অমরাবতী, 29 সেপ্টেম্বর : প্রয়াত সংগীতশিল্পী এস পি বালাসুব্রমনিয়মকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে সম্মানিত করার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি । গতকাল এনিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন তিনি ।
চিঠিতে বলা ছিল, " সংগীতে তাঁর অনবদ্য অবদানের প্রতি সম্মান জানাতে আমি তাঁকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার আবেদন জানিয়েছি । " লতা মঙ্গেশকর, ভূপেন হাজারিকা, এম এস সুব্বালক্ষ্মী, বিসমিল্লা খান, ভীমসেন জোশি মতো প্রখ্যাত শিল্পীদেরও ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছে বলে প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি ।
তিনি আরও লিখেছেন, "পাঁচ দশক ধরে তাঁর স্মরণীয় কাজের এটাই হবে সর্বোচ্চ স্বীকৃতি ।" তাঁর আবেদনের পিছনে যুক্তি হিসেবে বালাসুব্রমনিয়মের বিভিন্ন ভাষায় 40 হাজারেরও বেশি গান গাওয়ার কথা উল্লেখ করেন তিনি । লেখেন, "সেরা প্লেব্যাক গায়ক হিসেবে ছ'বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তেলুগু সিনেমায় অবদানের জন্য 25 বার অন্ধ্রপ্রদেশ স্টেট নন্দি পুরস্কার পেয়েছেন । এছাড়াও তামিলনাড়ু ও কর্নাটক সরকারের তরফে একাধিক পুরস্কার পেয়েছেন ।" 2001 সালে এস পি বালাসুব্রমনিয়মকে পদ্মশ্রী ও 2011 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয় ।