্যমে নিজের হাতে রেখেছে । এর মধ্যে 51 শতাংশের কম শেয়ার নিজের হাতে রেখে বাকিটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার । তবে কম্পানির পরিচালন ক্ষমতা সরকারের হাতেই থাকবে ।