বেঙ্গালুরু, 4 অগাস্ট : তিনিই শহরের প্রধান ৷ শহরের নিয়মকানুন সবই তাঁর নখদর্পণে ৷ তাঁর হাত ঘুরে শহর সংক্রান্ত বিভিন্ন নিয়ম কার্যকর হয় ৷ আর তিনিই নাকি আইন ভাঙার জন্য জরিমানা দিলেন !
ঘটনাটি বেঙ্গালুরুর ৷ কর্নাটকের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে শনিবার শুভেচ্ছা জানাতে গেছিলেন বেঙ্গালুরুর মেয়র গঙ্গামবিকে মল্লিকার্জুন ৷ কিন্তু, যে উপহারটি তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন সেটি প্ল্যাস্টিকে মোড়া ৷ আর সেটাই 'অপরাধ' মেয়রের ৷ কারণ, বেঙ্গালুরুতে প্ল্যাস্টিক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ, বেআইনি ৷ 2016 সাল থেকেই এই নিষেধাজ্ঞা বলবৎ শহরে ৷
-
Karnataka: Bengaluru Mayor Gangambike Mallikarjun paid Rs 500 fine for presenting a gift wrapped in plastic to Chief Minister BS Yediyurappa. Plastic was banned by Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP) in 2016. pic.twitter.com/4To7o9BAGQ
— ANI (@ANI) August 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Karnataka: Bengaluru Mayor Gangambike Mallikarjun paid Rs 500 fine for presenting a gift wrapped in plastic to Chief Minister BS Yediyurappa. Plastic was banned by Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP) in 2016. pic.twitter.com/4To7o9BAGQ
— ANI (@ANI) August 4, 2019Karnataka: Bengaluru Mayor Gangambike Mallikarjun paid Rs 500 fine for presenting a gift wrapped in plastic to Chief Minister BS Yediyurappa. Plastic was banned by Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP) in 2016. pic.twitter.com/4To7o9BAGQ
— ANI (@ANI) August 4, 2019
মুখ্যমন্ত্রীকে দেওয়া মেয়রের সেই উপহারের ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র ৷ তাতেই প্লাস্টিকের বিষয়টি সামনে আসে ৷ আর এই 'অপরাধে' কড়কড়ে 500 টাকা জরিমানা দিতে হল মেয়রকে ৷ মেয়রের নামে কাটা হয় চালান ৷ নিয়ম মেনে চালানে সই করেছেন স্বয়ং মেয়র ৷