ETV Bharat / bharat

অযোধ্যার ভূমি পুজোর তারিখ নিয়ে বিরোধী জল্পনা, মানতে রাজি নয় মোদি-শাহ থিঙ্ক ট্য়াঙ্ক

author img

By

Published : Jul 31, 2020, 8:00 PM IST

রাম মন্দিরের ভুমি পূজনের তারিখ নিয়ে বিরোধীরা BJP-র ভোট রাজনীতির গন্ধ পাচ্ছে ৷ ঠিক এক বছর আগে অর্থাৎ 2019 সালে 5 অগাস্ট জম্মু-কাশ্মীরের 370 ধারা বিলোপ করা হয় ৷ 2020 সালে 5 অগাস্টের দিন অযোধ্যার রাম জন্মভূমির ভূমি পূজনের দিন ঠিক করা হয়েছে ৷ মোদি-শাহ কী এই দুই ঘটনাকে একই ফ্রেমে বাঁধতে চাইছেন ? বিরোধীদের এই গুঞ্জনকে অবশ্য অযৌক্তিক বলেছে BJP নেতা শিবপ্রকাশ শুক্লা ৷

Shiv Pratap Shukla
BJP নেতা শিব প্রকাশ শুক্লা

দিল্লি, 31জুলাই : অগাস্ট 5,2019 ৷ জম্মু-কাশ্মীরে 370 ধারা বাতিল ৷ অগাস্ট 5, 2020 ৷ অযোধ্যায় রাম জন্মভূমিতে নতুন মন্দিরের শিলান্যাস হবে ৷ দুটি পৃথক ঘটনা ৷ অবাক করা মিল দুই তারিখে ৷ এই নিয়ে বিরোধীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে ৷ বিরোধীদের অভিযোগ, কেন্দ্রে BJP সরকার ইচ্ছ করেই রাম মন্দিরের শিলান্যাসের জন্য 5 অগাস্ট দিনকে বেছে নিয়েছে ৷এবার একটু পিছনে তাকানো যাক ৷

প্রথম থেকেই জম্মু- কাশ্মীরের 370 ধারার বিরোধিতা করেছিল জনসংঘ । অটলবিহারী ক্ষমতায় আসার আগে থাকতেই BJP নির্বাচনী প্রতিশ্রুতিতে বারবার জম্মু-কাশ্মীরে 370 ধারা বিলোপের দাবি করা হয়েছে ৷ এমনকি সে সময় রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কে অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রতিশ্রুতিও প্রতি নির্বাচনী ইস্তেহারেও উল্লেখ করেছে BJP ৷ কিন্তু অটলবিহারী ও লালকৃষ্ণ আদবানীকে কেন্দ্রে ক্ষমতায় আসতে বহুদলীয় জোট সরকার তৈরি করতে হয় ৷ এই জোট সরকারের অখণ্ড কর্মসূচিতে এই দুই বিতর্কিত প্রস্তাবনা অনিচ্ছা সত্ত্বেও বাদ দিয়েই চলতে হয়েছিল ৷ তাই BJP-র ‘এক ভারত, এক সংবিধানে'র আওয়াজ নতুন কিছু নয় ৷ এবারে লোকসভা ভোটে দাঁড়াননি আদবানি ৷ তাঁর গান্ধিনগর আসনে এবার প্রার্থী হন অমিত শাহ ৷ জম্মু-কাশ্মীরে 370 দারা বিলোপের সিদ্ধান্ত শুনে তাই অত্যন্ত খুশি হয়েছিলেন মোদি-শাহের সময়ের মার্গ দর্শক বর্ষীয়ান লালকৃষ্ণ আদবানিও ৷ এতো তাঁরও স্বপ্নপূরণ ৷ একই ভাবে অযোধ্যায় রাম জন্মভূমিতে মন্দির তৈরিতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আদবানিকেও সমানভাবে তৃপ্তি দিয়েছে ৷ রাম মন্দির নির্মাণে প্রয়োজনীয় আবেগকে জন-মানসে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তিনিই তো মূল 'পুরোহিত' ৷

