ETV Bharat / bharat

বাবা-মায়ের নাগরিকত্ব নিয়ে সংশয়, NRC থেকে শর্তসাপেক্ষে বাদ সন্তানও

2004 সালের 3 ডিসেম্বরের পরে অসমে যাঁরা জন্মেছে, তাদের মা-বাবাদের যদি বিদেশি নাগরিক হিসেবে ঘোষণা করে ট্রাইবুনাল, যদি বাবা-মায়ের ভোটাধিকার নিয়ে সংশয় থাকে, NRC থেকে বাদ পড়বে সন্তানও

বাবা-মায়ের নাগরিকত্ব নিয়ে সংশয়, NRC থেকে শর্তসাপেক্ষে বাদ সন্তানও
author img

By

Published : Aug 13, 2019, 5:55 PM IST

দিল্লি, 13 অগাস্ট : বাবা-মায়ের নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে শর্তসাপেক্ষে সন্তানের নাম বাদ পড়বে অসমের জাতীয় নাগরিকপঞ্জি (NRC) থেকে৷ আজ এমনটাই জানাল শীর্ষ আদালত ৷

NRC-এর চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে 31 অগাস্ট ৷ কোনও নথি আর পুনর্মূল্যায়ন হবে না৷ এদিন সেটাও স্পষ্ট করে দিল শীর্ষ আদালত । এ ছাড়াও আদালত জানাল, 2004 সালের 3 ডিসেম্বরের পরে অসমে যাঁরা জন্মেছে, তাদের মা-বাবাদের যদি বিদেশি নাগরিক হিসেবে ঘোষণা করে ট্রাইবুনাল, যদি বাবা-মায়ের ভোটাধিকার নিয়ে সংশয় থাকে, NRC থেকে বাদ পড়বে সন্তানও ৷ তবে অনুপ্রবেশকারী হিসেবে কাউকে চিহ্নিত করলে গুয়াহাটি হাইকোর্টে সেই বিষয়ে মামলা করা যাবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত ৷

অসমের NRC তথ্য নতুন করে খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকারের আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । NRC তথ্য আধার কার্ডের তথ্যের মতোই সুরক্ষিত রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।

মঙ্গলবার সকালে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি আরএন নরিম্যানের ডিভিশন বেঞ্চ । অসমের চূড়ান্ত NRC থেকে কারা বাদ পড়লেন, সেই তালিকা শুধুমাত্র অনলাইনে আগামী 31 অগাস্ট প্রকাশিত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট । এই তালিকার হার্ড কপি জেলা অফিসগুলিতে জমা দেওয়া হবে ।

জাতীয় নাগরিকপঞ্জির তথ্যকে আধার তথ্যের মতোই সুরক্ষিত রাখতে যাবতীয় ব্যবস্থা নিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । নাগরিকপঞ্জির এই তালিকা পুরোপুরিভাবে হাতে পাবে না কেন্দ্র, অসম সরকার এবং NRC কোঅর্ডিনেটর । অসম বিধানসভায় পেশ হওয়া NRC তথ্য ফাঁস হয়ে যাওয়াতেই এই নির্দেশ সুপ্রিম কোর্টের ।

দিল্লি, 13 অগাস্ট : বাবা-মায়ের নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে শর্তসাপেক্ষে সন্তানের নাম বাদ পড়বে অসমের জাতীয় নাগরিকপঞ্জি (NRC) থেকে৷ আজ এমনটাই জানাল শীর্ষ আদালত ৷

NRC-এর চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে 31 অগাস্ট ৷ কোনও নথি আর পুনর্মূল্যায়ন হবে না৷ এদিন সেটাও স্পষ্ট করে দিল শীর্ষ আদালত । এ ছাড়াও আদালত জানাল, 2004 সালের 3 ডিসেম্বরের পরে অসমে যাঁরা জন্মেছে, তাদের মা-বাবাদের যদি বিদেশি নাগরিক হিসেবে ঘোষণা করে ট্রাইবুনাল, যদি বাবা-মায়ের ভোটাধিকার নিয়ে সংশয় থাকে, NRC থেকে বাদ পড়বে সন্তানও ৷ তবে অনুপ্রবেশকারী হিসেবে কাউকে চিহ্নিত করলে গুয়াহাটি হাইকোর্টে সেই বিষয়ে মামলা করা যাবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত ৷

অসমের NRC তথ্য নতুন করে খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকারের আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । NRC তথ্য আধার কার্ডের তথ্যের মতোই সুরক্ষিত রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।

মঙ্গলবার সকালে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি আরএন নরিম্যানের ডিভিশন বেঞ্চ । অসমের চূড়ান্ত NRC থেকে কারা বাদ পড়লেন, সেই তালিকা শুধুমাত্র অনলাইনে আগামী 31 অগাস্ট প্রকাশিত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট । এই তালিকার হার্ড কপি জেলা অফিসগুলিতে জমা দেওয়া হবে ।

জাতীয় নাগরিকপঞ্জির তথ্যকে আধার তথ্যের মতোই সুরক্ষিত রাখতে যাবতীয় ব্যবস্থা নিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । নাগরিকপঞ্জির এই তালিকা পুরোপুরিভাবে হাতে পাবে না কেন্দ্র, অসম সরকার এবং NRC কোঅর্ডিনেটর । অসম বিধানসভায় পেশ হওয়া NRC তথ্য ফাঁস হয়ে যাওয়াতেই এই নির্দেশ সুপ্রিম কোর্টের ।

Frankfurt (Oder) (Germany), Aug 13 (ANI): While addressing a press conference in Germany's Frankfurt (Oder) on August 11, Foreign Spokesperson and international representative of the Baloch National Movement Hammal Haidar said, "Balochistan was once an independent country like many other countries. On August 11, 1947 we gained our independence from the British colonisers three days before the independence of Pakistan. But, six months later we lost our freedom. When failing to convince the Baloch people in the name of Islam and the two nation theory Pakistan resorted to military force and invaded Balochistan on March 27, 1948." "Pakistan's recent outcry over the Kashmir issue and its advocacy for the human rights of Kashmiri people is I think the height of hypocrisy and shamelessness when it has illegally occupied Balochistan for the last 72 years and killed and abducted thousands of Baloch political activists," Haidar added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.