ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টের বিচারপতি সরকার ফেলার চক্রান্ত করেছেন, অভিযোগ জগনের - Jagan Reddy complains to Chief Justice

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এই বিষয়ে একটি চিঠি দিয়েছেন তিনি । সেখানে তিনি বলেছেন, "গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে ও পরাজিত করতে ব্যবহার করা হচ্ছে হাইকোর্টের মতো প্রতিষ্ঠানকে ।"

Jagan Reddy
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী
author img

By

Published : Oct 11, 2020, 3:05 PM IST

Updated : Oct 11, 2020, 5:06 PM IST

অমরাবতী , 11 অক্টোবর : সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে প্রধান বিচারপতি এস এ বোবদের কাছে একাধিক ইশুতে অভিযোগ জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি । সুপ্রিম কোর্টের ওই বিচারপতির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করেছেন । অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেন , ওই বিচারপতি বিরোধী নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর খুব ঘনিষ্ঠ ছিলেন । তিনি তেলুগু দেশম পার্টির হয়ে কাজ করছিলেন ।

ভারতের প্রধান বিচারপতিকে এই বিষয়ে একটি চিঠি দিয়েছেন তিনি । সেখানে এই নিয়ে বেদনা প্রকাশ করে তিনি বলেন , " "গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে ও পরাজিত করতে ব্যবহার করা হচ্ছে হাইকোর্টের মতো প্রতিষ্ঠানকে ।"

চিঠিতে আরও বলা হয়েছে , সুপ্রিম কোর্টের ওই বিচারপতি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টকে প্রভাবিত করেছিলেন এবং এতে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্য চার বিচারপতির নাম রয়েছে ।

তেলুগু দেশম নেতাদের পক্ষে যে রায় দেওয়া হচ্ছে তা প্রমাণ করার জন্য মুখ্যমন্ত্রী কতগুলি নথি পেশ করেছেন । অভিযোগ , তাঁদের মধ্যে একজন নেতা সরকারের কাজে বাধা দিচ্ছেন । নীতিনির্ধারণী সিদ্ধান্ত এবং চন্দ্রবাবু নাইডুর মুখ্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগের যে তদন্ত শুরু হয়েছিল উভয় ক্ষেত্রেই বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।

মুখ্যমন্ত্রী ভারতের প্রধান বিচারপতিকে "রাষ্ট্রীয় বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য উপযুক্ত এবং যথাযথ পদক্ষেপ" করার বিষয়ে বিবেচনা করার জন্য বলেছেন ।

8 অক্টোবর এই অভিযোগপত্রটি জমা দেওয়া হয়েছিল । ওইদিনই জগনমোহন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন । অন্ধ্রপ্রদেশের বিভিন্ন ইশু নিয়ে আলোচনা হয় । এর দুই সপ্তাহ আগে জগন মোহন রেড্ডি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন ।

অমরাবতী , 11 অক্টোবর : সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে প্রধান বিচারপতি এস এ বোবদের কাছে একাধিক ইশুতে অভিযোগ জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি । সুপ্রিম কোর্টের ওই বিচারপতির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করেছেন । অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেন , ওই বিচারপতি বিরোধী নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর খুব ঘনিষ্ঠ ছিলেন । তিনি তেলুগু দেশম পার্টির হয়ে কাজ করছিলেন ।

ভারতের প্রধান বিচারপতিকে এই বিষয়ে একটি চিঠি দিয়েছেন তিনি । সেখানে এই নিয়ে বেদনা প্রকাশ করে তিনি বলেন , " "গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে ও পরাজিত করতে ব্যবহার করা হচ্ছে হাইকোর্টের মতো প্রতিষ্ঠানকে ।"

চিঠিতে আরও বলা হয়েছে , সুপ্রিম কোর্টের ওই বিচারপতি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টকে প্রভাবিত করেছিলেন এবং এতে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্য চার বিচারপতির নাম রয়েছে ।

তেলুগু দেশম নেতাদের পক্ষে যে রায় দেওয়া হচ্ছে তা প্রমাণ করার জন্য মুখ্যমন্ত্রী কতগুলি নথি পেশ করেছেন । অভিযোগ , তাঁদের মধ্যে একজন নেতা সরকারের কাজে বাধা দিচ্ছেন । নীতিনির্ধারণী সিদ্ধান্ত এবং চন্দ্রবাবু নাইডুর মুখ্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগের যে তদন্ত শুরু হয়েছিল উভয় ক্ষেত্রেই বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।

মুখ্যমন্ত্রী ভারতের প্রধান বিচারপতিকে "রাষ্ট্রীয় বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য উপযুক্ত এবং যথাযথ পদক্ষেপ" করার বিষয়ে বিবেচনা করার জন্য বলেছেন ।

8 অক্টোবর এই অভিযোগপত্রটি জমা দেওয়া হয়েছিল । ওইদিনই জগনমোহন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন । অন্ধ্রপ্রদেশের বিভিন্ন ইশু নিয়ে আলোচনা হয় । এর দুই সপ্তাহ আগে জগন মোহন রেড্ডি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন ।

Last Updated : Oct 11, 2020, 5:06 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.