ETV Bharat / bharat

"সন্ত্রাস হামলার মূল্য দিতে হবেই, বালাকোটে পাকিস্তানকে এমনই বার্তা দেওয়া হয়"

বালাকোট অভিযানের মাধ্যমে পাকিস্তানকে এমনই বার্তা দেওয়া হয়েছিল ৷ প্রাক্তন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া বললেন এমনই ৷ 26 ফেব্রুয়ারি বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা বাহিনী ৷

বালাকোটে পাকিস্তান
বালাকোটে পাকিস্তান
author img

By

Published : Dec 15, 2019, 9:08 AM IST

দিল্লি, 15 ডিসেম্বর : সন্ত্রাস হামলার মূল্য দিতেই হবে ৷ বালাকোট অভিযানের মাধ্যমে পাকিস্তানকে এমনই বার্তা দেওয়া হয়েছিল ৷ প্রাক্তন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া বললেন এমনই ৷ 26 ফেব্রুয়ারি বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা বাহিনী ৷ চণ্ডীগড়ে সাহিত্যোৎসবে সেই প্রসঙ্গই উঠে এল ধানোয়ার কথায় ৷

তাঁর কথায়, ISI যে সন্ত্রাসবাদী সংগঠন চালায়, তা পাকিস্তানি বায়ুসেনা বাহিনী জানত না ৷ জইশ-ই-মহম্মদের বাহাওয়ালপুরের সদর দপ্তরে যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা থাকলেও বালাকোটে প্রশিক্ষণ শিবিরে তা ছিল না ৷ এদিকে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, জইশ জঙ্গি সংগঠন এবং পাকিস্তানকে বার্তা দেওয়া ৷ যে কোনও মূল্যে সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান হতই ৷

''বালাকোটে ভারতের জইশ-ই-মহম্মদের ক্যাম্পগুলো ভেঙে দেওয়ার পরদিন (27 ফেব্রুয়ারি) পাকিস্তানি বায়ু সেনা ভারতীয় সেনা ছাউনিগুলোকে আক্রমণ করেছিল ৷" পাকিস্তানি বায়ু সেনার কি কোনও নির্দিষ্ট লক্ষ্য ছিল ?'' এমনই প্রশ্ন তোলেন ধানোয়া ৷

ধানোয়া আরও বলেন, "পুলওয়ামায় হামলার পর পাকিস্তান প্রতিশোধের চেষ্টা করে, তাতে CRPF-র 40 জন সদস্য মারা যান ৷ প্রশ্ন শুধু দু'টোই ছিল- কখন ও কোথায় প্রতিশোধ নেওয়া হবে ৷"

দিল্লি, 15 ডিসেম্বর : সন্ত্রাস হামলার মূল্য দিতেই হবে ৷ বালাকোট অভিযানের মাধ্যমে পাকিস্তানকে এমনই বার্তা দেওয়া হয়েছিল ৷ প্রাক্তন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া বললেন এমনই ৷ 26 ফেব্রুয়ারি বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা বাহিনী ৷ চণ্ডীগড়ে সাহিত্যোৎসবে সেই প্রসঙ্গই উঠে এল ধানোয়ার কথায় ৷

তাঁর কথায়, ISI যে সন্ত্রাসবাদী সংগঠন চালায়, তা পাকিস্তানি বায়ুসেনা বাহিনী জানত না ৷ জইশ-ই-মহম্মদের বাহাওয়ালপুরের সদর দপ্তরে যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা থাকলেও বালাকোটে প্রশিক্ষণ শিবিরে তা ছিল না ৷ এদিকে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, জইশ জঙ্গি সংগঠন এবং পাকিস্তানকে বার্তা দেওয়া ৷ যে কোনও মূল্যে সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান হতই ৷

''বালাকোটে ভারতের জইশ-ই-মহম্মদের ক্যাম্পগুলো ভেঙে দেওয়ার পরদিন (27 ফেব্রুয়ারি) পাকিস্তানি বায়ু সেনা ভারতীয় সেনা ছাউনিগুলোকে আক্রমণ করেছিল ৷" পাকিস্তানি বায়ু সেনার কি কোনও নির্দিষ্ট লক্ষ্য ছিল ?'' এমনই প্রশ্ন তোলেন ধানোয়া ৷

ধানোয়া আরও বলেন, "পুলওয়ামায় হামলার পর পাকিস্তান প্রতিশোধের চেষ্টা করে, তাতে CRPF-র 40 জন সদস্য মারা যান ৷ প্রশ্ন শুধু দু'টোই ছিল- কখন ও কোথায় প্রতিশোধ নেওয়া হবে ৷"

New Delhi, Dec 15 (ANI): Jamia Millia Islamia PRO, Ahmad Azeem on its students' protest over Citizenship Amendment Act informed that the demonstration was not held in University campus and a large number of locals also participated in it. "Demonstration was not held in University campus nor was it protest of Jamia. Large number of locals also participated in it. We held talks with students, now they are protesting peacefully," said Ahmad Azeem. Students of Jamia Millia Islamia staged a protest against CAB 2019. Several cops were injured in the protest.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.