ETV Bharat / bharat

এখনও সংকটে বন্যা বিধ্বস্ত অসম, মৃত বেড়ে 37 - heavy rain in assam

অসমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 37 । এদের মধ্যে 10 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে । বন্যায় 4626 টি গ্রাম জলের তলায় । ক্ষতিগ্রস্ত প্রায় 45 লাখ মানুষ ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 18, 2019, 8:37 PM IST

Updated : Jul 18, 2019, 11:59 PM IST

গুয়াহাটি, 18 জুলাই : বন্যার জেরে এখনও উদ্বেগজনক পরিস্থিতি অসমে । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 37 । এদের মধ্যে 10 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে । গত কয়েকদিন ধরে বানভাসি অসমের 33 টি জেলা । লাগাতার বৃষ্টির জেরে ক্রমশই পরিস্থিতি খারাপ হচ্ছে উত্তর পূর্বের এই রাজ্যের । প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে । নজর রাখা হচ্ছে আবহাওয়ার দিকেও ।

প্রশাসনিক সূত্রে খবর, বন্যায় 4626 টি গ্রাম জলের তলায় । ক্ষতিগ্রস্ত প্রায় 45 লাখ মানুষ । এক লাখ একান্ন হাজার মানুষকে ইতিমধ্যেই ত্রাণশিবিরে স্থানান্তরিত করা হয়েছে । বন্যার হাত থেকে রক্ষা পায়নি জীবজন্তুরাও । কাজিরাঙা ন্যাশনাল পার্কের 90 শতাংশই জলমগ্ন । ফলে সেখানে বন্য প্রাণীদের মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

এই সংক্রান্ত আরও খবর : বিছানায় শুয়ে বাঘ !

এই সংক্রান্ত আরও খবর : জলের তোড়ে ভেঙে পড়ল বাড়ি

অসম বিপর্যয় মোকাবিলা দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ব্রহ্মপুত্র নদীর জলস্তর বিপদসীমা পেরিয়েছে । ফলে, জোরহাট, তেজপুর, গুয়াহাটি ও গোয়ালপাড়ায় জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

এই সংক্রান্ত আরও খবর : অসমে বন্যা পরিস্থিতির অবনতি, ক্ষতিগ্রস্ত 43 লাখ

গুয়াহাটি, 18 জুলাই : বন্যার জেরে এখনও উদ্বেগজনক পরিস্থিতি অসমে । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 37 । এদের মধ্যে 10 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে । গত কয়েকদিন ধরে বানভাসি অসমের 33 টি জেলা । লাগাতার বৃষ্টির জেরে ক্রমশই পরিস্থিতি খারাপ হচ্ছে উত্তর পূর্বের এই রাজ্যের । প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে । নজর রাখা হচ্ছে আবহাওয়ার দিকেও ।

প্রশাসনিক সূত্রে খবর, বন্যায় 4626 টি গ্রাম জলের তলায় । ক্ষতিগ্রস্ত প্রায় 45 লাখ মানুষ । এক লাখ একান্ন হাজার মানুষকে ইতিমধ্যেই ত্রাণশিবিরে স্থানান্তরিত করা হয়েছে । বন্যার হাত থেকে রক্ষা পায়নি জীবজন্তুরাও । কাজিরাঙা ন্যাশনাল পার্কের 90 শতাংশই জলমগ্ন । ফলে সেখানে বন্য প্রাণীদের মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

এই সংক্রান্ত আরও খবর : বিছানায় শুয়ে বাঘ !

এই সংক্রান্ত আরও খবর : জলের তোড়ে ভেঙে পড়ল বাড়ি

অসম বিপর্যয় মোকাবিলা দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ব্রহ্মপুত্র নদীর জলস্তর বিপদসীমা পেরিয়েছে । ফলে, জোরহাট, তেজপুর, গুয়াহাটি ও গোয়ালপাড়ায় জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

এই সংক্রান্ত আরও খবর : অসমে বন্যা পরিস্থিতির অবনতি, ক্ষতিগ্রস্ত 43 লাখ

Lucknow (UP), July 18 (ANI): Lucknow Metro Rail Corporation (LMRC) has organised its first-ever art exhibition at Hazratganj metro station. The exhibition started on July 17 and will conclude on July 25. The aim of the exhibition is to promote art, literature and cultural heritage of Lucknow. It exhibited breath-taking artworks that included paintings, sculptures and miniature art pieces. While speaking to ANI, LMRC MD Kumar Keshav said, "I want Lucknow metro to not just be a metro but our lifeline, one we feel daily. We'd organised book exhibition earlier and this is the next step."
Last Updated : Jul 18, 2019, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.