ETV Bharat / bharat

পুলওয়ামা হামলায় পাকিস্তানের হাত, মাসুদ তুমি শয়তান : ওয়েইসি

author img

By

Published : Feb 24, 2019, 8:56 AM IST

"আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে চাই নিজেকে নিরীহ দেখানোর মুখোশ খুলে দিন।" বললেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

আসাদউদ্দিন ওয়েইসি

হায়দরাবাদ, ২৪ ফেব্রুয়ারি : পুলওয়ামা হামলার পিছনে পাকিস্তান সরকার, পাকিস্তান সেনা ও গুপ্তচর সংস্থা ISI-র প্রত্যক্ষ হাত রয়েছে। গতকাল একথা বলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। পাশাপাশি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও একহাত নেন তিনি। বলেন, "আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে চাই TV ক্যামেরার সামনে বসে নিজের ইচ্ছামতো ভারতকে বার্তা দেবেন না। আপনিই এটা শুরু করেছেন। এটা প্রথম হামলা নয়। এর আগে পাঠানকোট, উরি আর এখন পুলওয়ামা। আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে চাই নিজেকে নিরীহ দেখানোর মুখোশ খুলে দিন।"

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা আত্মঘাতী হামলায় ৪০জন জওয়ান শহিদ হন। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। হামলার জন্য AIMIM প্রধান সরাসরি পাকিস্তান সরকার, পাকিস্তান সেনা ও ISI-কে দায়ি করেন। তাঁর কথায়, "পুলওয়ামা হামলায় পাকিস্তানের যোগসূত্র রয়েছে। পাকিস্তান সরকার, পাকিস্তান সেনা ও ISI-র পরিকল্পনা অনুযায়ী এই হামলা চালানো হয়েছে।"

পাশাপাশি, জইশ-ই-মহম্মদকেও আক্রমণ শানান তিনি। বলেন, "মহম্মদের সেনা কোনও মানুষকে হত্যা করে না। তাঁকে মনুষ্যত্বের প্রতি দয়ালু হতে হয়। তোমরা জইশ-ই-শয়তান, জইশ-ই-ইবলিশ।" জইশ-ই-মহম্মদের মাথা মাসুদ আজ়হারকেও একহাত নেন AIMIM প্রধান। বলেন, "মাসুদ আজ়হার, তুমি মৌলানা নয়। তুমি শয়তানের শাগরেদ।"

undefined

হায়দরাবাদ, ২৪ ফেব্রুয়ারি : পুলওয়ামা হামলার পিছনে পাকিস্তান সরকার, পাকিস্তান সেনা ও গুপ্তচর সংস্থা ISI-র প্রত্যক্ষ হাত রয়েছে। গতকাল একথা বলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। পাশাপাশি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও একহাত নেন তিনি। বলেন, "আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে চাই TV ক্যামেরার সামনে বসে নিজের ইচ্ছামতো ভারতকে বার্তা দেবেন না। আপনিই এটা শুরু করেছেন। এটা প্রথম হামলা নয়। এর আগে পাঠানকোট, উরি আর এখন পুলওয়ামা। আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে চাই নিজেকে নিরীহ দেখানোর মুখোশ খুলে দিন।"

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা আত্মঘাতী হামলায় ৪০জন জওয়ান শহিদ হন। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। হামলার জন্য AIMIM প্রধান সরাসরি পাকিস্তান সরকার, পাকিস্তান সেনা ও ISI-কে দায়ি করেন। তাঁর কথায়, "পুলওয়ামা হামলায় পাকিস্তানের যোগসূত্র রয়েছে। পাকিস্তান সরকার, পাকিস্তান সেনা ও ISI-র পরিকল্পনা অনুযায়ী এই হামলা চালানো হয়েছে।"

