ETV Bharat / bharat

নিয়ন্ত্রণরেখায় গুলি পাকিস্তানের, শহিদ জওয়ান ; ধ্বংস পাকিস্তানি সেনা ছাউনি - শহিদ জওয়ান

সকালে রাজৌরির নৌসেরা সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও । দু'পক্ষের গুলি বিনিময়ে শহিদ হন রাজীব থাপা ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 23, 2019, 3:23 PM IST

রাজৌরি, 23 অগাস্ট : সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে নিয়ন্ত্রণরেখায় গুলি পাকিস্তানের । শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান । নাম নায়েক রাজীব থাপা । বাড়ি জলপাইগুড়ির মেছপাড়ায় ৷

সকালে রাজৌরির নৌসেরা সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও । দু'পক্ষের গুলি বিনিময়ে শহিদ হন রাজীব । এই বিষয়ে, সেনা মুখপাত্র বলেন, "রাজীব খুব সাহসী ছিলেন ৷ একজন সক্রিয় এবং প্রেরণাদায়ক নেতা ছিলেন ৷ তাঁর এই বলিদানের জন্য দেশ সর্বদা কৃতজ্ঞ থাকবে ৷" তিনি আরও বলেন, "ভারতীয় সেনা এই আক্রমণের কড়া জবাব দিয়েছে ৷ পাকিস্তান সেনা ছাউনিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷"

এর আগে পাকিস্তানের সঙ্গে গুলির লড়াইয়ে 20 অগাস্ট কৃষ্ণঘাঁটি সেক্টরে নায়েক রবি রঞ্জন কুমার ও 17 অগাস্ট রাজৌরির নৌসেরা সেক্টরে নায়েক সন্দীপ থাপা শহিদ হয়েছিলেন ৷

রাজৌরি, 23 অগাস্ট : সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে নিয়ন্ত্রণরেখায় গুলি পাকিস্তানের । শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান । নাম নায়েক রাজীব থাপা । বাড়ি জলপাইগুড়ির মেছপাড়ায় ৷

সকালে রাজৌরির নৌসেরা সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও । দু'পক্ষের গুলি বিনিময়ে শহিদ হন রাজীব । এই বিষয়ে, সেনা মুখপাত্র বলেন, "রাজীব খুব সাহসী ছিলেন ৷ একজন সক্রিয় এবং প্রেরণাদায়ক নেতা ছিলেন ৷ তাঁর এই বলিদানের জন্য দেশ সর্বদা কৃতজ্ঞ থাকবে ৷" তিনি আরও বলেন, "ভারতীয় সেনা এই আক্রমণের কড়া জবাব দিয়েছে ৷ পাকিস্তান সেনা ছাউনিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷"

এর আগে পাকিস্তানের সঙ্গে গুলির লড়াইয়ে 20 অগাস্ট কৃষ্ণঘাঁটি সেক্টরে নায়েক রবি রঞ্জন কুমার ও 17 অগাস্ট রাজৌরির নৌসেরা সেক্টরে নায়েক সন্দীপ থাপা শহিদ হয়েছিলেন ৷

Balrampur (Uttar Pradesh), Aug 23 (ANI): Around 5,000 Liquefied Petroleum Gas (LPG) cylinders and over 6,000 regulators were recovered from a rural LPG agency in Uttar Pradesh's Balrampur district on August 22. The incident took place in Pachperwa town of Balrampur district. Cylinders and regulators were hidden in bushes, godowns and other places of the gas agency. The gas agency naming Bhargav Indian Rural Distributor has been sealed in this regard by the concerned authority of Balrampur.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.