ব্যতিক্রমী সাহসের জন্য SOG-তে পরিচিত ছিলেন শহিদ বাবু রাম - জঙ্গি দমন অভিযান
একাধিক সন্ত্রাস দমন অভিযানে অংশ নিয়েছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (SOG) সদস্য ASI বাবু রাম । গতকাল শ্রীনগরের পান্থা চকে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন তিনি ।
জম্মু, 31 অগাস্ট : মাত্র 18 বছরের চাকরি জীবনে একাধিক সন্ত্রাস দমন অভিযানের শীর্ষে ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (SOG) সদস্য ASI বাবু রাম । শ্রীনগরের পান্থা চকে গতকাল জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন তিনি । গুলির লড়াইয়ে তিন জঙ্গিরও মৃত্যু হয় ।
পুঞ্চ জেলার সীমান্তবর্তী শহর মেন্ধারের বাসিন্দা বাবু রাম 1999-এর 30 জুলাই কনস্টেবল হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন এবং প্রাথমিক প্রশিক্ষণ শেষ করে SOG-র জন্য নির্বাচিত হন । এক পুলিশ আধিকারিক বলেন, “2002 সালে 27 জুলাই তাঁকে শ্রীনগর SOG-তে পোস্টিং দেওয়া হয় । কয়েকদিন আগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন লাল চক থেকে বাসিন্দাদের বের করে আনার সময় আহত হন বাবু রাম । পরে সুস্থ হয়ে কাজে যোগ দেন ।” শ্রীনগরে একাধিক জঙ্গিদমন অভিযানে তাঁর ভূমিকার জন্য পরপর দু'বার পদোন্নতিও হয় তাঁর ।
জম্মু-কাশ্মীর পুলিশের তরফে ওই আধিকারিক বলেন, “বাহিনীতে ASI বাবু রামের সাহস এবং দৃঢ়তা ব্যতিক্রমী ছিল । তিনি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ছিলেন । পুলিশ সর্বদা তাঁর অবদান এবং দেশের জন্য তাঁর এই ত্যাগের প্রতি কৃতজ্ঞ থাকবে ।”
গতকাল মেন্ধারে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । ডেপুটি কমিশনার রাহুল যাদব এবং SSP রমেশ অঙ্গরাল সহ পুঞ্চের সিনিয়র জেলা আধিকারিকরা তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন ।