বেঙ্গালুরু , 23 মে : লকডাউন ভাঙার কারণে বেঙ্গালুরু পুলিশ বাজেয়াপ্ত করেছিল একাধিক গাড়ি । কিন্তু এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন সেইসব গাড়ির মালিকরা । কারণ, বেঙ্গালুরু পুলিশের তরফে শুরু হতে চলেছে বাজেয়াপ্ত হওয়া গাড়ি ফেরত দেওয়ার কাজ ।
কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে এখনও লকডাউন চলছে । একাধিকবার নিষেধ করার পরও প্রচুর মানুষকে বিনা কারণে রাস্তায় ঘুরতে দেখা যায় । কড়া পদক্ষেপ করে বেঙ্গালুরু পুলিশ। উপযুক্ত কারণ ছাড়া যেসব ব্যক্তি গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করেছিলেন, তাঁদের গাড়ি সিজ় করার পাশাপাশি জরিমানা করা হয় । প্রায় 47 হাজার 600টি গাড়ি বাজেয়াপ্ত করেছিল পুলিশ । এই গাড়িগুলির মধ্যে চারচাকা থেকে শুরু করে অটো, দু'চাকার গাড়িও রয়েছে ।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশ সিদ্ধান্ত নিয়েছে, বাজেয়াপ্ত করা সেইসব গাড়ি ফিরিয়ে দেওয়া হবে । উপযুক্ত নথিপত্র দেখিয়ে গাড়ির মালিকরা তাঁদের গাড়ি বেঙ্গালুরু পুলিশের কাছ থেকে ফেরত পেতে পারেন। পুলিশের তরফে জানানো হয়েছে , সিজ় হওয়া গাড়ির নথিপত্র যাচাই করার পরই তা ফেরত দেওয়া হবে ।