ETV Bharat / bharat

ভারত পেট্রোলিয়াম সহ পাঁচ সংস্থায় বিলগ্নিকরণের সিদ্ধান্ত

ভারত পেট্রোলিয়ামের 53.29 শতাংশ শেয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে । সেই শেয়ারের পুরোটাই সরকার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে । পাশাপাশি কম্পানির পরিচালন ক্ষমতাও সরকার আর নিজের হাতে রাখছে না । CCEA (ক্যাবিনেট কমিটি অন ইকনমিক অ্যাফেয়ারস) BPCL-এর শেয়ার বিক্রি ও পরিচালন ক্ষমতা ছাড়ার সরকারি সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে ।

rupee
author img

By

Published : Nov 20, 2019, 11:38 PM IST

Updated : Nov 20, 2019, 11:59 PM IST

দিল্লি, 20 নভেম্বর : সরকারি সংস্থাগুলির বিলগ্নিকরণে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার । BPCL (ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড), SCI (শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া) সহ মোট পাঁচটি রাষ্ট্রায়ত্ত কম্পানির শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিল সরকার । বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে । অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সিদ্ধান্তের কথা জানান ।

ভারত পেট্রোলিয়ামের 53.29 শতাংশ শেয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে । সেই শেয়ারের পুরোটাই সরকার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে । পাশাপাশি কম্পানির পরিচালন ক্ষমতাও সরকার আর নিজের হাতে রাখছে না । CCEA (ক্যাবিনেট কমিটি অন ইকনমিক অ্যাফেয়ারস) BPCL-এর শেয়ার বিক্রি ও পরিচালন ক্ষমতা ছাড়ার সরকারি সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে । SCI-এর 63.75 শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে । তার মধ্যে 53.75 শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার । কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার 54.8 শতাংশ শেয়ার সরকারের হাতে । তার মধ্যে 30.9 শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে । এছাড়া সরকারের কাছে থাকা THDC ইন্ডিয়া এবং NEEPCO (নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড) -এর সরকারের হাতে থাকা সমস্ত শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে ।

IOC (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন) - র শেয়ার বিক্রিরও সিদ্ধান্ত নিয়েছে সরকার । সরকার প্রত্যক্ষভাবে নিজের হাতে IOC-র 51.5 শতাংশ শেয়ার রেখেছে । আরও 25.9 শতাংশ শেয়ার সরকার LICI-র মাধ্যমে নিজের হাতে রেখেছে । এর মধ্যে 51 শতাংশের কম শেয়ার নিজের হাতে রেখে বাকিটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার । তবে কম্পানির পরিচালন ক্ষমতা সরকারের হাতেই থাকবে ।

দিল্লি, 20 নভেম্বর : সরকারি সংস্থাগুলির বিলগ্নিকরণে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার । BPCL (ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড), SCI (শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া) সহ মোট পাঁচটি রাষ্ট্রায়ত্ত কম্পানির শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিল সরকার । বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে । অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সিদ্ধান্তের কথা জানান ।

ভারত পেট্রোলিয়ামের 53.29 শতাংশ শেয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে । সেই শেয়ারের পুরোটাই সরকার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে । পাশাপাশি কম্পানির পরিচালন ক্ষমতাও সরকার আর নিজের হাতে রাখছে না । CCEA (ক্যাবিনেট কমিটি অন ইকনমিক অ্যাফেয়ারস) BPCL-এর শেয়ার বিক্রি ও পরিচালন ক্ষমতা ছাড়ার সরকারি সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে । SCI-এর 63.75 শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে । তার মধ্যে 53.75 শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার । কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার 54.8 শতাংশ শেয়ার সরকারের হাতে । তার মধ্যে 30.9 শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে । এছাড়া সরকারের কাছে থাকা THDC ইন্ডিয়া এবং NEEPCO (নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড) -এর সরকারের হাতে থাকা সমস্ত শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে ।

IOC (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন) - র শেয়ার বিক্রিরও সিদ্ধান্ত নিয়েছে সরকার । সরকার প্রত্যক্ষভাবে নিজের হাতে IOC-র 51.5 শতাংশ শেয়ার রেখেছে । আরও 25.9 শতাংশ শেয়ার সরকার LICI-র মাধ্যমে নিজের হাতে রেখেছে । এর মধ্যে 51 শতাংশের কম শেয়ার নিজের হাতে রেখে বাকিটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার । তবে কম্পানির পরিচালন ক্ষমতা সরকারের হাতেই থাকবে ।


New Delhi, Nov 20 (ANI): While addressing a press conference after the cabinet meeting in the national capital, Union Finance Minister Nirmala Sitharaman stated that Cabinet approved strategic disinvestment of Bharat Petroleum Corporation Limited. "Cabinet has approved strategic disinvestment of Bharat Petroleum Corporation Limited, of Govt of India share holding of 53.29% along with transfer of certain management control. This is excluding BPCL's equity share holding of 61% stake in Numaligarh Refinery," said Finance Minister.
Last Updated : Nov 20, 2019, 11:59 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.