ETV Bharat / bharat

বাজেট 2020, ব্যাঙ্ক ডিপোজ়িট বিমার পরিমাণ বাড়ল পাঁচগুণ - ভারত বাজেট ২০২০

বাড়ল ব্যাঙ্ক ডিপোজ়িট বিমার পরিমাণ ৷ আগে ব্যাঙ্ক দেউলিয়া হলে আমানতকারীরা পেতেন 1 লাখ টাকা ৷ বাজেটে তা বাড়িয়ে 5 লাখ টাকা করার প্রস্তাব করা হল ৷

IMAGE
বাজেট 2020
author img

By

Published : Feb 1, 2020, 8:48 PM IST

দিল্লি, 1 ফ্রেব্রুয়ারি : এক লাফে ব্যাঙ্ক ডিপোজ়িট বিমা বেড়ে হল পাঁচগুণ ৷ অর্থাৎ আগে যদি ব্যাঙ্ক ক্ষতির মুখে পড়ত তাহলে আমানতকারীরা পেতেন 1 লাখ টাকা ৷ এবার সেটাই বৃদ্ধি পেয়ে হল 5 লাখ টাকা ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ তাঁর দ্বিতীয় বাজেট পেশ করলেন ৷ সেখানেই তিনি এই কথা ঘোষণা করেন ৷

যত টাকাই জমা থাকুক না কেন, ব্যাঙ্ক যদি দেউলিয়া হয় তাহলে আমানতকারীরা ফেরত পাবেন 5 লাখ টাকা ৷ কিছু ব্যাঙ্কের কাজকর্মে গুরুতর অনিয়ম খুঁজে পায় রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কগুলি অনাদায়ী ঋণের পরিমাণ কমিয়ে দেখিয়েছিল ৷ তার পরই বিপদে পড়েন আমানতকারীরা ৷ সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকার ও রিজ়ার্ভ ব্যাঙ্ককে ৷ সেই কথা মাথায় রেখেই বাজেটে এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI-এর গাইড লাইন অনুযায়ী ব্যাঙ্কের সমস্ত আমানতই ডিপোজ়িট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা DICGC -এর আওতায় আনতে হবে ৷ যদিও কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে এই গাইডলাইনের আওতায় আনা হয়নি ৷ এর আগে 1993 সালে ব্যাঙ্ক ডিপোজ়িট ইনসিওরেন্সের সীমা বাড়ানো হয়েছিল ৷ তার আগে ব্যাঙ্ক দেউলিয়া হলে আমানতকারীরা পেতেন 30 হাজার টাকা ৷

দিল্লি, 1 ফ্রেব্রুয়ারি : এক লাফে ব্যাঙ্ক ডিপোজ়িট বিমা বেড়ে হল পাঁচগুণ ৷ অর্থাৎ আগে যদি ব্যাঙ্ক ক্ষতির মুখে পড়ত তাহলে আমানতকারীরা পেতেন 1 লাখ টাকা ৷ এবার সেটাই বৃদ্ধি পেয়ে হল 5 লাখ টাকা ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ তাঁর দ্বিতীয় বাজেট পেশ করলেন ৷ সেখানেই তিনি এই কথা ঘোষণা করেন ৷

যত টাকাই জমা থাকুক না কেন, ব্যাঙ্ক যদি দেউলিয়া হয় তাহলে আমানতকারীরা ফেরত পাবেন 5 লাখ টাকা ৷ কিছু ব্যাঙ্কের কাজকর্মে গুরুতর অনিয়ম খুঁজে পায় রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কগুলি অনাদায়ী ঋণের পরিমাণ কমিয়ে দেখিয়েছিল ৷ তার পরই বিপদে পড়েন আমানতকারীরা ৷ সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকার ও রিজ়ার্ভ ব্যাঙ্ককে ৷ সেই কথা মাথায় রেখেই বাজেটে এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI-এর গাইড লাইন অনুযায়ী ব্যাঙ্কের সমস্ত আমানতই ডিপোজ়িট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা DICGC -এর আওতায় আনতে হবে ৷ যদিও কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে এই গাইডলাইনের আওতায় আনা হয়নি ৷ এর আগে 1993 সালে ব্যাঙ্ক ডিপোজ়িট ইনসিওরেন্সের সীমা বাড়ানো হয়েছিল ৷ তার আগে ব্যাঙ্ক দেউলিয়া হলে আমানতকারীরা পেতেন 30 হাজার টাকা ৷

New Delhi, Feb 01 (ANI): Union Finance Minister Nirmala Sitharaman will present her second Union Budget on February 01. Citizens of India showed their concerned and expectations from the Union Budget and expected that inflation and petrol prices should be low. One of the commuters said, "We are hoping for something good to happen for middle class. Inflation should be low. Petrol prices should be low. As far as Rail budget is concerned, everything is good but we should be given more facilities." Another commuter told ANI, "First thing first, being a middle class person, I want some rationalization in tax so that we also get relief. As far as Rail budget is concerned, prices need to be rationalized." The other one said, "I want kitchen items to be cheap because for us it has become too difficult to manage the house."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.