ETV Bharat / bharat

অসম ও বিহারে বন্যায় ক্ষতিগ্রস্ত 40 লাখের বেশি - assam flood

অসম ও বিহারে বন্যা পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে । দু'রাজ্যের প্রায় 40 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত ।

Assam flood toll crosses 100; Ganga breaches the danger mark in Bihar
Assam flood toll crosses 100; Ganga breaches the danger mark in Bihar
author img

By

Published : Jul 28, 2020, 2:42 AM IST

ভুবনেশ্বর ও পটনা, 27 জুলাই : বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে অসম ও বিহারে । আজ অসমে বন্যায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে । এই নিয়ে দুই রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 40 লাখ মানুষ ।

অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটির (ASDMA) দেওয়া তথ্য অনুযায়ী , অসমে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে । এই নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 102 । এছাড়াও চলতি বছরের মে মাস থেকে ভারী বৃষ্টি ও ধসে আরও 26 জনের মৃত্যু হয়েছে ।

অসমের 23টি জেলার 2265টি গ্রামের 25 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । সবথেকে বেশি ক্ষতি হয়েছে গোয়ালপাড়ায় । সেখানে ক্ষতিগ্রস্ত প্রায় 4 লাখ 70 হাজার মানুষ । তারপরই বরপেটা । ক্ষতি হয়েছে 3 লাখ 95 হাজার মানুষের । মরিগাঁওয়ে তিন লাখ 33 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । রাজ্যের 16টি জেলায় মোট 457 টি ত্রাণ শিবির খোলা হয়েছে । সেখানে আশ্রয় নিয়েছে প্রায় 46 হাজার মানুষ ।

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং । তিনি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ।

এদিকে বিহারের পরিস্থিতিও দিন দিন খারাপ হচ্ছে । গঙ্গার জলস্তর বেড়ে বিপদসীমা ছাড়িয়েছে । ফলে ভাগলপুর, কাহালগাঁও, গন্ধক ও তার আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । জল উৎস বিভাগের (WRD) তরফে জানানো হয়েছে , পটনা ও মুঙ্গেরে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় ক্ষতি হয়েছে দিয়ারা ও তার আশপাশের এলাকার । গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় বাগমতী , বুড়হি গণ্ডক ,কামলা, আধওয়ারা, মহানন্দা নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে ।

সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চম্পারন ও মিথিলাঞ্চলে । বর্তমানে সেখানে NDRF) এবং SDRF উদ্ধারকাজ চালাচ্ছে । বিহারে 11টি জেলার 86 টি ব্লকের 625 পঞ্চায়েতের 15 লাখের কাছাকাছি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

ভুবনেশ্বর ও পটনা, 27 জুলাই : বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে অসম ও বিহারে । আজ অসমে বন্যায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে । এই নিয়ে দুই রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 40 লাখ মানুষ ।

অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটির (ASDMA) দেওয়া তথ্য অনুযায়ী , অসমে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে । এই নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 102 । এছাড়াও চলতি বছরের মে মাস থেকে ভারী বৃষ্টি ও ধসে আরও 26 জনের মৃত্যু হয়েছে ।

অসমের 23টি জেলার 2265টি গ্রামের 25 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । সবথেকে বেশি ক্ষতি হয়েছে গোয়ালপাড়ায় । সেখানে ক্ষতিগ্রস্ত প্রায় 4 লাখ 70 হাজার মানুষ । তারপরই বরপেটা । ক্ষতি হয়েছে 3 লাখ 95 হাজার মানুষের । মরিগাঁওয়ে তিন লাখ 33 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । রাজ্যের 16টি জেলায় মোট 457 টি ত্রাণ শিবির খোলা হয়েছে । সেখানে আশ্রয় নিয়েছে প্রায় 46 হাজার মানুষ ।

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং । তিনি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ।

এদিকে বিহারের পরিস্থিতিও দিন দিন খারাপ হচ্ছে । গঙ্গার জলস্তর বেড়ে বিপদসীমা ছাড়িয়েছে । ফলে ভাগলপুর, কাহালগাঁও, গন্ধক ও তার আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । জল উৎস বিভাগের (WRD) তরফে জানানো হয়েছে , পটনা ও মুঙ্গেরে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় ক্ষতি হয়েছে দিয়ারা ও তার আশপাশের এলাকার । গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় বাগমতী , বুড়হি গণ্ডক ,কামলা, আধওয়ারা, মহানন্দা নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে ।

সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চম্পারন ও মিথিলাঞ্চলে । বর্তমানে সেখানে NDRF) এবং SDRF উদ্ধারকাজ চালাচ্ছে । বিহারে 11টি জেলার 86 টি ব্লকের 625 পঞ্চায়েতের 15 লাখের কাছাকাছি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.