ETV Bharat / bharat

মধ্যস্থতা ব্যর্থ, দৈনিক শুনানি শুরু 6 অগাস্ট থেকে ; অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্ট - অযোধ্যা মামলা মধ্যস্থতাকারী

ব্যর্থ মধ্য়স্থতা প্রক্রিয়া ৷ অযোধ্যা মামলায় দৈনিক শুনানি শুরু 6 অগাস্ট ৷

মধ্যস্থতা ব্যর্থ, দৈনিক শুনানি শুরু 6 অগাস্ট থেকে ; অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্ট, supreme court
author img

By

Published : Aug 2, 2019, 4:33 PM IST

Updated : Aug 2, 2019, 7:07 PM IST

দিল্লি, 2 অগাস্ট : কাজে এল না মধ্যস্থতা ৷ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে প্রক্রিয়া ৷ কোনও সমাধান সূত্রই মিলল না ৷ আজ অযোধ্যা মামলার শুনানিতে একথা জানালেন সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তাঁর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে আজ ছয় মিনিটের শুনানি হয় ৷ আদালতের তরফে জানানো হয়, এই মামলায় দৈনিক শুনানি 6 অগাস্ট থেকে শুরু হবে ৷

অযোধ্যা জমি বিতর্ক নিয়ে রিপোর্ট জমা দিয়েছিল মধ্যস্থতাকারী প্যানেল । সুপ্রিম কোর্টের বক্তব্য, সমস্যার মধ্যস্থতার প্রক্রিয়া কোনও একটা নির্দিষ্ট মত তৈরি করতে ব্যর্থ হয়েছে ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ রিপোর্টটি পড়ে দেখার পর এই সিদ্ধান্ত জানায় ।

সূত্র বলছে, শীর্ষ আদালত নিযুক্ত তিন সদস্যের প্যানেল বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে সমাধানের জন্য । ঐক্যের প্রস্তাব দেওয়া হলেও কোনও কোনও দল মধ্যস্থতায় রাজি হয়নি বলে জানা গিয়েছে ।

অযোধ্যার জমি ও বাবরি মসজিদ নিয়ে বিতর্ক দীর্ঘকালের ৷ 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট অযোধ্যার জমি বিবাদ নিয়ে যে রায় দেয়, তার বিরুদ্ধে মোট 11টি আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে । তার মধ্যে মধ্যস্থতার পক্ষে ছিল শুধুমাত্র সুন্নি ওয়াকফ বোর্ড ও নির্মোহী আখড়া । অযোধ্যার জমি বিবাদে মধ্যস্থতার জন্য গত বছরই একটি কমিটি তৈরি করে সুপ্রিম কোর্ট । তার প্রধান হিসেবে রয়েছেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এফএম কলিফুল্লা । রয়েছেন আধ্যাত্মিক গুরু রবিশঙ্কর ও আইনজীবী শ্রীরাম পঞ্চু । সেই মধ্যস্থতার কাজ কতদূর এগিয়েছে, তা জানতে গত 11 জুলাই রিপোর্ট তলব করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ ।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে RSS । এক বিবৃতিতে তারা জানিয়েছে, "আমরা সুপ্রিম কোর্টের প্রতিদিন শুনানির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি । আমরা আশাবাদী যে এই দীর্ঘ-বিচারাধীন বিষয়টি একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সমাধান হয়ে যাবে এবং মন্দির নির্মাণে আইনি বাধা সরে যাবে । এবং খুব দ্রুত রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে ।"

দিল্লি, 2 অগাস্ট : কাজে এল না মধ্যস্থতা ৷ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে প্রক্রিয়া ৷ কোনও সমাধান সূত্রই মিলল না ৷ আজ অযোধ্যা মামলার শুনানিতে একথা জানালেন সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তাঁর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে আজ ছয় মিনিটের শুনানি হয় ৷ আদালতের তরফে জানানো হয়, এই মামলায় দৈনিক শুনানি 6 অগাস্ট থেকে শুরু হবে ৷

অযোধ্যা জমি বিতর্ক নিয়ে রিপোর্ট জমা দিয়েছিল মধ্যস্থতাকারী প্যানেল । সুপ্রিম কোর্টের বক্তব্য, সমস্যার মধ্যস্থতার প্রক্রিয়া কোনও একটা নির্দিষ্ট মত তৈরি করতে ব্যর্থ হয়েছে ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ রিপোর্টটি পড়ে দেখার পর এই সিদ্ধান্ত জানায় ।

সূত্র বলছে, শীর্ষ আদালত নিযুক্ত তিন সদস্যের প্যানেল বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে সমাধানের জন্য । ঐক্যের প্রস্তাব দেওয়া হলেও কোনও কোনও দল মধ্যস্থতায় রাজি হয়নি বলে জানা গিয়েছে ।

অযোধ্যার জমি ও বাবরি মসজিদ নিয়ে বিতর্ক দীর্ঘকালের ৷ 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট অযোধ্যার জমি বিবাদ নিয়ে যে রায় দেয়, তার বিরুদ্ধে মোট 11টি আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে । তার মধ্যে মধ্যস্থতার পক্ষে ছিল শুধুমাত্র সুন্নি ওয়াকফ বোর্ড ও নির্মোহী আখড়া । অযোধ্যার জমি বিবাদে মধ্যস্থতার জন্য গত বছরই একটি কমিটি তৈরি করে সুপ্রিম কোর্ট । তার প্রধান হিসেবে রয়েছেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এফএম কলিফুল্লা । রয়েছেন আধ্যাত্মিক গুরু রবিশঙ্কর ও আইনজীবী শ্রীরাম পঞ্চু । সেই মধ্যস্থতার কাজ কতদূর এগিয়েছে, তা জানতে গত 11 জুলাই রিপোর্ট তলব করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ ।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে RSS । এক বিবৃতিতে তারা জানিয়েছে, "আমরা সুপ্রিম কোর্টের প্রতিদিন শুনানির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি । আমরা আশাবাদী যে এই দীর্ঘ-বিচারাধীন বিষয়টি একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সমাধান হয়ে যাবে এবং মন্দির নির্মাণে আইনি বাধা সরে যাবে । এবং খুব দ্রুত রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে ।"

Wardha (Maharashtra), July 02 (ANI): Maharashtra Chief Minister Devendra Fadnavis held 'Maha Janadesh Yatra' in Maharashtra's Wardha on Friday. The first phase of yatra started from August 1 and will continue till August 9. On Thursday, Union Defence Minister Rajnath Singh also attended the yatra in Amravati.
Last Updated : Aug 2, 2019, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.