ETV Bharat / bharat

কৃষক আন্দোলনকে সমর্থন, 30 জানুয়ারি থেকে অনশন আন্দোলনে আন্না হাজারে

কৃষকদের পাশে দাঁড়াতে আন্দোলনের ময়দানে আন্না হাজ়ারে । 30 জানুয়ারি আহমেদ নগরের রালেগাঁও সিদ্ধিতে আন্দোলন শুরু করবেন আন্না হাজারে । দেশের কৃষকদের নিজ নিজ এলাকায় আন্দোলন করার পরামর্শ দিয়েছেন বর্ষীয়ান সমাজকর্মী ।

Anna Hazare to Begin Hunger Protest
Anna Hazare to Begin Hunger Protest
author img

By

Published : Jan 28, 2021, 10:16 PM IST

দিল্লি, 28 জানুয়ারি : অধিকার ছিনিয়ে নিতে যে কোনও লড়াইয়ের জন্য প্রস্তুত । বয়সকে উড়িয়ে দেন ফুৎকারে । তিনি আন্না হাজারে । ফের একবার সাহসী পদক্ষেপ । কৃষকদের সমর্থনে 30 জানুয়ারি মহারাষ্ট্রের আহমেদ নগরের রালেগাঁও সিদ্ধিতে অনশন আন্দোলন শুরু করছেন তিনি ।

গান্ধিবাদী অনশন আন্দোলনের জন্যই পরিচিতি আন্নার । দীর্ঘ আন্দোলন, অনশনের পর কার্যত তাঁর চাপে পড়েই লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে । সেই আন্না হজারে এবার দিল্লিতে কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়ালেন । ইতিমধ্যেই, দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে ট্র্যাক্টর সমাবেশের ঘটনায় আহত হয়েছেন তিনশোর বেশি পুলিশকর্মী । মৃত্যু হয়েছে এক কৃষকের । সমাজকর্মী আন্না হাজারে অনশন আন্দোলনের ডাক দিয়ে তাঁর সমর্থকদের নিজ নিজ জায়গায় প্রতিবাদ করার আহ্বান জানান ।

তিনি বলেন, 30 জানুয়ারি থেকে মহারাষ্ট্রের আহমেদনগরের রালেগাঁও সিদ্ধিতে কৃষকদের বিভিন্ন দাবিতে প্রতিবাদ শুরু করবেন । সমর্থকদের নিজ নিজ জায়গায় প্রতিবাদ করার আহ্বান জানান।

আরও পড়ুন : আজ রাতেই আন্দোলনস্থল খালির নির্দেশ যোগী প্রশাসনের, আত্মহত্যার হুমকি কৃষক নেতার

গত প্রায় 3 বছর ধরে কৃষকদের স্বার্থে আন্দোলন করে চলেছেন আন্না হাজারে । সরকারকে একগুচ্ছ দাবিদাওয়াও পেশ করেছেন তিনি । সম্প্রতি সংসদে পাশ হওয়া তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা । দিল্লির সিঙ্ঘু সীমানায় দুই মাসেরও বেশি সময় ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পঞ্জাব, হরিয়ানা-সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা । সেই আন্দোলনে সমর্থন জানিয়ে আরও একবার অনশন আন্দোলনকে হাতিয়ার করতে চলেছেন আন্না ।

দিল্লি, 28 জানুয়ারি : অধিকার ছিনিয়ে নিতে যে কোনও লড়াইয়ের জন্য প্রস্তুত । বয়সকে উড়িয়ে দেন ফুৎকারে । তিনি আন্না হাজারে । ফের একবার সাহসী পদক্ষেপ । কৃষকদের সমর্থনে 30 জানুয়ারি মহারাষ্ট্রের আহমেদ নগরের রালেগাঁও সিদ্ধিতে অনশন আন্দোলন শুরু করছেন তিনি ।

গান্ধিবাদী অনশন আন্দোলনের জন্যই পরিচিতি আন্নার । দীর্ঘ আন্দোলন, অনশনের পর কার্যত তাঁর চাপে পড়েই লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে । সেই আন্না হজারে এবার দিল্লিতে কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়ালেন । ইতিমধ্যেই, দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে ট্র্যাক্টর সমাবেশের ঘটনায় আহত হয়েছেন তিনশোর বেশি পুলিশকর্মী । মৃত্যু হয়েছে এক কৃষকের । সমাজকর্মী আন্না হাজারে অনশন আন্দোলনের ডাক দিয়ে তাঁর সমর্থকদের নিজ নিজ জায়গায় প্রতিবাদ করার আহ্বান জানান ।

তিনি বলেন, 30 জানুয়ারি থেকে মহারাষ্ট্রের আহমেদনগরের রালেগাঁও সিদ্ধিতে কৃষকদের বিভিন্ন দাবিতে প্রতিবাদ শুরু করবেন । সমর্থকদের নিজ নিজ জায়গায় প্রতিবাদ করার আহ্বান জানান।

আরও পড়ুন : আজ রাতেই আন্দোলনস্থল খালির নির্দেশ যোগী প্রশাসনের, আত্মহত্যার হুমকি কৃষক নেতার

গত প্রায় 3 বছর ধরে কৃষকদের স্বার্থে আন্দোলন করে চলেছেন আন্না হাজারে । সরকারকে একগুচ্ছ দাবিদাওয়াও পেশ করেছেন তিনি । সম্প্রতি সংসদে পাশ হওয়া তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা । দিল্লির সিঙ্ঘু সীমানায় দুই মাসেরও বেশি সময় ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পঞ্জাব, হরিয়ানা-সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা । সেই আন্দোলনে সমর্থন জানিয়ে আরও একবার অনশন আন্দোলনকে হাতিয়ার করতে চলেছেন আন্না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.