জম্মু-কাশ্মীরে 370 ধারা বিলোপ ও অযোধ্যায় রামজন্মভূমি তৈরির প্রতিশ্রুতি দিয়েই BJP -র ক্ষমতায়ন, ভোটবৃদ্ধি ৷ এতদিনকার অধরা প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দিয়েছে মোদি-শাহ জুটি ৷ তাই তাঁদের ও দলের উচ্ছাস রাজনীতির সরল বাস্তব ৷ প্রশ্ন অন্য জায়গায় ৷ 2019-এর 5 অগাস্ট এবং 2020-র 5 অগাস্টের এই আশ্চর্য মিলকে নিয়ে ৷ বিরোধীরা এই নিয়েই প্রশ্ন তুলছে ৷ 370 ধারা বিলোপ আর রাম জন্মভূমিতে মন্দির তৈরিকে তারিখের এক ফ্রেমে বাঁধতে চাইল কেন মোদি-শাহ বা BJP ? এর পিছনে রাজনৈতিক সমীকরণ কি ? সাদা চোখে রাম মন্দিরের ভূমি পূজনের তারিখ ঠিক করেছে রামলালা ট্রাস্ট ৷ এই ট্রাস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে ভূমি পূজনের জন্য ৷ কিন্তু জগতগুরু শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ যেখানে এই ভূমি পূজনের তারিখ নিয়ে প্রশ্ন তুলেছেন, ভূমি পূজনের তারিখ ও সময়কে অশুভ বলেছেন সেখানে রামলালা ট্রাস্ট কেন 5 অগাস্টকেই বেছে নিল ? শঙ্করাচার্য বলেন, "আমি নিজে রাম ভক্ত ৷ রাম মন্দির তৈরিতে আমি খুশি ৷ কিন্তু মন্দির বানানোর জন্য উচিত উপযুক্ত তিথি আর শুভ মুহূর্ত নির্ধারণ করার ৷ "

বিরোধীদের অভিযোগ, কেন্দ্রের BJP সরকারের মদতেই 5 অগাস্টকে বেছে নেওয়া হয়েছে ৷ জম্মু-কাশ্মীরের 370 ধারা বিলোপের সিদ্ধান্তের দিনেই এই সিদ্ধান্ত মোদি-শাহের থিঙ্ক ট্যাঙ্কের সিদ্ধান্ত ৷ এর মধ্যে BJP তাদের ভোট রাজনীতিকেই প্রাধান্য দিয়েছে ৷ বিরোধীদের এসব অভিযোগ নিয়ে এখনও টুঁ শব্দ করেননি মোদি বা শাহ কেউই ৷ 5 অগাস্টের আগে এই বিষয়ে মন্তব্য করে বিরোধীদের অভিযোগকে অহেতু বাতাস দিতেও চািবেন না তাঁরা বলেই রাজনৈতিক মহল মনে করছে ৷ তবে এরই মধ্যে BJP নেতা শিবপ্রকাশ শুক্লা বিরোধীদের এই অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন ৷ শিবপ্রকাশ বলেন, "ভূমি পূজনের জন্য 5 অগাস্ট শুভ মুহূর্ত,তাই এই দিনকে বেছে নেওয়া হয়েছে ৷ বিরোধীদের এখন সমালোচনা করার কোনও জায়গা নেই ৷ তাই তারা তারিখ নিয়ে জল্পনা করছে ৷" একই সঙ্গে অযোধ্যায় রাম জন্মভূমি নিয়ে এতদিনকার BJP-র 'সংগ্রাম'কেও তিনি বিরোধীদের মনে করিয়ে দিতে চেয়েছেন ৷

দিল্লি, 31জুলাই : অগাস্ট 5,2019 ৷ জম্মু-কাশ্মীরে 370 ধারা বাতিল ৷ অগাস্ট 5, 2020 ৷ অযোধ্যায় রাম জন্মভূমিতে নতুন মন্দিরের শিলান্যাস হবে ৷ দুটি পৃথক ঘটনা ৷ অবাক করা মিল দুই তারিখে ৷ এই নিয়ে বিরোধীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে ৷ বিরোধীদের অভিযোগ, কেন্দ্রে BJP সরকার ইচ্ছ করেই রাম মন্দিরের শিলান্যাসের জন্য 5 অগাস্ট দিনকে বেছে নিয়েছে ৷এবার একটু পিছনে তাকানো যাক ৷

