ETV Bharat / bharat

ভারতীয় সেনা প্রস্তুত, প্রধানমন্ত্রীকে বললেন ৩ বাহিনীর প্রধান - army

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বালাকোটে জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে জইশের ৩০০-রও বেশি জঙ্গিকে নিকেশ হয়। তার কয়েক ঘণ্টা পরেই সন্ধ্যায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Feb 26, 2019, 11:21 PM IST

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বালাকোটে জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে জইশের ৩০০-রও বেশি জঙ্গিকে নিকেশ হয়। তার কয়েক ঘণ্টা পরেই সন্ধ্যায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রধানমন্ত্রী অভিনন্দন জানান বাহিনীর প্রধানদের। বিশেষ করে বায়ুসেনা প্রধান বি এস ধানোয়াকে।

এদিকে বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলা চালানোর পরই ভারতকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। বালাকোটে জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর তড়িঘড়ি বৈঠকে বসেছিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। তারপর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের বসে। যারপরই পাকিস্তানের তরফ থেকে বিবৃতিতে বলা হয়, "ভারত অকারণে আগ্রাসন দেখিয়েছে। পাকিস্তান ঠিক সময়ে ও ঠিক জায়গায় এর জবাব দেবে।"

বায়ুসেনার হামলার পর পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতকে। তিনি বলেছিলেন, "ভারতের এই পদক্ষেপে পাকিস্তানের জবাব দেওয়ার অধিকার আছে।"

আজ নরেন্দ্র মোদি তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে পরিস্থিতির পর্যালোচনা করেন বলে সূত্রের খবর। সেই বৈঠকেই সেনাপ্রধান বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া ও নৌসেনা প্রধান সুনীল লাংবার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। তাঁরা প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন, তাঁরা যে কোনও ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ইসলামাবাদ যদি কোনও পালটা হামলার চেষ্টা করে তা রুখে দেওয়ার জন্য প্রত্যেকটা বাহিনীর জওয়ানরাই প্রস্তুত আছে।

undefined

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বালাকোটে জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে জইশের ৩০০-রও বেশি জঙ্গিকে নিকেশ হয়। তার কয়েক ঘণ্টা পরেই সন্ধ্যায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রধানমন্ত্রী অভিনন্দন জানান বাহিনীর প্রধানদের। বিশেষ করে বায়ুসেনা প্রধান বি এস ধানোয়াকে।

এদিকে বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলা চালানোর পরই ভারতকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। বালাকোটে জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর তড়িঘড়ি বৈঠকে বসেছিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। তারপর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের বসে। যারপরই পাকিস্তানের তরফ থেকে বিবৃতিতে বলা হয়, "ভারত অকারণে আগ্রাসন দেখিয়েছে। পাকিস্তান ঠিক সময়ে ও ঠিক জায়গায় এর জবাব দেবে।"

বায়ুসেনার হামলার পর পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতকে। তিনি বলেছিলেন, "ভারতের এই পদক্ষেপে পাকিস্তানের জবাব দেওয়ার অধিকার আছে।"

আজ নরেন্দ্র মোদি তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে পরিস্থিতির পর্যালোচনা করেন বলে সূত্রের খবর। সেই বৈঠকেই সেনাপ্রধান বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া ও নৌসেনা প্রধান সুনীল লাংবার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। তাঁরা প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন, তাঁরা যে কোনও ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ইসলামাবাদ যদি কোনও পালটা হামলার চেষ্টা করে তা রুখে দেওয়ার জন্য প্রত্যেকটা বাহিনীর জওয়ানরাই প্রস্তুত আছে।

undefined

London (United Kingdom), Feb 26 (ANI): Political activist from Pakistan occupied Kashmir (PoK), Misfar Hassan expressed his concern on the air strike of Indian Air Force (IAF) on terror launch pads of Jaish-e-Mohammad (JeM) in PoK. He termed the tension between the two countries as 'escalated situation'. He urged Pakistan to take note of terror organisation operating from its land. He said, "Indian air jets attacking Pakistan today and bombing Balakot area is an extremely serious incident. In this regards, I would urge the government of Pakistan to take serious note of such organisations and eliminate the terror camps and personnel. Who are trying to disturb the peace. In this regards, on behalf of Jammu Kashmir Liberation League (JKLF), I urge both countries to look into their policies, and try to resolve the issue of Jammu and Kashmir through peaceful negotiative political settlement."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.