দেরাদুন, ১৭ ফেব্রুয়ারি : ৭ মার্চ ছিল বিয়ে। ২৮ ফেব্রুয়ারি বাড়ি ফেরার কথা। তার আগেই বাড়ি আসছেন মেজর চিত্রেশ বিস্ত। পায়ে হেঁটে নয়। কফিনবন্দী হয়ে। গতকাল নৌসেরা সেক্টরে ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ হন তিনি।
জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে ল্যান্ডমাইনের খোঁজ মেলে। খবর যায় চিত্রেশের কাছে। বম ডিজ়পোজ়াল ইউনিট নিয়ে রওনা দেন তিনি। একটি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করেন। আরও একটি করতে শুরু করার সময় বিস্ফোরণটি ঘটে। ছিন্নভিন্ন হয়ে যায় চিত্রেশের দেহ।
উত্তরাখণ্ডের বাড়িতে তখন বিয়ের তোড়জোড় চলছিল। খবরটা আসতেই হাত কেঁপে ওঠে চিত্রেশের বাবার। বলেন, "ও আমার ছোটো ছেলে। খুব আদরের ছিল। রোজ কথা হত। কালই শুধু হয়নি। আর কালই ও দেশের জন্য প্রাণ দিল।"