ETV Bharat / bharat

ক'টি রাজধানী রাজ্যের ? বিশেষ অধিবেশন অন্ধ্রপ্রদেশ বিধানসভায়

অমরাবতীই কী একমাত্র রাজধানী থাকবে ? না কি তিনটি রাজধানীর পক্ষে সিলমোহর পড়বে ? শাসক শিবির না বিরোধী শিবির, কাদের দিকে পাল্লা হবে ভারী ?

Jagan Mohan Reddy
ফাইল ছবি
author img

By

Published : Jan 20, 2020, 1:22 PM IST

অমরাবতী, 20 জানুয়ারি : রাজ্যে কি একটিই রাজধানী থাকবে? না কি তা ভেঙে একাধিক করা হবে? এই নিয়েই আজ থেকে শুরু হল অন্ধ্রপ্রদেশ বিধানসভার বিশেষ অধিবেশন । তিন দিনের এই অধিবেশনেই ঠিক হবে অমরাবতীই রাজ্যের একমাত্র রাজধানী হবে কি না ।

অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি এই অধিবেশনে রাজ্যের একাধিক রাজধানী করার পক্ষে প্রস্তাব পাশ করানোর চেষ্টা করবেন । অন্যদিকে বিরোধীরা তিন রাজধানীর বিরুদ্ধে সওয়াল করবেন এই তিন দিন । পাশাপাশি বিরোধীরা রাজধানীর বিকেন্দ্রীকরণের প্রতিবাদ করে বিধানসভা চলো কর্মসূচিরও ডাক দিয়েছেন ।

আজ সকাল 8 টা 20 মিনিটে শুরু হয় অন্ধ্রপ্রদেশ বিধানসভার এই বিশেষ অধিবেশন । অধিবশনকে ঘিরে গোটা অমরাবতীকে মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তার বলয়ে । অধিবেশনে রাজ্যের পর্যটন মন্ত্রী তিন রাজধানীর পক্ষে সওয়াল তোলেন । অন্ধ্রপ্রদেশের তিনটি রাজধানী করা হলে তা আদপে উত্তর অন্ধ্রের পিছিয়ে পড়া মানুষদেরই উপকার করবে । তিনি বলেন, "চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন সরকার শুধুমাত্র অমরাবতীর কথা ভেবেই কাজ করেছে । কিন্তু জগন মোহন রেড্ডির সরকার উত্তর অন্ধ্রের পিছিয়ে পড়া এলাকাগুলি সহ গোটা রাজ্যে উন্নয়ন কথা ভাবে ।"

খুব স্বাভাবিকভাবেই অন্ধ্রপ্রদেশ সরকারের মন্ত্রিসভাও রাজধানীর বিকেন্দ্রীকরণে সায় দিয়েছে ৷ পাশাপাশি রাজধানী ভাগ করা নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছে মন্ত্রিসভা ।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বেশ কিছু এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসে । বিজয়ওয়াড়া ও গুন্টুর এলাকায় 144 ধারা জারি করা হয় । তিনটি রাজধানী করার প্রতিবাদে বিরোধী দলের ছাত্র সংগঠনগুলি বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে ৷ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

অমরাবতী, 20 জানুয়ারি : রাজ্যে কি একটিই রাজধানী থাকবে? না কি তা ভেঙে একাধিক করা হবে? এই নিয়েই আজ থেকে শুরু হল অন্ধ্রপ্রদেশ বিধানসভার বিশেষ অধিবেশন । তিন দিনের এই অধিবেশনেই ঠিক হবে অমরাবতীই রাজ্যের একমাত্র রাজধানী হবে কি না ।

অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি এই অধিবেশনে রাজ্যের একাধিক রাজধানী করার পক্ষে প্রস্তাব পাশ করানোর চেষ্টা করবেন । অন্যদিকে বিরোধীরা তিন রাজধানীর বিরুদ্ধে সওয়াল করবেন এই তিন দিন । পাশাপাশি বিরোধীরা রাজধানীর বিকেন্দ্রীকরণের প্রতিবাদ করে বিধানসভা চলো কর্মসূচিরও ডাক দিয়েছেন ।

আজ সকাল 8 টা 20 মিনিটে শুরু হয় অন্ধ্রপ্রদেশ বিধানসভার এই বিশেষ অধিবেশন । অধিবশনকে ঘিরে গোটা অমরাবতীকে মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তার বলয়ে । অধিবেশনে রাজ্যের পর্যটন মন্ত্রী তিন রাজধানীর পক্ষে সওয়াল তোলেন । অন্ধ্রপ্রদেশের তিনটি রাজধানী করা হলে তা আদপে উত্তর অন্ধ্রের পিছিয়ে পড়া মানুষদেরই উপকার করবে । তিনি বলেন, "চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন সরকার শুধুমাত্র অমরাবতীর কথা ভেবেই কাজ করেছে । কিন্তু জগন মোহন রেড্ডির সরকার উত্তর অন্ধ্রের পিছিয়ে পড়া এলাকাগুলি সহ গোটা রাজ্যে উন্নয়ন কথা ভাবে ।"

খুব স্বাভাবিকভাবেই অন্ধ্রপ্রদেশ সরকারের মন্ত্রিসভাও রাজধানীর বিকেন্দ্রীকরণে সায় দিয়েছে ৷ পাশাপাশি রাজধানী ভাগ করা নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছে মন্ত্রিসভা ।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বেশ কিছু এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসে । বিজয়ওয়াড়া ও গুন্টুর এলাকায় 144 ধারা জারি করা হয় । তিনটি রাজধানী করার প্রতিবাদে বিরোধী দলের ছাত্র সংগঠনগুলি বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে ৷ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

New Delhi, Jan 20 (ANI): Union Home Minister Amit Shah arrived at BJP headquarters in the national capital on January 20. The process of nomination for BJP national president to be held today at party headquarters in Delhi. Senior leader including Giriraj Singh, Pralhad Joshi, Kiren Rijiju and several ministers of the party also arrived at BJP headquarters.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.