ETV Bharat / bharat

16 ঘণ্টার চেষ্টায় 14000 ফুট সেলা পাস থেকে 390 জনকে উদ্ধার সেনার - অরুণাচল প্রদেশের সেলা পাস

175 টি সামরিক গাড়িতে নারী ও শিশুসহ মোট 390 জনকে উদ্ধার করেছে ভারতীয় সেনা ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 9, 2020, 2:06 PM IST

ইটানগর, 9 মার্চ : অরুণাচল প্রদেশের সেলা পাস । তাপমাত্রা এখানে হিমাঙ্কের নিচে । 14000 ফুট উচ্চতায় বরফে ঢাকা এলাকায় আটকে থাকা 390 জন সাধারণ মানুষকে উদ্ধার করল ভারতীয় সেনা । 7 ও 8 মার্চের রাতের মধ্যে এই অভিযান চালায় সেনাদল ।

সেনাবাহিনীর গুয়াহাটির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পি খোঙ্গসাই বলেন, "175টি গাড়িতে করে মহিলা ও শিশুসহ সবাইকে উদ্ধার করতে প্রায় 16 ঘণ্টা সময় লেগেছে ।"

image
সেলা পাসে আটকে থাকা 390 জনকে উদ্ধার করল সেনা

উদ্ধারের পর তাঁদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে । পাশাপাসি গরম খাবার দেওয়া হয় । যাতে প্রবল ঠান্ডার জেরে তাদের হাইপোথার্মিয়া বা এই জাতীয় কোনও শারীরিক জটিলতা দেখা না দেয় ।

ইটানগর, 9 মার্চ : অরুণাচল প্রদেশের সেলা পাস । তাপমাত্রা এখানে হিমাঙ্কের নিচে । 14000 ফুট উচ্চতায় বরফে ঢাকা এলাকায় আটকে থাকা 390 জন সাধারণ মানুষকে উদ্ধার করল ভারতীয় সেনা । 7 ও 8 মার্চের রাতের মধ্যে এই অভিযান চালায় সেনাদল ।

সেনাবাহিনীর গুয়াহাটির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পি খোঙ্গসাই বলেন, "175টি গাড়িতে করে মহিলা ও শিশুসহ সবাইকে উদ্ধার করতে প্রায় 16 ঘণ্টা সময় লেগেছে ।"

image
সেলা পাসে আটকে থাকা 390 জনকে উদ্ধার করল সেনা

উদ্ধারের পর তাঁদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে । পাশাপাসি গরম খাবার দেওয়া হয় । যাতে প্রবল ঠান্ডার জেরে তাদের হাইপোথার্মিয়া বা এই জাতীয় কোনও শারীরিক জটিলতা দেখা না দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.