ETV Bharat / bharat

ইমিউনিটি বুস্টার হিসেবে অসম চায়ের জেনেরিক প্রচারের দাবি - International tea day

চা ইমিউনিটি বাড়িয়ে তুলতে সাহায্য করে । সুস্থ জীবন তৈরি করে ও মৃত্যুর হার হ্রাস করে । তাই অসম চায়ের জেনেরিক প্রচারের দাবি উঠল ।

আন্তর্জাতিক চা দিবস
আন্তর্জাতিক চা দিবস
author img

By

Published : May 22, 2020, 2:00 AM IST

গুয়াহাটি, 22 মে : ইমিউনিটি বুস্টার হিসেবে অসম চায়ের জেনেরিক প্রচার করা হোক । প্রথম আন্তর্জাতিক চা দিবসে টি বোর্ডের কাছে আবেদন চা শিল্পের সঙ্গে যুক্তদের ।

নর্থ ইস্ট টি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিদ্যানন্দ বরকাকোটি বলেন, গোটা বিশ্বে কোরোনার বিরুদ্ধে লড়াই চলছে । তাই ইমিউনিটি বুস্টার হিসেবে অসমের চায়ের জেনেরিক প্রচার শুরু করার সেরা সময় এটি । তিনি বলেন, "আমরা ইমিউনিটি বুস্টার হিসেবে অসম চায়ের জেনেরিক প্রচার শুরু করতে টি বোর্ডের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের AYUSH মন্ত্রকের কাছেও আমরা যাচ্ছি ।"

প্রথম আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে চা শিল্পের সুস্বাস্থ্যের জন্য কাজ করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা "টি : এ ওয়ান্ডার ড্রিঙ্ক ফর হেল্থ অ্যান্ড ওয়েলনেস" নামে একটি বই প্রকাশ করেছে ।

চা ইমিউনিটি বাড়িয়ে তুলতে সাহায্য করে । সুস্থ জীবন তৈরি করে ও মৃত্যুর হার হ্রাস করে । চা পান করার সময় মানুষ প্রচুর পরিমাণে ঔষধি ও থেরাপিউটিক যৌগ গ্রহণ করে । যা মানবদেহের জন্য খুবই উপকারী ।

গুয়াহাটি, 22 মে : ইমিউনিটি বুস্টার হিসেবে অসম চায়ের জেনেরিক প্রচার করা হোক । প্রথম আন্তর্জাতিক চা দিবসে টি বোর্ডের কাছে আবেদন চা শিল্পের সঙ্গে যুক্তদের ।

নর্থ ইস্ট টি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিদ্যানন্দ বরকাকোটি বলেন, গোটা বিশ্বে কোরোনার বিরুদ্ধে লড়াই চলছে । তাই ইমিউনিটি বুস্টার হিসেবে অসমের চায়ের জেনেরিক প্রচার শুরু করার সেরা সময় এটি । তিনি বলেন, "আমরা ইমিউনিটি বুস্টার হিসেবে অসম চায়ের জেনেরিক প্রচার শুরু করতে টি বোর্ডের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের AYUSH মন্ত্রকের কাছেও আমরা যাচ্ছি ।"

প্রথম আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে চা শিল্পের সুস্বাস্থ্যের জন্য কাজ করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা "টি : এ ওয়ান্ডার ড্রিঙ্ক ফর হেল্থ অ্যান্ড ওয়েলনেস" নামে একটি বই প্রকাশ করেছে ।

চা ইমিউনিটি বাড়িয়ে তুলতে সাহায্য করে । সুস্থ জীবন তৈরি করে ও মৃত্যুর হার হ্রাস করে । চা পান করার সময় মানুষ প্রচুর পরিমাণে ঔষধি ও থেরাপিউটিক যৌগ গ্রহণ করে । যা মানবদেহের জন্য খুবই উপকারী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.