ETV Bharat / bharat

পুলওয়ামায় সেনাবাহিনীর গাড়িতে হামলায় শহিদ 2 জওয়ান - jawan

গতকাল বিকেলের দিকে 44 রাষ্ট্রীয় রাইফেলসের প্যাট্রোলিং কারে IED বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা । ঘটনায় আজ সকালে মৃত্য়ু হয় দুই জওয়ানের ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 17, 2019, 7:37 PM IST

Updated : Jun 18, 2019, 3:14 PM IST

পুলওয়ামা, 18 জুন : ফের সেনার ভ্যানে হামলা পুলওয়ামায় । গতকাল বিকেলের দিকে 44 রাষ্ট্রীয় রাইফেলসের প্যাট্রোলিং কারে IED বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা । ঘটনায় জখম হয়েছিলেন ছয় জওয়ান ও দু'জন নাগরিক । তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে তাঁদের মধ্যে শহিদ হন দুই জওয়ান ।

এর আগে গত ফেব্রুয়ারিতে পুলওয়ামায় CRPF-এর ভ্যানে আত্মঘাতী জঙ্গি হামলা হয় । শহিদ হন 40 জওয়ান । এর কিছুদিন পরই পাকিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইক করে ভারত । গুঁড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ।

পুলওয়ামা, 18 জুন : ফের সেনার ভ্যানে হামলা পুলওয়ামায় । গতকাল বিকেলের দিকে 44 রাষ্ট্রীয় রাইফেলসের প্যাট্রোলিং কারে IED বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা । ঘটনায় জখম হয়েছিলেন ছয় জওয়ান ও দু'জন নাগরিক । তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে তাঁদের মধ্যে শহিদ হন দুই জওয়ান ।

এর আগে গত ফেব্রুয়ারিতে পুলওয়ামায় CRPF-এর ভ্যানে আত্মঘাতী জঙ্গি হামলা হয় । শহিদ হন 40 জওয়ান । এর কিছুদিন পরই পাকিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইক করে ভারত । গুঁড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ।

Gaya (Bihar), Apr 30 (ANI): Election Commission of India collaborated with Indian Railways to create awareness for Lok Sabha elections. Deekshabhoomi Express is converted to Voter Awareness Express to create awareness among voters. The train runs from Dhanbad to Kolhapur and is covered with voter awareness banners of different languages. The campaign focuses on first-time voters, female voters and specially-abled voters so that they become aware and come forward to vote in maximum numbers District Magistrate of Gaya Abhishek Singh showed the green flag and started the train. This campaign is a hit among voters.
Last Updated : Jun 18, 2019, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.