ETV Bharat / bharat

ডেঙ্গি ও কোরোনা নিয়ে সচেতনতার বার্তা কেজরিওয়ালের - দিল্লি ডেঙ্গু

ডেঙ্গি ছড়িয়ে পড়া থেকে নাগরিকদের সচেতন হতে হবে । আত্মীয় স্বজন ও বন্ধুদের ফোন করতে হবে। তাঁদের নিকাশি নালা পরিষ্কারের বিষয়ে সচেতন করতে হবে । পাশাপাশি তাঁদের কোরোনা ভাইরাস সম্পর্কেও সচেতন করতে হবে ।

Arbinda kejriwal
Arbinda kejriwal
author img

By

Published : Sep 20, 2020, 11:03 PM IST

দিল্লি, 20 সেপ্টেম্বর : ডেঙ্গি ও কোরোনা ভাইরাস থেকে সচেতন হওয়ার বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । ডেঙ্গি সচেতনতায় দিল্লি সরকারের সচেতনতা মূলক প্রচার 'দশ সপ্তাহ দশটার সময় দশ মিনিট ' শুরু হয়েছে। আজ তিনি বলেন, " এই মুহূর্তে আমরা কোরোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছি । কিন্তু, আমাদের মনে রাখতে হবে যে এই সময় ডেঙ্গি দ্রুত ছড়িয়ে পড়ে । তাই কোরোনা ও ডেঙ্গির বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে । "

তিনি আরও বলেন, " ডেঙ্গি ছড়িয়ে পড়া থেকে নাগরিকদের সচেতন হতে হবে । আত্মীয় স্বজন ও বন্ধুদের ফোন করতে হবে। তাঁদের নিকাশি নালা পরিষ্কারের বিষয়ে সচেতন করতে হবে । পাশাপাশি তাঁদের কোরোনা ভাইরাস সম্পর্কেও সচেতন করতে হবে । " টুইটে তিনি লেখেন, " মাসের তৃতীয় রবিবারে সকাল 10 টার সময় একটা ক্যাম্পেন করা হয় । আমি আমার বাড়ি পুরো পর্যবেক্ষণ করে দেখি । আপনিও রবিবার করে আপনার বাড়ি পর্যবেক্ষণ করুন । পাশাপাশি আপনার পরিচিত 10 জনকে ফোন করে এই কাজ করতে বলুন । "

উল্লেখ্য, গত বছর প্রশাসনের তরফে ডেঙ্গি প্রতিরোধের ব্যাপক ব্যবস্থা নেওয়া হয় । গত বছর দিল্লিতে 2 হাজার 36জন ডেঙ্গিতে আক্রান্ত হন । মারা গিয়েছিলেন 2 জন । কিন্তু, 2015 সালে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন 15 হাজার 867 জন । মৃত্যু হয়েছিল 60 জনের । তাই এবছরও ডেঙ্গি মোকাবিলায় জোর কদমে নেমেছে দিল্লি সরকার।

দিল্লি, 20 সেপ্টেম্বর : ডেঙ্গি ও কোরোনা ভাইরাস থেকে সচেতন হওয়ার বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । ডেঙ্গি সচেতনতায় দিল্লি সরকারের সচেতনতা মূলক প্রচার 'দশ সপ্তাহ দশটার সময় দশ মিনিট ' শুরু হয়েছে। আজ তিনি বলেন, " এই মুহূর্তে আমরা কোরোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছি । কিন্তু, আমাদের মনে রাখতে হবে যে এই সময় ডেঙ্গি দ্রুত ছড়িয়ে পড়ে । তাই কোরোনা ও ডেঙ্গির বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে । "

তিনি আরও বলেন, " ডেঙ্গি ছড়িয়ে পড়া থেকে নাগরিকদের সচেতন হতে হবে । আত্মীয় স্বজন ও বন্ধুদের ফোন করতে হবে। তাঁদের নিকাশি নালা পরিষ্কারের বিষয়ে সচেতন করতে হবে । পাশাপাশি তাঁদের কোরোনা ভাইরাস সম্পর্কেও সচেতন করতে হবে । " টুইটে তিনি লেখেন, " মাসের তৃতীয় রবিবারে সকাল 10 টার সময় একটা ক্যাম্পেন করা হয় । আমি আমার বাড়ি পুরো পর্যবেক্ষণ করে দেখি । আপনিও রবিবার করে আপনার বাড়ি পর্যবেক্ষণ করুন । পাশাপাশি আপনার পরিচিত 10 জনকে ফোন করে এই কাজ করতে বলুন । "

উল্লেখ্য, গত বছর প্রশাসনের তরফে ডেঙ্গি প্রতিরোধের ব্যাপক ব্যবস্থা নেওয়া হয় । গত বছর দিল্লিতে 2 হাজার 36জন ডেঙ্গিতে আক্রান্ত হন । মারা গিয়েছিলেন 2 জন । কিন্তু, 2015 সালে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন 15 হাজার 867 জন । মৃত্যু হয়েছিল 60 জনের । তাই এবছরও ডেঙ্গি মোকাবিলায় জোর কদমে নেমেছে দিল্লি সরকার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.