ETV Bharat / bharat

অরুণাচলে উপমুখ্যমন্ত্রীর বাসভবনে আগুন ধরাল জনতা, নামল সেনা - house burnt

অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চৌনা মে-র বাসভবন জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা। আজ সকালে ইটানগর থেকে নামসাই জেলায় চলে যান উপমুখ্যমন্ত্রী।

উত্তপ্ত অরুণাচল
author img

By

Published : Feb 24, 2019, 3:31 PM IST

ইটানগর(অরুণাচল প্রদেশ), ২৪ ফেব্রুয়ারি : অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চৌনা মে-র বাসভবন জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা। আজ সকালে ইটানগর থেকে নামসাই জেলায় চলে যান উপমুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিক্ষুব্ধ জনতা ডিস্ট্রিক্ট কমিশনারের বাসভবনেও ভাঙচুর চালায়। SP পদমর্যাদার এক পুলিশ অফিসার আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। ভূমিপুত্র নয় এমন কয়েকটি সম্প্রদায়কে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট(PRC) দিয়েছিল সরকার। এর বিরোধিতায় নামে বিক্ষুব্ধরা। পুলিশের গুলিতে এক আন্দোলনকারীর মৃত্যুর অভিযোগ ওঠে। এরপর থেকে পরিস্থিতি আরও ভয়ানক হয়।

উত্তপ্ত অরুণাচল

একপ্রকার রণক্ষেত্রের চেহারা নেয় ইটানগর। বিক্ষুব্ধরা ৫০টি গাড়ি জ্বালিয়ে দেয়। ভাঙচুর চালানো হয় প্রায় ১০০টি গাড়িতে। মিজোরামের একটি মিউজ়িক ব্যান্ডও হামলার শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় এলাকায় টহল দিচ্ছে সেনা।

পরিস্থিতির খোঁজ নিতে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অরুণাচলবাসীকে শান্ত থাকার আবেদন জানান তিনি। এদিকে, এই পরিস্থিতিতে ইটানগরের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

ইটানগর(অরুণাচল প্রদেশ), ২৪ ফেব্রুয়ারি : অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চৌনা মে-র বাসভবন জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা। আজ সকালে ইটানগর থেকে নামসাই জেলায় চলে যান উপমুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিক্ষুব্ধ জনতা ডিস্ট্রিক্ট কমিশনারের বাসভবনেও ভাঙচুর চালায়। SP পদমর্যাদার এক পুলিশ অফিসার আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। ভূমিপুত্র নয় এমন কয়েকটি সম্প্রদায়কে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট(PRC) দিয়েছিল সরকার। এর বিরোধিতায় নামে বিক্ষুব্ধরা। পুলিশের গুলিতে এক আন্দোলনকারীর মৃত্যুর অভিযোগ ওঠে। এরপর থেকে পরিস্থিতি আরও ভয়ানক হয়।

উত্তপ্ত অরুণাচল

একপ্রকার রণক্ষেত্রের চেহারা নেয় ইটানগর। বিক্ষুব্ধরা ৫০টি গাড়ি জ্বালিয়ে দেয়। ভাঙচুর চালানো হয় প্রায় ১০০টি গাড়িতে। মিজোরামের একটি মিউজ়িক ব্যান্ডও হামলার শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় এলাকায় টহল দিচ্ছে সেনা।

পরিস্থিতির খোঁজ নিতে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অরুণাচলবাসীকে শান্ত থাকার আবেদন জানান তিনি। এদিকে, এই পরিস্থিতিতে ইটানগরের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Tokyo - 24 February 2019
1. Wide of Japanese Emperor Akihito and Empress Michiko getting on stage, bowing and sitting
2. SOUNDBITE (Japanese) Akihito, Emperor of Japan:
"Thirty years of the Heisei era resulted in the first era without any wars in modern Japanese history, and was supported by the people's strong will to seek for peace."
3. Pan of sign reading (Japanese) "30th anniversary of the Emperor's reign"
4. SOUNDBITE (Japanese) Akihito, Emperor of Japan:
"Japan has long cultivated its own culture as an island nation. But now, the world is becoming more globalised. I think it is now required for us to be more open to the outside world, to establish our own position with wisdom and to build relationships with other countries with sincerity."
5. Wide of stage
6. Pan from Japanese Prime Minister Shinzo Abe to Akihito and Michiko
7. Abe walking up to podium
8. SOUNDBITE (Japanese) Shinzo Abe, Japanese Prime Minister:
"The Emperor and Empress have prayed for those killed in the war (meaning World War II) as well as places overseas which became battlefields, and prayed for peace. Since his enthronement, he has made official visits to 35 countries. I believe such activities by the Emperor and Empress helped deepening the ties of friendship between Japan and various nations. Domestically, they have visited all the prefectures more than twice and visited various welfare facilities, and listened to the voice of people and stood by them. We will never forget the way the Emperor and Empress stayed with the people of Japan throughout their long reign of 30 years."
9. Abe leading three cheers for Akihito
STORYLINE:
Japan's Emperor Akihito attended a ceremony on Sunday to mark the 30th year of his reign while calling for the country to embrace openness in a more globalised world.
The government-sponsored ceremony at the National Theater in Tokyo was attended by Japanese Prime Minister Shinzo Abe and Empress Michiko.
"Japan has long cultivated its own culture as an island nation," the 85-year-old emperor said.
"But now the world is becoming more globalised. I think it is now required for us to be more open to the outside world, to establish our own position with wisdom and to build relationships with other countries with sincerity."
Akihito's Heisei era will end when he abdicates on April 30 in favor of his elder son, 59-year-old Crown Prince Naruhito, beginning a new, as yet unnamed era.
The Emperor has cited his deteriorating health as his reason for stepping aside.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.