ইটানগর(অরুণাচল প্রদেশ), ২৪ ফেব্রুয়ারি : অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চৌনা মে-র বাসভবন জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা। আজ সকালে ইটানগর থেকে নামসাই জেলায় চলে যান উপমুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিক্ষুব্ধ জনতা ডিস্ট্রিক্ট কমিশনারের বাসভবনেও ভাঙচুর চালায়। SP পদমর্যাদার এক পুলিশ অফিসার আহত হয়েছেন।
ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। ভূমিপুত্র নয় এমন কয়েকটি সম্প্রদায়কে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট(PRC) দিয়েছিল সরকার। এর বিরোধিতায় নামে বিক্ষুব্ধরা। পুলিশের গুলিতে এক আন্দোলনকারীর মৃত্যুর অভিযোগ ওঠে। এরপর থেকে পরিস্থিতি আরও ভয়ানক হয়।
একপ্রকার রণক্ষেত্রের চেহারা নেয় ইটানগর। বিক্ষুব্ধরা ৫০টি গাড়ি জ্বালিয়ে দেয়। ভাঙচুর চালানো হয় প্রায় ১০০টি গাড়িতে। মিজোরামের একটি মিউজ়িক ব্যান্ডও হামলার শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় এলাকায় টহল দিচ্ছে সেনা।
পরিস্থিতির খোঁজ নিতে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অরুণাচলবাসীকে শান্ত থাকার আবেদন জানান তিনি। এদিকে, এই পরিস্থিতিতে ইটানগরের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।