ETV Bharat / bharat

16 হাজার ফুট উচ্চতায় সফল অ্য়াপেনডিক্স অপারেশন সেনা চিকিৎসকদের

16 হাজার ফুট উঁচুতে কনকনে ঠান্ডা আবহাওয়ায় সফল অ্য়াপেনডিক্স অপারেশন করলেন সেনার তিন চিকিৎসক ৷ পূর্ব লাদাখের সেন্ট্রাল সার্জিকাল ক্য়াম্পে এই অপারেশনটি করা হয়েছে ৷

army-doctors-successfully-remove-soldiers-appendix-at-16000-feet
16 হাজার ফুট উচ্চতায় সফল অ্য়াপেনডিক্স অপারেশন সেনা চিকিৎসকদের
author img

By

Published : Nov 1, 2020, 10:22 PM IST

লেহ, 1 নভেম্বর : খারাপ আবহাওয়ার কারণে অ্য়াপেনডিক্সের ব্য়থায় কাতরানো সেনা জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করানো যায়নি ৷ তা সত্ত্বেও পিছু না হটে 16 হাজার ফুট উঁচুতে কনকনে ঠান্ডা আবহাওয়ায় সফল অ্য়াপেনডিক্স অপারেশন করলেন সেনার তিন চিকিৎসক ৷ পূর্ব লাদাখের সেন্ট্রাল সার্জিকাল ক্য়াম্পে এই অপারেশনটি করা হয়েছে ৷ সেনার তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে LAC-তে মোতায়েন জওয়ানকে হাসপাতালে পাঠানো সম্ভব হয়নি ৷

সেনা সূত্রে খবর, বরফ জমা ঠান্ডায় খারাপ আবহাওয়াতেই বাধ্য় হয়ে এই অস্ত্রোপচারটি করতে হয় সেনার ওই তিন চিকিৎসককে ৷ অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল ৷ কনকনে ঠান্ডায় পেট কেটে অ্য়াপেনডিক্স অপারেশন করাটা খুবই বিপজ্জনক ৷ অস্ত্রোপচারের পর রোগীর জ্ঞান ফেরানোটাই চিকিৎসকদের কাছে চ্য়ালেঞ্জ ছিল ৷ এই অস্ত্রোপচারটি করা হয়েছে গত 28 অক্টোবর ৷ সেনার তরফে জানানো হয়েছে, ফরওর্য়াড পোস্টে প্রতিকূল আবহাওয়ায় এমন অস্ত্রোপচারে সাফল্য় পাওয়া সেনার চিকিৎসকদের ক্ষেত্রে খুবই বড় ব্য়াপার ৷ কীভাবে এই ধরমের স্পেশালইজ়ড অস্ত্রোপচার করতে হয় তার সবধরণের ট্রেনিং দেওয়া হয় সেনার চিকিৎসকদের ৷

বর্তমান পরিস্থিতিতে প্রচণ্ড ঠান্ডাতেও ভারতীয় বাহিনীকে সিয়াচেন ও কারগিলের দ্রাস সেক্টরে মোতায়েন করা হয়েছে ৷ এর আগেও এমন পরিস্থিতিতে সীমান্ত রক্ষার জন্য় সেনা মোতায়েন করা হয়েছিল ৷

লেহ, 1 নভেম্বর : খারাপ আবহাওয়ার কারণে অ্য়াপেনডিক্সের ব্য়থায় কাতরানো সেনা জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করানো যায়নি ৷ তা সত্ত্বেও পিছু না হটে 16 হাজার ফুট উঁচুতে কনকনে ঠান্ডা আবহাওয়ায় সফল অ্য়াপেনডিক্স অপারেশন করলেন সেনার তিন চিকিৎসক ৷ পূর্ব লাদাখের সেন্ট্রাল সার্জিকাল ক্য়াম্পে এই অপারেশনটি করা হয়েছে ৷ সেনার তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে LAC-তে মোতায়েন জওয়ানকে হাসপাতালে পাঠানো সম্ভব হয়নি ৷

সেনা সূত্রে খবর, বরফ জমা ঠান্ডায় খারাপ আবহাওয়াতেই বাধ্য় হয়ে এই অস্ত্রোপচারটি করতে হয় সেনার ওই তিন চিকিৎসককে ৷ অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল ৷ কনকনে ঠান্ডায় পেট কেটে অ্য়াপেনডিক্স অপারেশন করাটা খুবই বিপজ্জনক ৷ অস্ত্রোপচারের পর রোগীর জ্ঞান ফেরানোটাই চিকিৎসকদের কাছে চ্য়ালেঞ্জ ছিল ৷ এই অস্ত্রোপচারটি করা হয়েছে গত 28 অক্টোবর ৷ সেনার তরফে জানানো হয়েছে, ফরওর্য়াড পোস্টে প্রতিকূল আবহাওয়ায় এমন অস্ত্রোপচারে সাফল্য় পাওয়া সেনার চিকিৎসকদের ক্ষেত্রে খুবই বড় ব্য়াপার ৷ কীভাবে এই ধরমের স্পেশালইজ়ড অস্ত্রোপচার করতে হয় তার সবধরণের ট্রেনিং দেওয়া হয় সেনার চিকিৎসকদের ৷

বর্তমান পরিস্থিতিতে প্রচণ্ড ঠান্ডাতেও ভারতীয় বাহিনীকে সিয়াচেন ও কারগিলের দ্রাস সেক্টরে মোতায়েন করা হয়েছে ৷ এর আগেও এমন পরিস্থিতিতে সীমান্ত রক্ষার জন্য় সেনা মোতায়েন করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.