ETV Bharat / bharat

গুজরাতের ভারুচে দুর্গাপুজো - Bharuch

গুজরাতের ভারুচে বসবাসকারী বাঙালিরা মাতলেন দুর্গাপুজোর আনন্দে ৷ এখানে প্রতিমার উচ্চতা 2 ফুট ৷ বিগত 40 বছর ধরে এখানে বসবাসকারী বাঙালিরা দুর্গাপুজো করে আসছেন ৷ এইবার কোরোনার জেরে সেই পুজো খুব সাধারণভাবে হয়েছে ৷

ছলু
ছলু
author img

By

Published : Oct 24, 2020, 9:44 PM IST

আহমেদাবাদ, 24 অক্টোবর : কোরোনার মধ্যেই দুর্গাপুজোর আনন্দে মেতেছে বাঙালি ৷ শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা দেশজুড়ে পালিত হচ্ছে পুজো ৷ বাদ গেল না গুজরাতও ৷ সেখানকার ভারুচে প্রতিবারের মতো এইবারও বাঙালিরা পালন করলেন দুর্গাপুজো ৷

বিগত 40 বছর ধরে এখানে বসবাসকারী বাঙালিরা পুজো করে আসছেন ৷ কোরোনা আবহে এই বছর ছোটো মূর্তি আনা হয়েছে ৷ প্রতিমার উচ্চতা 2 ফুট ৷ সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এই বছর পুজো হচ্ছে ৷ পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ৷ তবে এই বছর প্রতিমা নিরঞ্জন করা হবে না বলেই জানা যাচ্ছে ৷

photo
গুজরাতের ভারুচে দুর্গাপুজো

উল্লেখ্য, কোরোনা পরিস্থিতিতে দিল্লি , উত্তরপ্রদেশ সরকার প্রথমে দুর্গাপুজোয় নিষেধাজ্ঞা জারি করে ৷ পরে অবশ্য মত বাদলায় উভয়ই ৷ পুজো নিয়ে কম জল ঘোলা হয়নি এই রাজ্যেও ৷ সম্প্রতি, কলকাতা হাইকোর্টের তরফে পুজো মণ্ডপগুলিতে নো-এন্ট্রি ঘোষণা করা হয় ৷ কিন্তু সেই রায়কে ঢিল দিয়ে হাইকোর্ট জানায় বড় মণ্ডপে 60 জন একসঙ্গে 45 এবং ছোটো মণ্ডপে 15 ও একসঙ্গে 10 জন দর্শনার্থী প্রবেশ করতে পারবে ৷

আহমেদাবাদ, 24 অক্টোবর : কোরোনার মধ্যেই দুর্গাপুজোর আনন্দে মেতেছে বাঙালি ৷ শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা দেশজুড়ে পালিত হচ্ছে পুজো ৷ বাদ গেল না গুজরাতও ৷ সেখানকার ভারুচে প্রতিবারের মতো এইবারও বাঙালিরা পালন করলেন দুর্গাপুজো ৷

বিগত 40 বছর ধরে এখানে বসবাসকারী বাঙালিরা পুজো করে আসছেন ৷ কোরোনা আবহে এই বছর ছোটো মূর্তি আনা হয়েছে ৷ প্রতিমার উচ্চতা 2 ফুট ৷ সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এই বছর পুজো হচ্ছে ৷ পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ৷ তবে এই বছর প্রতিমা নিরঞ্জন করা হবে না বলেই জানা যাচ্ছে ৷

photo
গুজরাতের ভারুচে দুর্গাপুজো

উল্লেখ্য, কোরোনা পরিস্থিতিতে দিল্লি , উত্তরপ্রদেশ সরকার প্রথমে দুর্গাপুজোয় নিষেধাজ্ঞা জারি করে ৷ পরে অবশ্য মত বাদলায় উভয়ই ৷ পুজো নিয়ে কম জল ঘোলা হয়নি এই রাজ্যেও ৷ সম্প্রতি, কলকাতা হাইকোর্টের তরফে পুজো মণ্ডপগুলিতে নো-এন্ট্রি ঘোষণা করা হয় ৷ কিন্তু সেই রায়কে ঢিল দিয়ে হাইকোর্ট জানায় বড় মণ্ডপে 60 জন একসঙ্গে 45 এবং ছোটো মণ্ডপে 15 ও একসঙ্গে 10 জন দর্শনার্থী প্রবেশ করতে পারবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.