ETV Bharat / bharat

নিয়ম ভেঙে মেয়র দিলেন 500 টাকা জরিমানা! - গঙ্গামবিকে মল্লিকার্জুন

কর্নাটকের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে শনিবার শুভেচ্ছা জানাতে গেছিলেন বেঙ্গালুরুর মেয়র গঙ্গামবিকে মল্লিকার্জুন ৷ কিন্তু, যে উপহারটি তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন সেটি প্ল্যাস্টিকে মোড়া ৷

ছবি
author img

By

Published : Aug 4, 2019, 2:27 PM IST

বেঙ্গালুরু, 4 অগাস্ট : তিনিই শহরের প্রধান ৷ শহরের নিয়মকানুন সবই তাঁর নখদর্পণে ৷ তাঁর হাত ঘুরে শহর সংক্রান্ত বিভিন্ন নিয়ম কার্যকর হয় ৷ আর তিনিই নাকি আইন ভাঙার জন্য জরিমানা দিলেন !

ঘটনাটি বেঙ্গালুরুর ৷ কর্নাটকের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে শনিবার শুভেচ্ছা জানাতে গেছিলেন বেঙ্গালুরুর মেয়র গঙ্গামবিকে মল্লিকার্জুন ৷ কিন্তু, যে উপহারটি তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন সেটি প্ল্যাস্টিকে মোড়া ৷ আর সেটাই 'অপরাধ' মেয়রের ৷ কারণ, বেঙ্গালুরুতে প্ল্যাস্টিক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ, বেআইনি ৷ 2016 সাল থেকেই এই নিষেধাজ্ঞা বলবৎ শহরে ৷

  • Karnataka: Bengaluru Mayor Gangambike Mallikarjun paid Rs 500 fine for presenting a gift wrapped in plastic to Chief Minister BS Yediyurappa. Plastic was banned by Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP) in 2016. pic.twitter.com/4To7o9BAGQ

    — ANI (@ANI) August 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রীকে দেওয়া মেয়রের সেই উপহারের ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র ৷ তাতেই প্লাস্টিকের বিষয়টি সামনে আসে ৷ আর এই 'অপরাধে' কড়কড়ে 500 টাকা জরিমানা দিতে হল মেয়রকে ৷ মেয়রের নামে কাটা হয় চালান ৷ নিয়ম মেনে চালানে সই করেছেন স্বয়ং মেয়র ৷

বেঙ্গালুরু, 4 অগাস্ট : তিনিই শহরের প্রধান ৷ শহরের নিয়মকানুন সবই তাঁর নখদর্পণে ৷ তাঁর হাত ঘুরে শহর সংক্রান্ত বিভিন্ন নিয়ম কার্যকর হয় ৷ আর তিনিই নাকি আইন ভাঙার জন্য জরিমানা দিলেন !

ঘটনাটি বেঙ্গালুরুর ৷ কর্নাটকের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে শনিবার শুভেচ্ছা জানাতে গেছিলেন বেঙ্গালুরুর মেয়র গঙ্গামবিকে মল্লিকার্জুন ৷ কিন্তু, যে উপহারটি তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন সেটি প্ল্যাস্টিকে মোড়া ৷ আর সেটাই 'অপরাধ' মেয়রের ৷ কারণ, বেঙ্গালুরুতে প্ল্যাস্টিক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ, বেআইনি ৷ 2016 সাল থেকেই এই নিষেধাজ্ঞা বলবৎ শহরে ৷

  • Karnataka: Bengaluru Mayor Gangambike Mallikarjun paid Rs 500 fine for presenting a gift wrapped in plastic to Chief Minister BS Yediyurappa. Plastic was banned by Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP) in 2016. pic.twitter.com/4To7o9BAGQ

    — ANI (@ANI) August 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রীকে দেওয়া মেয়রের সেই উপহারের ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র ৷ তাতেই প্লাস্টিকের বিষয়টি সামনে আসে ৷ আর এই 'অপরাধে' কড়কড়ে 500 টাকা জরিমানা দিতে হল মেয়রকে ৷ মেয়রের নামে কাটা হয় চালান ৷ নিয়ম মেনে চালানে সই করেছেন স্বয়ং মেয়র ৷

Mumbai, Aug 04 (ANI): Incessant rains in Mumbai continued to affect the normal life in the capital city of Maharashtra as water logging was witnessed at several places. After receiving heavy rainfall overnight, most of the Mumbai woke up to flooded roads. Railway and flight services have been disrupted. Mumbai's weather office had issued red alert on Saturday as the city is expected to receive heavy downpour for next couple of days.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.