প্রথম থেকেই জম্মু- কাশ্মীরের 370 ধারার বিরোধিতা করেছিল জনসংঘ । অটলবিহারী ক্ষমতায় আসার আগে থাকতেই BJP নির্বাচনী প্রতিশ্রুতিতে বারবার জম্মু-কাশ্মীরে 370 ধারা বিলোপের দাবি করা হয়েছে ৷ এমনকি সে সময় রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কে অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রতিশ্রুতিও প্রতি নির্বাচনী ইস্তেহারেও উল্লেখ করেছে BJP ৷ কিন্তু অটলবিহারী ও লালকৃষ্ণ আদবানীকে কেন্দ্রে ক্ষমতায় আসতে বহুদলীয় জোট সরকার তৈরি করতে হয় ৷ এই জোট সরকারের অখণ্ড কর্মসূচিতে এই দুই বিতর্কিত প্রস্তাবনা অনিচ্ছা সত্ত্বেও বাদ দিয়েই চলতে হয়েছিল ৷ তাই BJP-র ‘এক ভারত, এক সংবিধানে'র আওয়াজ নতুন কিছু নয় ৷ এবারে লোকসভা ভোটে দাঁড়াননি আদবানি ৷ তাঁর গান্ধিনগর আসনে এবার প্রার্থী হন অমিত শাহ ৷ জম্মু-কাশ্মীরে 370 দারা বিলোপের সিদ্ধান্ত শুনে তাই অত্যন্ত খুশি হয়েছিলেন মোদি-শাহের সময়ের মার্গ দর্শক বর্ষীয়ান লালকৃষ্ণ আদবানিও ৷ এতো তাঁরও স্বপ্নপূরণ ৷ একই ভাবে অযোধ্যায় রাম জন্মভূমিতে মন্দির তৈরিতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আদবানিকেও সমানভাবে তৃপ্তি দিয়েছে ৷ রাম মন্দির নির্মাণে প্রয়োজনীয় আবেগকে জন-মানসে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তিনিই তো মূল 'পুরোহিত' ৷

জম্মু-কাশ্মীরে 370 ধারা বিলোপ ও অযোধ্যায় রামজন্মভূমি তৈরির প্রতিশ্রুতি দিয়েই BJP -র ক্ষমতায়ন, ভোটবৃদ্ধি ৷ এতদিনকার অধরা প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দিয়েছে মোদি-শাহ জুটি ৷ তাই তাঁদের ও দলের উচ্ছাস রাজনীতির সরল বাস্তব ৷ প্রশ্ন অন্য জায়গায় ৷ 2019-এর 5 অগাস্ট এবং 2020-র 5 অগাস্টের এই আশ্চর্য মিলকে নিয়ে ৷ বিরোধীরা এই নিয়েই প্রশ্ন তুলছে ৷ 370 ধারা বিলোপ আর রাম জন্মভূমিতে মন্দির তৈরিকে তারিখের এক ফ্রেমে বাঁধতে চাইল কেন মোদি-শাহ বা BJP ? এর পিছনে রাজনৈতিক সমীকরণ কি ? সাদা চোখে রাম মন্দিরের ভূমি পূজনের তারিখ ঠিক করেছে রামলালা ট্রাস্ট ৷ এই ট্রাস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে ভূমি পূজনের জন্য ৷ কিন্তু জগতগুরু শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ যেখানে এই ভূমি পূজনের তারিখ নিয়ে প্রশ্ন তুলেছেন, ভূমি পূজনের তারিখ ও সময়কে অশুভ বলেছেন সেখানে রামলালা ট্রাস্ট কেন 5 অগাস্টকেই বেছে নিল ? শঙ্করাচার্য বলেন, "আমি নিজে রাম ভক্ত ৷ রাম মন্দির তৈরিতে আমি খুশি ৷ কিন্তু মন্দির বানানোর জন্য উচিত উপযুক্ত তিথি আর শুভ মুহূর্ত নির্ধারণ করার ৷ "

বিরোধীদের অভিযোগ, কেন্দ্রের BJP সরকারের মদতেই 5 অগাস্টকে বেছে নেওয়া হয়েছে ৷ জম্মু-কাশ্মীরের 370 ধারা বিলোপের সিদ্ধান্তের দিনেই এই সিদ্ধান্ত মোদি-শাহের থিঙ্ক ট্যাঙ্কের সিদ্ধান্ত ৷ এর মধ্যে BJP তাদের ভোট রাজনীতিকেই প্রাধান্য দিয়েছে ৷ বিরোধীদের এসব অভিযোগ নিয়ে এখনও টুঁ শব্দ করেননি মোদি বা শাহ কেউই ৷ 5 অগাস্টের আগে এই বিষয়ে মন্তব্য করে বিরোধীদের অভিযোগকে অহেতু বাতাস দিতেও চািবেন না তাঁরা বলেই রাজনৈতিক মহল মনে করছে ৷ তবে এরই মধ্যে BJP নেতা শিবপ্রকাশ শুক্লা বিরোধীদের এই অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন ৷ শিবপ্রকাশ বলেন, "ভূমি পূজনের জন্য 5 অগাস্ট শুভ মুহূর্ত,তাই এই দিনকে বেছে নেওয়া হয়েছে ৷ বিরোধীদের এখন সমালোচনা করার কোনও জায়গা নেই ৷ তাই তারা তারিখ নিয়ে জল্পনা করছে ৷" একই সঙ্গে অযোধ্যায় রাম জন্মভূমি নিয়ে এতদিনকার BJP-র 'সংগ্রাম'কেও তিনি বিরোধীদের মনে করিয়ে দিতে চেয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.