ETV Bharat / bharat

"মোদিকে ক্ষমতায় আনায় কংগ্রেসের ইস্তাহারে ঠাঁই নেই মধ্যবিত্তদের" - Udaipur

কংগ্রেসের 50-60 পৃষ্ঠার ইস্তাহারে একবারের জন্যও মধ্যবিত্তশ্রেণির জন্য কোনও প্রতিশ্রুতি নেই। কংগ্রেস মনে করে 2014 সালের লোকসভা নির্বাচনে মোদিকে ক্ষমতায় এনেছে মধ্যবিত্তশ্রেণি। জনসভায় একথা বলেন নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 7, 2019, 9:19 PM IST

উদয়পুর (ত্রিপুরা), 7 এপ্রিল : কংগ্রেস মনে করে 2014 সালের লোকসভা নির্বাচনে মোদিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে দেশের মধ্যবিত্তশ্রেণি। তাই এবার তাদের ইস্তাহারে মধ্যবিত্তদের জন্য কোনও জায়গা নেই। তাদের উপর করের বোঝা চাপিয়ে শাস্তি দিতে চায় কংগ্রেস। ত্রিপুরার উদয়পুরে আজ নির্বাচনী জনসভায় একথা বলেন নরেন্দ্র মোদি।

আজ উদয়পুরের জনসভায় প্রথম থেকেই মোদির নিশানায় ছিল কংগ্রেস। তিনি বলেন, "কংগ্রেস ও কয়েকটি রাজনৈতিক দল মধ্যবিত্তশ্রেণির উপর করের বোঝা চাপিয়ে দিতে চায়। আমি মধ্যবিত্ত মানুষদের প্রশ্ন করছি, আপনারা কি চান দেশ লাইসেন্স রাজের যুগে ফিরে যাক ?"

কংগ্রেসকে মধ্যবিত্ত বিরোধী বলে কটাক্ষ করেন মোদি। বলেন, "কংগ্রেসের 50-60 পৃষ্ঠার নির্বাচনী ইস্তাহারের কোথাও মধ্যবিত্তশ্রেণির জন্য কোনও প্রতিশ্রুতি নেই।"

উদয়পুর (ত্রিপুরা), 7 এপ্রিল : কংগ্রেস মনে করে 2014 সালের লোকসভা নির্বাচনে মোদিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে দেশের মধ্যবিত্তশ্রেণি। তাই এবার তাদের ইস্তাহারে মধ্যবিত্তদের জন্য কোনও জায়গা নেই। তাদের উপর করের বোঝা চাপিয়ে শাস্তি দিতে চায় কংগ্রেস। ত্রিপুরার উদয়পুরে আজ নির্বাচনী জনসভায় একথা বলেন নরেন্দ্র মোদি।

আজ উদয়পুরের জনসভায় প্রথম থেকেই মোদির নিশানায় ছিল কংগ্রেস। তিনি বলেন, "কংগ্রেস ও কয়েকটি রাজনৈতিক দল মধ্যবিত্তশ্রেণির উপর করের বোঝা চাপিয়ে দিতে চায়। আমি মধ্যবিত্ত মানুষদের প্রশ্ন করছি, আপনারা কি চান দেশ লাইসেন্স রাজের যুগে ফিরে যাক ?"

কংগ্রেসকে মধ্যবিত্ত বিরোধী বলে কটাক্ষ করেন মোদি। বলেন, "কংগ্রেসের 50-60 পৃষ্ঠার নির্বাচনী ইস্তাহারের কোথাও মধ্যবিত্তশ্রেণির জন্য কোনও প্রতিশ্রুতি নেই।"

Srinagar (Jammu and Kashmir), Apr 07 (ANI): Jammu and Kashmir Peoples Democratic Party (JKPDP) held protest march against the ban on Jammu-Srinagar National Highway. Civilian movement has been restricted for 2 days a week. JKPDP chief Mehbooba Mufti said, "This is wrong. We would like to tell the government that you can't suppress Kashmiris like this. This is our state, these are our roads. We have the right to use them whenever we want". She added, "You saw that the students are facing a lot of problem due to it. I urge people not to accept the ban. Defy it, go wherever you want. We will approach the court against this ban."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.