ETV Bharat / bharat

টাকা দিন, না হলে জেলে যান; অনিল আম্বানিকে নির্দেশ সুপ্রিম কোর্ট - Swedish Company

আদালত অবমাননার দায়ে অনিল আম্বানিকে অভিযুক্ত করল সুপ্রিম কোর্ট

ফাইল ফোটো
author img

By

Published : Feb 20, 2019, 12:19 PM IST

দিল্লি, ২০ ফেব্রুয়ারি : সুপ্রিম কোর্ট আজ অনিল আম্বানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছে। পাশাপাশি, রিলায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিকেও আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছে।

শীর্ষ আদালত নির্দেশ দেয়, আগামী চার সপ্তাহের মধ্যে তাঁদের তিনজনকে ৪৫৩ কোটি টাকা দিতে হবে। সেই শর্ত পূরণ করতে না পারলে তাঁদের তিনমাস জেল খাটতে হবে। এছাড়াও তাঁদের প্রত্যেককে একমাসের মধ্যে এক কোটি টাকা জরিমানা দিতে হবে। তা দিতে না পারলে আরও একমাসের জেল হবে তাদের।

বকেয়া ৫৫০ কোটি টাকা না দেওয়ায় এরিকসন ইন্ডিয়ার তরফে রিলায়েন্সের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। রিলায়েন্স কমিউনিকেশনসের তরফে বলা হয়, এরিকসনকে টাকা শোধ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।

গত বছরের ২৩ অক্টোবর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সে বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা শোধ করতে হবে। দেরি করে বকেয়া টাকা প্রদানের জন্য বছরে ১২ শতাংশ সুদ গুনতে হবে।

দিল্লি, ২০ ফেব্রুয়ারি : সুপ্রিম কোর্ট আজ অনিল আম্বানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছে। পাশাপাশি, রিলায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিকেও আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছে।

শীর্ষ আদালত নির্দেশ দেয়, আগামী চার সপ্তাহের মধ্যে তাঁদের তিনজনকে ৪৫৩ কোটি টাকা দিতে হবে। সেই শর্ত পূরণ করতে না পারলে তাঁদের তিনমাস জেল খাটতে হবে। এছাড়াও তাঁদের প্রত্যেককে একমাসের মধ্যে এক কোটি টাকা জরিমানা দিতে হবে। তা দিতে না পারলে আরও একমাসের জেল হবে তাদের।

বকেয়া ৫৫০ কোটি টাকা না দেওয়ায় এরিকসন ইন্ডিয়ার তরফে রিলায়েন্সের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। রিলায়েন্স কমিউনিকেশনসের তরফে বলা হয়, এরিকসনকে টাকা শোধ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।

গত বছরের ২৩ অক্টোবর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সে বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা শোধ করতে হবে। দেরি করে বকেয়া টাকা প্রদানের জন্য বছরে ১২ শতাংশ সুদ গুনতে হবে।

RESTRICTIONS SUMMARY - NO ACCESS AUSTRALIA
SHOTLIST:
AuBC - NO ACCESS AUSTRALIA
Sydney - 20 February 2019
1. Adriana Navarro walking outside court
2. Chilean community members carrying placards with photos of alleged victims
3. SOUNDBITE (English) Adriana Navarro, advocate for victims' families:
"The people behind me are community members and what they were calling for was 'no to impunity,' that the impunity that Adriana Rivas has lived in the last 30-40 years in Australia. And they're asking for justice, which is the same thing that the families in Chile are asking for. They want Adriana Rivas, if she says that she's not guilty of the charges, to front the Chilean justice system and be absolved if that is the case."
4. Cutaway to Chilean community members holding placards of photos of alleged victims
5. SOUNDBITE (English) Adriana Navarro, advocate for victims' families:
"It is very significant from that point of view, it is a first step, there is a lot of uncertainty about what will happen in future. But also I think it's a landmark because this is the first case of this kind between Chile and Australia."
6. Zoom out on Chilean community members carrying placards with photos of alleged victims, shouting (English) "We want Justice"
7. SOUNDBITE (English) Adriana Navarro, advocate for victims' families:
"I understand that there have been a lot of technical difficulties somehow correlating the law of Chile and the law of Australia. However, it seems that those obstacles have now been resolved and here we are, we look at it with optimism and we would like the process to be as fast as possible, and that if she's not guilty then she can say so in Chile."
8. Navarro walking away
STORYLINE:
A woman wanted in Chile on kidnapping charges dating back to the Pinochet dictatorship is expected to appear in an Australian court on Wednesday for an extradition hearing.
Chile's Supreme Court requested the extradition of Adriana Rivas in 2014. She was wanted for her alleged role in the 1976 killing of a Communist Party leader who was held in a secret prison before being suffocated and thrown into the sea.
Rivas moved to Australia in 1978 but was detained during a visit to Chile in 2006.
She was released on probation and fled back to Australia.
Chilean-born lawyer Adriana Navarro, an advocate for the victims' families, said they wanted Rivas to be returned to Chile to face justice there.
"If she's not guilty then she can say so in Chile," Navarro said.
Rivas has told Australian media she is innocent of the charges.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.