পাশাপাশি, জইশ-ই-মহম্মদকেও আক্রমণ শানান তিনি। বলেন, "মহম্মদের সেনা কোনও মানুষকে হত্যা করে না। তাঁকে মনুষ্যত্বের প্রতি দয়ালু হতে হয়। তোমরা জইশ-ই-শয়তান, জইশ-ই-ইবলিশ।" জইশ-ই-মহম্মদের মাথা মাসুদ আজ়হারকেও একহাত নেন AIMIM প্রধান। বলেন, "মাসুদ আজ়হার, তুমি মৌলানা নয়। তুমি শয়তানের শাগরেদ।"

undefined
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Washington D.C., USA - Feb 23, 2019 (CCTV - No access Chinese mainland)
1. Visitors at Smithsonian National Zoological Park
2. Various of giant pandas eating, playing
3. Children posing for photos
4. Giant panda eating bamboo
5. Various of giant pandas on monitor screens
6. Various of timeline of giant pandas
7. Visitors reading timeline
8. Various of visitors playing bamboo quest, quizzes about giant pandas
9. SOUNDBITE (English) Steven Monfort, director, Smithsonian National Zoological Park:
"When people come to the zoo, they are obviously coming to see the live pandas, they love them of course. But while they are here, we want them to learn about the life history, the biology, and the threats faced by giant pandas in the wild and the work that we are doing to help save them including our science and our conservation work both here as well as in China."
10. Introduction of giant panda Meixiang
11. Various of giant panda eating
12. Various of visitors
13. SOUNDBITE (Chinese) Xu Xueyuan, minister, Embassy of People's Republic of China in United States of America (partially overlaid with shot 14):
"Giant pandas are viewed as an ambassador for people-to-people exchanges. When people or countries communicate with each other, they can always find some things in common that go beyond culture, traditions and differences. Hence I believe giant pandas have already remarkably helped us to enhance mutual understanding and friendship with the United States, as well as other countries in history, and in the future it will continue to play such a unique, important role."
++SHOT OVERLAYING SOUNDBITE++
14. Various of visitors filing in, watching giant pandas
++SHOT OVERLAYING SOUNDBITE++
15.Various of visitors filming giant panda with camera, cellphone
The Smithsonian National Zoological Park and Conservation Biology Institute in Washington D.C. along with the Embassy of the People’s Republic of China in the U.S. unveiled a new exhibit for visitors inside the zoo’s giant panda house in a housewarming party on Saturday.
With help of new sponsors, the giant panda house got a makeover and a new interactive exhibit with graphics, videos and even games will help visitors learn more about the pandas, from their biology, to their food preference, to the struggles and successes achieved in the conservation efforts surrounding them.
The goal of the exhibit is to enrich visitors' experience while educating them about the adorable giant bamboo-munchers in a fun and joyful way.
"When people come to the zoo, they are obviously coming to see the live pandas, they love them of course. But while they are here, we want them to learn about the life history, the biology, and the threats faced by giant pandas in the wild and the work that we are doing to help save them including our science and our conservation work both here as well as in China," said Steven Monfort, director of Smithsonian National Zoological Park.
The David M. Rubenstein Family Giant Panda Habitat at the zoo currently houses three giant pandas, couple Tian Tian and Mei Xiang, and their son Bei Bei.
Mei Xiang, a female, and Tian Tian, a male, arrived in Washington D.C. in late 2000 as the zoo's second pair of giant pandas. Since then, the pair has given birth to three cubs.
Bei Bei, 3, is now the only panda offspring at the zoo after his elder brother, Tai Shan, and his elder sister, Bao Bao, returned to China, respectively in 2010 and early 2017, as per an agreement between China and the United States.
Giant pandas, which live mainly in southwest China's Sichuan Province as well as neighboring Shaanxi and Gansu Provinces, are dubbed China's "national treasure" and cherished as a symbol of peace and friendship.
"Giant pandas are viewed as an ambassador for people-to-people exchanges. When people or countries communicate with each other, they can always find some things in common that go beyond culture, traditions and differences. Hence I believe giant pandas have already remarkably helped us to enhance mutual understanding and friendship with the United States, as well as other countries in history, and in the future it will continue to play such a unique, important role," said Xu Xueyuan, Minister of Embassy of People's Republic of China in United States of America.
The Smithsonian's National Zoo is one of Washington D.C.'s most popular tourist destinations and part of the Smithsonian Institution, a renowned museum and research complex.
Over the past decade, the giant pandas in the zoo have been regarded as a symbol for cross-cultural collaboration between the United States and China.
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.