রোহতক, 18 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার প্রসঙ্গে কংগ্রেসের নীতি থেকে সরে গিয়ে কার্যত কেন্দ্রীয় সরকারকে সমর্থন করলেন কংগ্রেস নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুদা ।
আজ রোহতকে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় 370 ধারা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, "স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের আমার জন্ম । এর পরেই বিখ্যাত উর্দু কবি জ়াহিদ হুসেন তথা ওয়াসিম বরেলভির একটি কবিতার লাইন উদ্ধৃত করে বলেন, "যাঁরা 370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করছেন তাঁদের উদ্দেশে আমি বলতে চাই যে, নীতি নিয়ে কেউ প্রশ্ন করলে সমস্ত শক্তি দিয়ে তার বিরোধিতা করা উচিত । শুধু বেঁচে থাকাটাই বড় কথা নয়, আপনি যে বেঁচে আছেন সেটা বাকিদের দেখানো জরুরি ।"
অবশ্য ভুপিন্দার সিং হুদাই প্রথম নন । এর আগে 370 ধারা প্রত্যাহার ইশুতে পার্টিলাইন থেকে সরে এসে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো তরুণ কংগ্রেস নেতার পাশাপাশি জনার্ধন দ্বিবেদির মতো বর্ষীয়ান নেতারাও কেন্দ্রীয় সরকারকে সমর্থন করেছিলেন । তা ছাড়া ভুপিন্দর সিংয়ের ছেলে তথা কংগ্রেস নেতা দীপেন্দর হুদাও 370 ধারা প্রত্যহারের সমর্থনে টুইট করেছিলেন ।
এছাড়া জনসভায় তিনি রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ভূমিপুত্রদের অগ্রাধিকার দেওয়ার পক্ষে সওয়াল করেন । তিনি বলেন, "কংগ্রেস যদি রাজ্যে ফের ক্ষমতায় আসে তবে অন্ধ্রপ্রদেশের মতো আইন চালু করা হবে যার মাধ্যমে মোট চাকরির 75 শতাংশ ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত থাকবে ।"